AICTE Pragati Scholarship 2024 : প্রগতি স্কলারশিপের আবেদন সম্পর্কে বিস্তারিত জানুন।

AICTE Pragati Scholarship 2024 : আমাদের দেশে এমন অনেক পড়ুয়া রয়েছে , যাদের মেধা থাকলেও আর্থিক সমস্যা থাকার জন্য পড়াশোনা করতে পারে না।আর্থিক সমস্যার জন্য অনেক ক্ষেত্রেই এমন পড়ুয়ারা বেশি দূর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না।AICTE এর পর নাম হলো All India Council for Technical Education তবে সরকারি ও বেসরকারি এমন বেশ কিছু স্কলারশিপ আছে, যেগুলোর মাধ্যমে আর্থিক সমস্যা দূর করার জন্য পড়ুয়াদের পড়াশোনার খরচ মেটাবার জন্য আর্থিক সাহায্য করা হয়। তেমনই একটি স্কলারশিপের নাম হলো প্রগতি স্কলারশিপ (AICTE Pragati Scholarship 2024)।এই প্রতিবেদনে স্কলারশিপের যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করা হল।

Content

প্রগতি স্কলারশিপ কী ?(AICTE Pragati Scholarship 2024)

AICTE Pragati Scholarship :প্রগতি স্কলারশিপ হল একটি সরকারি বৃত্তি প্রকল্প।এই বৃত্তিটি All India Council for Technical Education (AICTE) দ্বারা বাস্তবায়িত হয়েছে।এই বৃত্তি প্রকল্পের অধীনে, মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষা অর্জনের জন্য প্রতি বছর মোট 5,000 টাকা বৃত্তি প্রদান করা হয়।AICTE (All India Council for Technical Education ) এমন একটি সংস্থা, যা কারিগরি ও প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা মাধ্যমে শিক্ষার উন্নয়নের দিকে লক্ষ রেখে কাজ করে। এই সংস্থা দেশের শিক্ষার মানও বজায় রাখে।

 প্রগতি স্কলারশিপ মূলত প্রযুক্তিগত বা টেকনিক্যাল কোর্সগুলিতে যেসব পড়ুয়ারা অধ্যায়নরত থাকেন, তাদের এই স্কলারশিপের দেওয়া হয়ে থাকে। টেকনিক্যাল কোর্স অর্থাৎ ডিপ্লোমাকোর্স এবং ডিগ্রিকোর্স – এই দুটি কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপটির জন্য আবেদন করার যোগ্য।এই স্কলারশিপে আবেদন করলে মেয়েরা উচ্চশিক্ষার জন্য 30,000 টাকা পর্যন্ত বৃত্তি সুবিধা পেয়ে থাকে।

প্রগতি স্কলারশিপের বিবরণ (AICTE Pragati Scholarship 2024 Details )

বৃত্তির নাম All India Council for Technical Education প্রগতি বৃত্তি
প্রদানকারী অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)
দ্বারা চালু করা হয়েছেমানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (Ministry of Human Resource Development )
জন্য বৃত্তিবালিকা ছাত্রী 
কোর্সের স্তরের নাম ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স
লক্ষ্য কারিগরি শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন করা।
বৃত্তি পরিমাণ50000 টাকা
আবেদনের শেষ তারিখ31st October 2024
আবেদন পদ্ধতি অনলাইন
নতুন আবেদন Scholarships.gov.in (NSP পোর্টাল)
অফিসিয়াল ওয়েবসাইট www.aicte-pragati-saksham-gov.in

প্রগতি স্কলারশিপের বৃত্তির পরিমাণ কত ? (AICTE Pragati Scholarship 2024 Amount)

প্রগতি স্কলারশিপে বালিকাদের কোর্স অনুযায়ী বিদ্যার্থীদের বৃত্তিপ্রদান করা হয়ে থাকে। সেক্ষেত্রে শিক্ষার স্তর অনুযায়ী স্কলারশিপের বৃত্তি পরিমাণ কম বেশি হয়ে থাকে।

শ্রেণা/কোর্সবৃত্তির পরিমাণ (টাকা)
নবম ও দশম শ্রেণীর জন্য 10,000
একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য 15,000
ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, এবং ডিপ্লোমা কোর্স20,000
ব্যাচেলর কোর্সে বালিকাদের জন্য 30,000

প্রগতি স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? (AICTE Pragati Scholarship 2024 Eligibility)

প্রগতি স্কলারশিপে আবেদনের করার জন্য কিছু যোগ্যতা থাকতে হবে ,যেসকল যোগ্যতার প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো –

  • প্রথমত প্রগতি স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে একজন বালিকা ছাত্রী হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই রাজ্য/কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীভূত ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে চলতি শিক্ষাবর্ষে একটি All India Council for Technical Education অনুমোদিত কোনো কলেজে প্রথম বর্ষে ভর্তি হতে হবে।টেকনিক্যাল, আইটিআই, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স ছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণীর বালিকা ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • প্রতিটি পরিবার থেকে সর্বোচ্চ দুজন বালিকা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারী যে কোর্সে জন্য এই স্কলারশিপের আবেদন করছে, তার আগের ক্লাসে শেষ পরীক্ষায় অবশ্যই 60 শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রগতি স্কলারশিপে নির্বাচনের মানদণ্ড(Selection Criteria for Pragati Scholarship)

যোগ্যতা পরীক্ষায় প্রার্থীরা যে নম্বর পাবে তার উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে মেধা তালিকা।এই তালিকার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।প্রগতি স্কলারশিপে বৃত্তির জন্য নির্বাচনের মানদণ্ড নিম্নরূপ

তফসিলি জাতির শিক্ষার্থীর জন্য 15%

তফসিলি উপজাতির শিক্ষার্থীর জন্য 7.5%

OBC এর শিক্ষার্থীর জন্য 27%

AICTE প্রগতি স্কলারশিপ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া (AICTE Pragati Scholarship 2024 Online Registration Process)

যোগ্য প্রার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন করার পরে AICTE প্রগতি স্কলারশিপ আবেদনপত্রের জন্য আবেদন করতে পারেন। AICTE প্রগতি স্কলারশিপ অনলাইনে রেজিস্ট্রেশন করার পক্রিয়া –

  • প্রথমে আপনি All India Council for Technical Education প্রগতি এবং ওয়েবসাইট https://www.aicte-pragati-saksham-gov.in/ ।
  • তারপরে আপনি হোম পেজে Login করুন এবং নোটিফিকেশন পেজ খুলবে।
  • তারপরে এখানে AICTE-প্রগতি স্কলারশিপ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে ক্লিক করুন (নতুন এবং রেনুয়াল 2023-24)আবেদন করার জন্য নির্দেশাবলী পড়ুন।
  • জাতীয় বৃত্তি ওয়েবসাইট দেখুন।
  • AICTE Registration লিঙ্কে ক্লিক করুন।
  • বিস্তারিত জিজ্ঞাসা করা তথ্য লিখুন। তারপরে Submit এ ক্লিক করুন।

প্রগতি স্কলারশিপ এ কিভাবে আবেদন করবেন?(How to Apply for AICTE Pragati Scholarship 2024 )

যে সমস্ত আবেদনকারীরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া করেছেন তারা Login করতে পারেন।AICTE প্রগতি স্কলারশিপ অনলাইনে আবেদন করার জন্য নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন।

  • প্রথমে আবেদনকারী প্রগতি স্কলারশিপ পোর্টালে যান অর্থাৎ https://www.aicte-pragati-saksham-gov.in/ ।
  • এখন হোম পেজে লগইন এবং একটি নোটিফিকেশন পেজ আসবে।
  • Login করার পরে আবেদনকারীর নাম এবং পাসওয়ার্ড লিখুন।
  • নতুন পেজে বৃত্তির আবেদনপত্র ওপেন হবে।
  • জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্নের সঠিকভাবে বিবরণ লিখুন।
  • প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
  • এরপরে Submit এ ক্লিক করুন।
  • অবশই আবেদনপত্রের হার্ড কপি নেবেন।

প্রগতি স্কলারশিপ 2024 প্রয়োজনীয় নথিপত্র (AICTE Pragati Scholarship 2024 Required Documents)

যে প্রার্থীরা AICTE প্রগতি স্কলারশিপ জন্য যোগ্য। শুধুমাত্র তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে যে সব নথিপত্র দরকার তা নিচে উল্লেখ করা হলো –

  • আবেদনপ্রার্থীর পরিচয় প্রমাণ এর জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
  • আবেদনপ্রার্থীর দশম শ্রেণীর মার্কশিট।
  • দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
  • পারিবারিক আয়ের শংসাপত্র।
  • আবাসিক প্রমানপত্র।
  • ডিগ্রি ইনস্টিটিউশন বা টেকনিক্যাল ডিপ্লোমার জন্য ভর্তির রসিদ।
  • আবেদনপ্রার্থীর টিউশন ফি রসিদ।

AICTE প্রগতি স্কলারশিপ রিনিউয়াল আবেদন ফর্ম (AICTE Pragati Scholarship 2024 Renewal Application Form)

All India Council for Technical Education (AICTE) সেই সমস্ত প্রার্থীদের রিনিউয়াল অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় , যারা প্রথমবার আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য ব্যর্থ হয়েছে৷ রিনিউয়াল আবেদনপত্রের জন্য কিভাবে আবেদন করবেন তা নিচে বলা হলো –

  • প্রথমে All India Council for Technical Education প্রগতি এবং Saksham পোর্টাল https://www.aicte-pragati-saksham-gov.in/।
  • এখন হোম পেজে Login করলে General Instruction Page খুলবে।
  • Renewal Application Session Year Diploma Degree লিঙ্কে ক্লিক করুন।
  • তারপরে নতুন ট্যাবে নির্দেশনা খুলবে। নির্দেশগুলো পড়ুন.
  • এখন আপনি আপনার User Id এবং Password দিয়ে লগইন করুন।
  • রিনিউয়াল আবেদনপত্রে ক্লিক করুন।
  • জিজ্ঞাসা করা সমস্ত তথ্য বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
  • নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
  • এখন আপনি Submit এ ক্লিক করুন।

প্রগতি স্কলারশিপে আবেদনের শেষ তারিখ (AICTE Pragati Scholarship 2024 Last Date)

রেজিস্ট্রেশন
আবেদনের শেষ তারিখ31st October 2024
রিনিউয়াল শুরুJanuary 31, 2024
নতুন ফর্মের শেষ তারিখ31st October 2024

AICTE প্রগতি স্কলারশিপ মেধা তালিকা (AICTE Pragati Scholarship Merit List)

যে সকল শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করেছে তারা অধীর আগ্রহে বৃত্তি মেধা তালিকার জন্য অপেক্ষা করে। নীচের পদক্ষেপগুলি অনুসরণ করে শিক্ষার্থীরা AICTE প্রগতি স্কলারশিপ মেধা তালিকা পরীক্ষা করতে পারে।

  • প্রথমে AICTE প্রগতি এবং সাক্ষম পোর্টালে যান অর্থাৎ https://www.aicte-pragati-saksham-gov.in/ ।
  • এখন হোম পেজে লগইন এবং নোটিফিকেশন পেজ খুলবে।
  • লগইন বক্সে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখুন।
  • নতুন ট্যাবে, মেধা তালিকা 2023 লিঙ্কে ক্লিক করুন।
  • জিজ্ঞাসা করা আবেদন নম্বর এবং অন্যান্য বিবরণ লিখুন।
  • সার্চ এ ক্লিক করুন।
  • স্ক্রিনে ওপেন করে প্রগতি স্কলারশিপ রেজাল্ট চেক করতে পারবেন ।

আরো পড়ুন- DVC Recruitment 2024 – দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে?

Aadhaar Card Update 2024:আধার কার্ড আপডেট ও স্ট্যাটাস চেক করুন।

Atal Pension Yojana অটল পেনশন যোজনা প্রতি মাসে 5000 টাকা পাবেন, আবেদন করুন।