Aadhaar Card Update 2024 ; আধার কার্ড এর তথ্য বিনামূল্যে আপডেট করার সুযোগ দিচ্ছে সরকার। ভারতীয় নাগরিকের আধার কার্ড থাকা আবশ্যক।এটি হল একটি 12-সংখ্যার নম্বর যা ব্যাক্তি সনাক্তকরণের উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা চালু করা হয়েছে। একটি আধার নম্বর প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক।
আধার কার্ড বায়োমেট্রিক ফর্ম্যাটে ব্যক্তির নাম,ছবি,ঠিকানা , লিঙ্গ, আঙুলের ছাপ, রেটিনা তথ্য এবং বয়স সংরক্ষণ করা থাকে।আধার কার্ডগুলি Unique Identification Authority of India বা UIDAI দ্বারা চালু করা হয়েছে। অনলাইনের মাধ্যমে Aadhaar Card এর ব্যক্তিগত তথ্য, যেমন নাম, ঠিকানা, ব্যক্তির বয়স, Email Address এর মতো তথ্য আপডেট করা যাবে।
Content
Aadhaar Card Update 2024
এখন সরকারি হোক বা বেসরকারি যে কোনও কাজেই ভীষণ ভাবে প্রয়োজন আধার কার্ডের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও আধার কার্ড নিয়ে কড়াকড়ি ভাবে নিয়ম জারি করা হয়েছে। প্রত্যেক নাগরিকদের আধার কার্ডের সঠিক তথ্য আপডেট করার ঘোষণা করা হয়েছে । এবং প্রতি 10 বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করাতে বলা হয়েছে। অনলাইন ও অফলাইন আধার কার্ড পরিবর্তন করা হয়। কিভাবে আপডেট করবেন ? অনলাইনে আপডেট কিভাবে ? অফলাইনে কিভাবে আপডেট করবেন ? আপডেট করতে কি কি নথিপত্র লাগবে ? আপডেট করার লাস্ট ডেট কবে ?কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে ? ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
আধার কার্ড আপডেট সর্বশেষ আপডেট (Aadhaar Card Update 2024 Latest Update)
আধার কার্ড পরিবর্তনের জন্য বিনামূল্যে অনলাইনে আপডেট করার 14 ডিসেম্বর 2023 পর্যন্ত সময় ছিল ।এই পরিষেবার আগে সময় ছিল জুন 2023 পর্যন্ত কিন্তু তিন মাসের জন্য বাড়িয়ে কর্তৃপক্ষ 14 ই সেপ্টেম্বর 2023 পর্যন্ত হয় ।আবারো সময় বাড়িয়ে বিনামূল্যে এই তথ্য আপডেট করার শেষ সময় হল 14 সেপ্টেম্বর। অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখের পর থেকে বিনামূল্যে আর আধার কার্ডে তথ্য আপডেট করা যাবে না।। এই সুবিধার জন্য ব্যবহারকারীরা UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট myAadhar পোর্টালে যেতেহবে। কোনো চার্জ ছাড়াই আপনি পরিবর্তন করতে পারবেন উল্লেখিত সময়ের মধ্যে।
আধার কার্ড সুবিধা পেতে ওয়েবসাইটে তাদের পরিচয় প্রমাণ ও ঠিকানার প্রমাণ জমা করতে হবে। কার্ড ব্যাবহারকারীদের আধার কার্ডে আপডেট করতে 50 টাকা দিতে হবে।কার্ড ব্যাবহারকারী যদি কোনও আধার কার্ড আপডেট কেন্দ্রে যান অফলাইনে এই পরিবর্তনগুলি করেন তবে তাদের চার্জ দিতে হবে।
আধার কার্ড আপডেট (Aadhaar Card Update)
অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন হয় যখন কোনো ব্যক্তি স্থায়ীভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নেন,তাহলে নতুন স্থানের ঠিকানা করতে হবে। আধার কার্ডের পরিবর্তন অনলাইন ও অফলাইন উভয় উপায়েই করা যেতে পারে।
Unique Identification Authority of India হলো ভারতের একটি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ। এটি আধার পরিষেবাগুলির আইন 2016 (“আধার আইন 2016”) সালের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনার যদি আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে হয় তাহলে পুরো পোস্টটি পড়ুন। ।
আধার কার্ড আপডেটের জন্য মূল্য কত?
1 | আধার কার্ডের অধিকারী | বিনামূল্যে |
2 | বাচ্চাদের জন্য বাধ্যতামূলক Biometric update জন্য | বিনামূল্যে |
3 | Demographic Update ছাড়াও যেকোন বায়োমেট্রিক আপডেট এর জন্য | 100 টাকা |
4 | বাসিন্দাদের জন্য আপডেট | 50 টাকা |
5 | রঙিন আধার ডাউনলোড/প্রিন্ট করার জন্য | 30 টাকা |
আধার কার্ড আপডেট শেষ তারিখ কবে (last date for Aadhaar Card Update 2024)
আধার কার্ড আপডেট করার জন্য সময়সীমা 14 ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
কিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন আপডেট করবেন? (How to update aadhar card address change)
ভারতীয় নাগরিক সকলের আধার কার্ড থাকা বাঞ্চনীয়। এই কার্ড নম্বর সময়ের সাথে কোনো পরিবর্তন হয় ন , কিন্তু ঠিকানা পরিবর্তন সম্ভব।তাই আপনার আধার কার্ড নির্ভুল থাকা দরকার।আর যদি আপনার আধার কার্ডের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ঠিক করা দরকার। যখন কোনো ভারতীয় নাগরিক স্থায়ীভাবে বাড়ি স্থানান্তরের জন্য সিদ্ধান্ত নেন।তখন আধার কার্ড আপডেট এবং ঠিকানা পরিবর্তন বাধ্যতামূলক হয়ে ওঠে।বিয়ের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের আধার কার্ড ঠিকানা পরিবর্তন করতে হয়। কিন্তু নম্বর পরিবর্তন হয় না।
আপনি আপনার আধার কার্ড পরিবর্তনের জন্য যেখান থেকে কার্ড তৈরি করেছেন বা নিকটস্থ আধার কার্ড তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। সেখানে আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা যেতে পারে-
- অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন হয় (অনলাইনে আধার কার্ড আপডেট)
- অফলাইন আধার কার্ডের ঠিকানা পরিবর্তন হয় (অফলাইনে আধার কার্ড আপডেট)
কিভাবে অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন (How to Update Aadhaar Card Address Online)
অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট এবং ঠিকানা পরিবর্তন করা হয়,আপনি নিজেই এই কাজটি করতে পারেন।আপনি যদি জানতে চান,আপনার আধার কার্ডে ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন, বাড়ি স্থানান্তরের পরে আধার কার্ড আপডেটের জন্য নিচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন-
- আপনার ঠিকানা পরিবর্তন বা আধার কার্ড আপডেটের জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in/ যাবেন ।
- এরপরে আপনি UIDAI ওয়েবসাইটের Homepage , ‘My Aadhar’ অপশনে ক্লিক করুন।
- আপনার আধার আপডেট করুন এর অধীনে, ‘Update Demographics Data and Check Status’-অপশনে ক্লিক করুন।
- এরপর আপনি ওই অপশনে ক্লিক করার সাথে সাথে ব্যবহারকারীকে একটি ওয়েব পৃষ্ঠায় প্রদর্শিত করা হবে।এখানে আপনাকে আপনার Aadhar Number এবংOne Time Password (OTP) ব্যবহার করে Login করতে হবে।
- আপনি আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।এরপর ওটিপি, ক্যাপচা কোডটি লিখে,আধার সিস্টেমে Login করবেন।
- ‘Update Aadhaar Online’ অপশনে ক্লিক করুন, এবং আপনাকে নতুন ওয়েবপেজে প্রবেশ করানো হবে।
- এখন আপনি যদি একটি আধার কার্ড আপডেটের জন্য স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান।তাহলে ‘Proceed to update Aadhar‘এ ক্লিক করুন।
- এখানে আপনার আধার কার্ডে ঠিকানা প্রদর্শিত হবে। এখানে, Aadhaar card update and new address entry অপশনটি প্রদর্শিত হবে।বর্তমানে আপনার নতুন বাড়ির ঠিকানা, বাড়ির নম্বর, পিনকোড সব তথ্য লিখতে হবে।
- আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে একটি সমর্থনকারী নথি আপলোড করতে হবে। যা আপনার নতুন বাড়ির ঠিকানা যাচাই করতে পারে।
- আধার কার্ড আপডেট নতুন ঠিকানা দেওয়ার পর ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।আপডেট করার জন্য মোট 50 টাকা চার্জ করা হবে।
- আধার কার্ড আপডেটের পর অনলাইন অনুরোধর ঠিকানা পরিবর্তনের 90 দিনের মধ্যে এই প্রক্রিয়া করা হবে।
কীভাবে অফলাইন আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন (How to Update Aadhaar Card Address Offline)
বর্তমানে আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ শনাক্তকরণ নথি হয়ে উঠেছে।কারণ আধার কার্ডে ব্যক্তির মূল তথ্য থাকে। তাই অবশই আপডেট করা দরকার।সম্পাদনা এবং তালিকাভুক্তি ছাড়াও অন্যান্য আধার-সম্পর্কিত কার্যকলাপের জন্য সরকার আধার সেবা কেন্দ্র (ASK) স্থাপন করেছে।এই আধার সেবা কেন্দ্র ASKগুলি সপ্তাহের সাত দিন খোলা থাকে।আধার কার্ড আপডেট পরিষেবাগুলি যে সব আধার সেবা কেন্দ্রগুলিতে পাওয়া যায় তা হলো (ASK)-
- নতুন আধার কার্ড ব্যবহারকারীদের জন্য আধার তালিকাভুক্তি .
- নাম, ঠিকানা,জন্ম তারিখ, মোবাইল নম্বর,ইমেল আইডি, ইত্যাদি সরকারী রেকর্ডে জন্য যেকোন জনসংখ্যা সংক্রান্ত তথ্য আপডেট করুন।
- বিদ্যমান Biometric data যেমন ফটোগ্রাফের আপডেট, রেটিনা স্ক্যান, আঙুলের ছাপ।
- আপনার আধার কার্ড প্রিন্ট এবং ডাউনলোড করুন .
- PVC আধার কার্ডের জন্য আবেদন করুন
আধার কার্ড আপডেট-পোস্টের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন (Aadhar Card Address Change through Aadhar Card Update-Post)
আধার কার্ডে স্থায়ী ঠিকানাপরিবর্তন করার জন্য অনলাইন এবং অফলাইন ছাড়াও, আপনি পোস্টের মাধ্যমে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।আধার কার্ড কর্তৃপক্ষ পরিষেবাটি সক্ষম করতে ইন্ডিয়া পোস্টের সাথেযুক্ত হয়েছে।নিচের ধাপগুলো অনোসরণ করুন –
- UIDAI-এর সরকারী ওয়েবসাইট বা Unique Identification Authority of India যেতে হবে।
- আপনি আধার আপডেট ফর্ম ডাউনলোড করুন।এবং একটি প্রিন্ট আউট বের করুন।
- ফর্মটিতে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং ইমেল ইত্যাদি তথ্য পূরণ করতে হবে। পোস্ট অফিসের পিন কোড, যোগাযোগের বিবরণ, বর্তমান ঠিকানা এবং নতুন ঠিকানা বিবরণ দিতে হবে।
- ফর্মে নতুন ঠিকানার সব তথ্য পূরণ করুন।
- যথাযথভাবে পূরণ করার পরে ফর্মটি যে ঠিকানায় পাঠাতে হবে- Unique Identification Authority of India , Post Box No. 99, Banjara Hills,Hyderabad-500034, India
mAadhar মোবাইল অ্যাপ্লিকেশন কি (What is mAadhar Mobile App)
Unique Identification Authority of India(UIDAI) সমস্ত আধার কার্ড ব্যাবহারকারীদের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে।আধার কার্ড আপডেট পরিষেবাগুলির জন্য mAadhar অ্যাপ নামে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে।
mAadhar মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনি অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন,আধার কার্ড নথিভুক্তকরণ কেন্দ্রের অবস্থান ও ঠিকানা,কার্ড যাচাইকরণ অনেক কিছুর মতো অনলাইন পরিষেবাগুলির একটি বিস্তৃত পরিসর অফার করে৷ mAadhar মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন তা নিচে আলোচনা করা হলো –
আধার কার্ড আপডেট করতে mAadhar অ্যাপ ব্যবহার (Using mAadhar app to update Aadhaar card)
আপনি যদি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করেন তাহলে আপনি mAadhar অ্যাপ ব্যবহার করে এটি করতে পারেন। এই mAadhar মোবাইল অ্যাপ্লিকেশন টি কিভাবে করবেন
- প্রথমে আপনাকে mAadhar মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনি Register My Aadhaar বিকল্পে ক্লিক করুন।
- আপনার আধার কার্ড নম্বর ও মোবাইলে OTP ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে Login করুন।
- ‘Update address online‘ বিকল্পে যান।
- এখানে আপনাকে বর্তমান ঠিকানার বিবরণ,এবং নতুন ঠিকানা নির্দেশকারী একটি সমর্থনকারী নথি পূরণ করতে হবে। একবার পূরণ হলে, UIDAI-এর পক্ষ থেকে ঠিকানাটি যাচাই করবে এবং আধার কার্ডে ঠিকানা আপডেট করবে। এরপরে আপনি নতুন ঠিকানা সহ নতুন আধার কার্ড পাবেন।
আধার কার্ড ঠিকানা পরিবর্তনের জন্য কী কী নথি প্রয়োজন (Documents required for Aadhaar card
- ঠিকানার প্রমান পত্র হিসেবে ভোটার আইডি কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক, বীমা নীতি ইত্যাদি।
- আইডি প্রমান এর জন্য ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি।
- জন্ম তারিখ প্রমাণ এর জন্য জন্ম সনদ, পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদি
- পাসপোর্ট, পেনশন কার্ড, রেশন কার্ড ,ছবি ইত্যাদি।
কিভাবে অনলাইনে আধার কার্ড আপডেট চেক করবেন (How to Check Aadhaar Card Update Online)
Aadhaar Card Check in UIDAI: নতুন আধার কার্ড আবেদন করার পর কোনো ভুল থাকলে তার সংশোধন এর জন্য আমরা সবাই অনলাইনে আধার কার্ড চেক করতে পারি।Aadhaar Card Check করার জন্য অফিসিয়াল UIDAI পোর্টালে যান। এরপরে মেনু বার থেকে একটি নতুন পেজ আসবে।’ঠিকানা আপডেট করতে এগিয়ে যান’অপশনে ক্লিক করুন।এরপরে 12-সংখ্যার আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। এইভাবে আপনি আপনার অনলাইনে আধার কার্ড আপডেট করুন।
কিভাবে আধার কার্ডের আপডেট স্ট্যাটাস চেক করবেন (How to check Aadhar Card)
- অনলাইনে আধার কার্ড চেক স্ট্যাটাস এর জন্য UIDAI আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in ওপেন করতে হবে
- তারপর আপনি manu তে গিয়ে My Aadhar অপশনে ক্লিক করুন।
- এরপরে Get Aadhaar থেকে Check Aadhaar Status এ ক্লিক করুন।
- তারপর 4 নং অপশনে Check Enrolment & Update Status এ ক্লিক করতে হবে ।
- এখন আপনি আপনার Enter Enrolment ID, SRN or URN টি লিখুন।
- আধার কার্ডের আবেদন করার স্লিপ (acknowledgement slip) Enter Enrolment ID টি পাবেন। 14 সংখ্যার এই আইডি যেমন থাকে, যেমন – (1534/14347/15325)
- তারপর নিচের Captcha কোড দিন এবং Submit করবেন।
- এভাবেই আপন আপনার আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
কীভাবে মোবাইল দিয়ে আধার কার্ড স্ট্যাটাস চেক করবেন (How to Check Aadhar Card Status with Mobile)
বর্তমানে প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে। আপনি খুব সহজেই আপনার মোবাইল নম্বর থেকে আধার কার্ড চেক করতে পারবেন। তার জন্য আপনার মোবাইল নম্বর এর সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে।
এখন আপনার কাছে আধার কার্ড আছে, তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল নম্বর থেকে এক ক্লিকেই আপনার আধার কার্ডের সমস্ত তথ্য পাবেন , তাহলে এই পোস্টটি থাকে জেনে নেওয়া যাক কীভাবে চেক করবেন ?
- আপনি প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
- এরপরে এখানে দেওয়া Download Aadhar র বিকল্পে ক্লিক করুন।
- এখন আপনার মোবাইলে একটি নতুন পেজ দেখতে পাবেন যেখানে একটি ফর্ম পূরণ করতে হবে
- এরপরে আপনি I have Aadhar Number এর অপশনটি নির্বাচন করুন।
- এবারে আপনি আপনার আধার কার্ডটি বের করে 12 ডিজিটের আধার নম্বর দেওয়া আছে, এটি লিখুন।
- তারপর নিচে একটি ক্যাপচা কোড সমাধান করতে হবে, এরজন্য Send OTP অপশনে ক্লিক করুন।
- এখন আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বরে একটি OTP আসবে
- পরবর্তী পেজে OTP লিখুন।
- তারপর নীচে যাচাই এবং ডাউনলোড অপশনে ক্লিক করেলেই আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।
আরো পড়ুন – Atal Pension Yojana অটল পেনশন যোজনা প্রতি মাসে 5000 টাকা পাবেন, আবেদন করুন।
District Court Recruitment 2024: জেলা আদালতে কর্মী নিয়োগ, আবেদন করুন মাধ্যমিক পাশে।