Atal Pension Yojana অটল পেনশন যোজনা প্রতি মাসে 5000 টাকা পাবেন, আবেদন করুন।

Atal Pension Yojana অটল পেনশন যোজনা প্রতি মাসে 5000 টাকা পাবেন, আবেদন করুন। আপনি কোনো সরকারি বা বেসরকারি চাকরি না করেই প্রতি মাসে 5000 টাকা পেনশনের সুবিধা পেতে পারেন।আপনার কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।অটল পেনশন যোজনা সরকার প্রতি মাসে 5000 টাকা দেবে .

যে সব ব্যক্তি বড় সংস্থায় কাজ করেন না,কৃষিকাজ, মুদিখানা দোকান চালিয়ে,বা ছোটখাট কোন‌ ব্যবসা করে জীবন যাপন করেন,কেন্দ্রীয় সরকার তাঁদের জন্য চালু করেছে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। এই প্রকল্পের অধীনে আপনার যদি 60 বছর বয়স হয় তাহলে প্রতি মাসে 5000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।

এই প্রকল্প মূল উদ্দেশ হলো দিন মজুর, ছোট ব্যবসায়ী, শিল্পী, এই সব ব্যাক্তির কথা চিন্তা করে 2015 সালে চালু করা হয় অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)।আপনার 60 বছর বয়স হয়ে গেলে কী করে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তাদের জন্য‌ই কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা শুরু করছেন।এই পোস্টিতে জানা যাক কী রয়েছে অটল পেনশন স্কিমে (Atal Pension Yojana)।

অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)

Atal Pension Yojana আপনি বেসরকারি স্কিমে বিনিয়োগ করার আগে অবশই একবার দেখতেই পারেন,যে সরকারি অটল পেনশন যোজনা সুবিধা কিরকম।60 বছরের পর প্রতি মাসে পেনশনের পাশাপাশি অনেক সুযোগ সুবিধাও রয়েছে। আপনি অটল পেনশন যোজনার আওতায় নাম লেখালেন আর 60 বছর বয়সের পর সরকার আপনাকে মাসে মাসে 5000 টাকা করে পেনশন দেবে, ব্যাপারটা ঠিক এমন নোই। 60 বছরের আগে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ অটল পেনশন যোজনায় বিনিয়োগ করুন।তবেই আপনি 60 বছর বয়স হলে মাসে মাসে কেন্দ্রীয় সরকারের থেকে পেনশন পাবেন।

অটল পেনশন যোজনাটি (APY) ভারতের 60 বছর বয়সের বেশি নাগরিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য 2015 সালে ভারত সরকারএই প্রকল্প চালু করে। এই স্কিমটি Pension Fund Regulatory Authority of India (PFRDA) দ্বারা নিয়ন্ত্রিত হয় । 

এটি একটি জাতীয় পেনশন স্কিমের সম্প্রসারণ।এর আগে একটি পেনশন যোজনা ছিল যার নাম হলো ‘স্বাবলম্বন পেনশন যোজনা’ কিন্তু সেটি সাধারণ জনগণের দ্বারা কম সংখ্যক গৃহীত হয়েছিল তাই সেটিকে প্রতিস্থাপন করে এই অটল পেনশন যোজনা শুরু হয়।অটল পেনশন যোজনা দ্বারা ছোট ব্যবসায়ী,সাধারণ মানুষ, ফ্রিল্যান্সার, শিল্পী, বয়সকালে অনেকটাই আয়ের চিন্তা দূর হয়েছে।

অটল পেনশন যোজনা বিবরণ (Atal Pension Scheme Details)

যোজনার নাম অটল পেনশন যোজনা (Atal Pension Yojana- APY)
চালু হয়েছে2015 সাল
কর্তৃপক্ষPension Fund Regulatory Authority of India (PFRDA)
সুবিধাভোগী দেশের সাধারণ নাগরিকগণ
নমিনির সুবিধারয়েছে
উদ্দেশ্য60 বছর বয়সের পরে পেনশন প্রদান করা
পেনশনের পরিমাণ1000 থেকে 5000 পর্যন্ত
প্রিমিয়ামের পরিমাণ210 থেকে 1454 পর্যন্ত
ন্যূনতম বিনিয়োগের সময়20 বছর
ন্যূনতম বিনিয়োগের বয়স18 বছর
সর্বাধিক বিনিয়োগের বয়স40 বছর
আবেদন প্রক্রিয়াঅফলাইন
সরকারী ওয়েবসাইটhttps://www.npscra.nsdl.co.in/scheme-details.php

অটল পেনশন যোজনার উদ্দেশ্য (Objectives of Atal Pension Scheme)

অটল পেনশন যোজনার প্রাথমিক ভাবে মূল উদ্দেশ্য হল যে কোন ভারতীয় নাগরিক যেন তাদের বৃদ্ধ বয়সে নানান ধরণের রোগব্যাধি ,অসুস্থতা, দুর্ঘটনা নিয়ে যাতে টাকার জন্য উদ্বিগ্ন হতে না হয়, তাদের সেই নিরাপত্তা প্রদান করা।

এই যোজনা প্রধানত কর্মী যেমন দিনমজুর ,কৃষি কাজের সাথে যুক্ত শ্রমিক, চুক্তিবদ্ধ শ্রমিক , ক্ষুদ্র শিল্পের শ্রমিক ,বেসরকারী সংস্তায় কর্মরত লোকেরা, যে সব ব্যাক্তি কোন সামাজিক নিরাপত্তা প্রকল্পের অংশ নন্‌ তাদের মধ্যে বাধ্যতামূলক অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা , যা একসময় পেনশনের মতই প্রতি মাসে নিশ্চিত ভাবে অর্থ প্রদান করবে। 

অটল পেনশন যোজনার বৈশিষ্ট্য (Features of Atal Pension Scheme)

অটল পেনশন যোজনার কিছু বৈশিষ্ট্য আছে তা নিচে আলোচনা করা হলো –

অর্থ সঞ্চয়ের সময় নির্ধারণ করা

অটল পেনশন যোজনায় আপনি কি ভাবে অর্থ জমা করতে চান তা নির্ধারণ করতে পারেন। আপনি প্রতি মাসে বা প্রতি 3 মাসে অতীব প্রতি 6 মাসে কিছু পরিমান অর্থ জমা করতে পারবেন। 

অর্থ সঞ্চয়ের হ্রাস/ বৃদ্ধি করা

এই যোজনায় আপনার 60বছর বয়স হলে,আপনি পেনশন সুবিধা পাওয়ার যোগ্য। আপনি যে পরিমাণ অর্থ পাবেন তা সম্পূর্ণ আপনার অর্থ সঞ্চয়ের উপর নির্ভর করে, যে কি পরিমান পাবেন। আপনি অর্থ জমানোর পরিমান বছরে1 বার আপনার প্রয়োজন মত হ্রাস বা বৃদ্ধি করতে পারবেন সরকার এই সুবিধা দিয়েছে। 

স্বয়ংক্রিয় ডেবিট

অটল পেনশন যোজনার সুবিধাগুলির মধ্যে একটি হল স্বয়ংক্রিয় ডেবিটের সুবিধা৷ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার পেনশন অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকলে মাসের অর্থ সরাসরি ডেবিট হয়ে যাবে। এই সুবিধের জন্য আবেদনকারীর অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ থাকতে হবে নাহলে জরিমানা ধার্য হবে।  

জরিমানার নিয়ম

প্রতি মাসে 100 টাকার অবদানের ক্ষেত্রে1 টাকা
প্রতি মাসে 101 টাকা থেকে 500 টাকা পর্যন্ত অবদানের2 টাকা
প্রতি মাসে 501 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত অবদানের 5 টাকা
1001 টাকা উপরে অবদানের ক্ষেত্রে10 টাকা

কর পরিমান ছাড়

অটল পেনশন যোজনার আয়কর আইন1961 এর ধারা অনুযায়ী 80CCD এর অধীনে কর ছাড়ের যোগ্য আছে। এছাড়াও, আইনি ধারা 80CCD (1) অনুসারে সর্বাধিক ছাড় হল ব্যক্তির মোট আয়ের 10% পর্যন্ত এবং উপরন্তু ধারা 80CCD (1B) এর অধীনে 50000 এর ছাড় পাওয়া যায়।

প্রত্যাহার নীতি

অটল পেনশন যোজনায় সুবিধাভোগী 60 বছর বয়স অতিক্রম করলে প্রতি মাসে পেনশনের সুবিধা পাবে।যদি কোন কারণে গ্রাহক ব্যাক্তি মারা যান, তাহলে গ্রাহকের পত্নীকে বা পতিকে এই পেনশনের পরিমাণ প্রদান করা হবে।যদি স্বামী-স্ত্রী উভয়েই মারা যাই তাহলে এমন পরিস্থিতিতে মনোনীত ব্যক্তিকে পেনশন সর্বনিম্ন 1,70000 থেকে সর্বাধিক 8,50000 প্রদান করা হবে।

অটল পেনশন যোজনা যোগ্যতা (Atal Pension Scheme Eligibility)

অটল পেনশন যোজনা প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে এবং পেনশন পেতে আপনার  নিম্নলিখিত প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে –

  • সুবিধেভোগীকে অবশই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • সুবিধেভোগীর বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
  • সুবিধেভোগী ন্যূনতম 20বছরের জন্য এই স্কিমে অবদান রাখতে হবে।
  • আবেদন কারীর আধারের সাথে একটি বৈধ সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে।
  • আবেদন কারীর একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।
  • আমানতকারী অন্য কোন সামাজিক কল্যাণ প্রকল্পের সুবিধাভোগী হলে হবে না।

অটল পেনশন যোজনা লিস্ট (Atal Pension Yojana List)

অটল পেনশন যোজনায় আমানতকারীর বয়স অনুসারে ও পেনশনের মূল্য অনুযায়ী অর্থ বিনিয়োগের পরিমাণ কত হবে, তা নীচের সারণীতে দেওয়া হলঃ-

আমানতকারীর বয়স (বছর)অর্থ বিনিয়োগের মোট বছরপ্রয়োজনীয় মাসিক অবদানের অর্থপরিমাণ
মাসিক পেনশন 1000 মাসিক পেনশন 2000মাসিক পেনশন 3000মাসিক পেনশন 4000মাসিক পেনশন 5000
18424284126168210
19414692138183228
204050100150198284
213958108162215269
223859117177238292
233768127192358318
243670139208277348
253576151226301376
263482161248327409
273390178268356446
283297198292388485
2931106121318423529
3030116231347462577
3129126252379508630
3228138276414551689
3327151302453602752
3426165330895659828
3525181362543722902
3624198396598792990
37232184366588701087
38222404807209571196
392126852879210581318
402029158287311681458

অটল পেনশন যোজনা সুবিধা (Atal Pension Scheme Benefits)

  • আপনি যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করেন ,পরিমান অর্থ জমা করেন তাহলে এই স্কিমের অধীনে ন্যূনতম হাজার টাকা থেকে সর্বাধিক পাঁচ হাজার পেনশন পাওয়া যায়। বৃদ্ধ বয়সে ওষুধের মতো প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে সহায়তা করে।
  • অটল পেনশন যোজনায় একজন গ্রাহকের মৃত্যুর হলে তার পত্নী বা স্বামী পেনশনের সুবিধা পাওয়ার অধিকারী।এই যোজনায় গ্রাহক একজনকে নমিনী করে যেতে পারেন। স্বামী/স্ত্রী উভয়ের মৃত্যুর ক্ষেত্রে সেই নমিনি ব্যক্তি সম্পূর্ণ কর্পাস পরিমাণ পাওয়ার অধিকারী হবেন।
  • অটল পেনশন যোজনাটি ভারত সরকারের Pension Fund Regulatory Authority of India(PFRDA) দ্বারা নিয়ন্ত্রিত। সরকার পেনশনের আশ্বাস দিলে সেক্ষেত্রে ক্ষতির কোনো সম্ভবনা থাকে না বললেই চলে।
  • আপনি যদি এই যোজনায় কমপক্ষে কুড়ি বছর থেকে আমানত জমা করলে আপনি ষাট বছরের পর পেনশন পাওয়ার অধিকারী হবেন।

অটল পেনশন যোজনা প্রয়োজনীয় নথিপত্র (Documents required for Atal Pension Yojana)

  • আবেদনকারীর অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে।
  • মোবাইল নম্বর
  • আধার কার্ড
  • বয়স শংসাপত্র
  • পরিচয়পত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ঠিকানা প্রমাণ

অটল পেনশন যোজনা আবেদন কিভাবে করবেন?(How to apply for Atal Pension Yojana)

আপনি খুব সহজেই ভারতের যে কোন ব্যাঙ্কেই অটল পেনশন যোজনার পেনশন অ্যাকাউন্ট খুলতে পারেন।অটল পেনশন যোজনায় আবেদনের জন্য পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ

  • আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নিকটতম কোনো শাখায় যাবেন।
  • সেই শাখায় অটল পেনশন যোজনার জন্য একটি আবেদনপত্র সংগ্রহ করুন এবং প্রয়োজনীয় বিবরণ সহ সঠিম ভাবে তা পূরণ করুন।
  • এবার ফর্মের সাথে গ্রাহককে একটি বৈধ মোবাইল নম্বর এবং আধার কার্ডের ফটোকপি জমা করুন।
  • অটল পেনশন যোজনায় পরিষেবার স্বচ্ছতা রাখার জন্য মোবাইল নম্বর দিতে হবে। আপনি এই মোবাইল নম্বরে এসএমএস সতর্কতার মাধ্যমে অ্যাকাউন্টের সম্পর্কিত যেকোন ধরনের ক্রিয়াকলাপ সম্পর্কে নিয়মিত জানতে পারবেন।
  • এছাড়াও, পরবর্তী সময় তথ্য বুল থাকলে তা পরিবর্তন করার জন্য খুব সহজেই যেমন ফোন নম্বর, মনোনীত ব্যক্তির নাম বা ঠিকানা ইত্যাদি আপনি পরিবর্তন করতে পারবেন।

অটল পেনশন যোজনা ফর্ম ডাউনলোড(Atal Pension Yojana Form)

  • আপনি Atal Pension Yojana আবেদন ফর্মটি National Securities Depository Limited বা pfrda.org.in ওয়েবসাইট অথবা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন।
  • সেটির একটি প্রিন্ট আউট বের করবেন তারপর সঠিক ভাবে সেটিকে পূরণ করতে হবে।
  • ফর্মের সাথে আধার কার্ডের ফটোকপি ও বৈধ মোবাইল নম্বর ব্যাঙ্কে জমা করতে হবে।
  • ফর্মটির নিচের দিকে  “অটল পেনশন যোজনার জন্য প্রাপ্তি-গ্রাহক নিবন্ধন (APY)” নামে একটি বিভাগ রয়েছে,এটি আবেদনকারীকে পূরণ করতে হবে না। এটি ব্যাঙ্ক দ্বারা পূরণ হবে এবং আপনার আবেদন প্রক্রিয়া শেষ হলে ব্যাঙ্ক কতৃপক্ষ স্বীকৃতির একটি রসিদ ফেরত দেবে।

অটল পেনশন যোজনা অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করবেন(How to Close Atal Pension Yojana Account)

আপনার যখন 60 বছর বয়স পূর্ণ হবে খোকন আপনি এই পেনশন থেকে বেরিয়ে আসতে পারেন।তারজন্য আপনাকে অবশ্যই ব্যাঙ্কে যেতে হবে এবং আপনার পেনশন বন্ধের জন্য আবেদন করতে হবে৷10-15 দিনের মধ্যে, আপনার জমা করা টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসেবে

আবেদনকারীর যদি 60 বছর বয়সের পর যদি যোজনা বন্ধের আবেদন করেন তবে সেই ক্ষেত্রে তিনি পুরো কর্পাস পরিমাণটাই পাবেন।

পেনশনের টাকার পরিমাণকর্পাস টাকার পরিমাণ
1000 টাকা 1.7 লক্ষ টাকা
2000 টাকা 3.4 লক্ষ টাকা
3000 টাকা 5.1 লক্ষ টাকা
4000 টাকা 6.8 লক্ষ টাকা
5000 টাকা 8.5 লক্ষ টাকা
Q. অটল পেনশন যোজনা সুবিধা কি?

অটল পেনশন যোজনার আওতায় 18 থেকে 40 বছর বয়সী ব্যাক্তি অর্থ বিনিয়োগ করে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত মাসিক পেনশন সুবিধা পেতে পারেন।

Q. অটল পেনশন যোজনা কি যোগ্যতা দরকার ?

অটল পেনশন যোজনার আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে যার বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।তাঁর একটি বৈধ মোবাইল নম্বর ও আধারের সাথে একটি বৈধ সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে।

Q. অটল পেনশন যোজনা কি অনলাইনে আবেদন করা যাবে ?

না , আবেদনকারীকে তাঁর নিজ ব্যাঙ্কের শাখায় গিয়ে অটল পেনশন যোজনা ফর্ম পূরণ করে জমা করতে হবে।

Q. অটল পেনশন যোজনায় কর সুবিধা কিরকম ?

অটল পেনশন যোজনায় আয়কর ধারা অনুযায়ী 80CCD (1) এবং 80CCD (1B) এর কর ছাড়ের সুবিধা রয়েছে।

Q. একজন ব্যাক্তি কতগুলো APY অ্যাকাউন্ট খুলতে পারবে ?

একজন ব্যাক্তি শুধুমাত্র একটি APY অ্যাকাউন্ট খুলতে পারেন।

আরো পড়ুন – Supervisor Recruitment 2024: সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, আবেদন করুন।

District Court Recruitment 2024: জেলা আদালতে কর্মী নিয়োগ, আবেদন করুন মাধ্যমিক পাশে।

SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করুন ।কি কি সুবিধা পাবেন?

National Scholarship 2024 :ন্যাশনাল স্কলারশিপ অনলাইনে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *