AIASL Recruitment 2024 –  এয়ারপোর্টে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের বিজ্ঞপ্তি।

AIASL Recruitment 2024

AIASL Recruitment 2024 –  এয়ারপোর্টে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের বিজ্ঞপ্তি।

AIASL Recruitment 2024 – পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারও একটি খুশির খবর।এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে। AI AIRPORT SERVICES LIMITED (AIASL) হলো একটি ভারতের অত্যন্ত সুপরিচিত একটি বিমান পরিবহন সংস্থা। সম্প্রতি সময়ে AI AIRPORT SERVICES LIMITED (AIASL)এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।প্রায় কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।প্রকাশিত হয়েছে। 

এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে আবেদন প্রার্থী এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। প্রথমে 3 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।AI AIRPORT SERVICES LIMITED চাকরির জন্য আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, তারিখ ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।এছাড়া AI AIRPORT SERVICES LIMITED (AIASL) সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন।

নিয়োগকারী সংস্থাAI Airport Services Limited
পদের নামVarious
বিজ্ঞাপন নংAIASL/HRD-SR/MAA/23-09/02
আবেদন মাধ্যমইন্টারভিউ
শূন্যপদ247 টি।
বিজ্ঞপ্তি প্রকাশ
ইন্টারভিউ
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.aiasl.in

AIASL Recruitment 2024 – এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের পদের নাম

পশ্চিমবঙ্গ সরকার AI AIRPORT SERVICES LIMITED, Utility Agent অর্থাৎ এয়ার ইন্ডিয়ার যে সব পদে কর্মী নিয়োগ করা হবে , তা হলো-Handyman/Handywomen,,Junior Officer Technical

পদের নাম শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা বয়স মাসিক বেতন
Handyman/Handywomenএই পদে 297 জন কর্মী  নিয়োগ করা হবে।উক্ত পদে আবেদন করতে হলে আবেদন প্রার্থীদের  অবশ্যই সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হতে হবে। তার  সঙ্গে ইংরেজি ভাষয় দক্ষ থাকতে হবে। । এছাড়া সাধারণ ভাষায় কথা বলতে এবং বুঝতে  হবে। 
 এই পদেআবেদন জন্য 01/01/2023 অনুযায়ী বয়সের হিসাব দেখে নিতে হবে। 18 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবেযদি আপনি এই পদে চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে17,850- টাকা বেতন দেওয়া হবে।
Junior Officer Technical এই পদে 5 জন কর্মী নিয়োগ করা হবে।
যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের অবশ্যই সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হতে হবে প্রার্থীদের Engineering in Mechanical/ Electrical/ Automobile /Electronics & Communication Engineering / Production/ Electrical & Electronics/ বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে। প্রার্থীদের বৈধ Heavy Motor Vehicle (HMV) Driving Licence থাকতে হবে। 
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের 18 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে বয়স থাকতে হবে আপনি যদি চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে 28,200- টাকা।
 Utility Agent
কোচিন এয়ারপোর্টে 23 টি ও কালিকটে 16 টি শূন্যপদ রয়েছে।
Mechanical/Production /Electrical/ Electronics/ Automobile এ তিন বছরের ডিপ্লোমা করেতে হবে।
এখানে আবেদন করতে পারবেন 28 বছর বয়স অবধি। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবেপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 23,640 টাকা

এছাড়া  AI AIRPORT SERVICES LIMITED (AIASL) এর অধ্যস্ত আরো অনেকগুলি শূন্য পদ আছে এবং প্রত্যেক পদের জন্য  আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সমস্ত কিছুই তথ্যর জন্য , এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে  বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু দেখে নেবেন। 

AIASL Recruitment 2024 –  এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ পদ্ধতি

এখানে কর্মী নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে

  •  Personal/ Virtual Interview, 
  • Physical Endurance Test , 
  • Driving Test  
  • Interview 

AIASL Recruitment 2024 –এয়ারপোর্টে  মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.iffco.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, এখানে আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন তারপরে আবেদন করবেন। 

AIASL Recruitment 2024 এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ আবেদন মূল্য 

এয়ার ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগএর জন্য অবশই অবশ্যই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।Gen/ OBC/ EWS প্রার্থীদের ₹500/- টাকা ফি এবং SC/ST/Ex-servicemen শ্রেণীভুক্ত প্রার্থীদের ফি প্রদানের দরকার নেই।

 AIASL Recruitment 2024 –  এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের আবেদন পদ্ধতি 

যে সকল আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করবে তারা এখানে যে বাবে আবেদন করবে –

  • আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে থাকা আবেদন ফর্মটির একটি  প্রিন্ট আউট বের করবে। 
  • ফরমটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে, 
  • বিজ্ঞপ্তিতে চাওয়া যাবতীয় নথিপত্রের জেরক্স কপি সেলফ এটেস্টেড করে ও অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে ইন্টারভিউয়ের যেতে হবে। 

AIASL Recruitment 2024 –  এয়ারপোর্টেমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ,ইন্টারভিউয়ের সময়কাল

Junior Officer-Technical ও Ramp Service Executive /Utility Agent Cum Ramp Driver – পদের জন্য আগামী 17 অক্টোবর, সকাল 9 টা থেকে 12  টা। 

Handyman / Handywomen– আগামী 18,19 অক্টোবর, সকাল 9 টা থেকে 12  টা

 AIASL Recruitment 2024 – এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ,ইন্টারভিউয়ের স্থান

Sri Jagannath Auditorium, Vengoor, Angamaly, Ernakulam,Near Vengoor Durga Devi Temple, Kerala, Pin – 683572.

আরও পড়ুন :- Sitaram Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *