Awas Yojana Payment Date 2024: যাঁরা টাকা পাননি কবে পাবেন? তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত!

Awas Yojana Payment Date

Awas Yojana Payment Date :-

আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ। রাজ্য সরকারের টাকায় আবাসন বাড়ি তৈরি হবে, রাজ্য জুড়ে তারই সমীক্ষা চলছে । আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে।

আবাস যোজনা 2024

Awas Yojana Payment Date – আবাস যোজনা ( PMAY ) হল ভারত সরকারের একটি ক্রেডিট-সংযুক্ত ভর্তুকি প্রকল্প । এই স্কিমের মাধ্যমে দেশের নিম্ন এবং মাঝারি আয়ের বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা করা হয়। এটি 2022 সালের 31 শে মার্চ এর মধ্যে প্রায় 2 কোটি অর্থাৎ 20 মিলিয়ন সাশ্রয়ী মূল্যের বাড়ি তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে। ( Awas Yojana Payment Date )

প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের মাধ্যমে গ্রামীণ এলাকার অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবার গুলোকে ঘর করার জন্য টাকা দিয়ে আর্থিক সাহায্য করে। বাংলা আবাস যোজনার কাজ হল রাজ্যের সমস্ত দরিদ্র বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যের ও পর্যাপ্ত আবাসন প্রদান করা। এই প্রকল্পের লক্ষ্য হল দরিদ্র পরিবারের পাকা বাড়ি করে দেওয়া।

বাংলায় কবে মিলবে আবাস যোজনার টাকা? ( Awas Yojana Payment Date)

আবাস যোজনা প্রকল্পের জন্য নয়া নির্দেশ। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, গ্রাম সভা ও ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই তিনটি স্তরে শুরু হবে। আবাস যোজনার তালিকার তিনটি স্তরে অনুমোদন দেওয়া হবে। এই তিনটি পর্যায়ে আবাস যোজনার তালিকা অনুমোদন দেওয়ার পরেই Awas Yojana র টাকা বরাদ্দ দেওয়া শুরু হবে।2024 এর 23 শে ডিসেম্বরের মধ্যেই Awas Yojana র টাকা দেওয়া শুরু করতে হবে।

এই প্রকল্পের তালিকা প্রত্যেকটি ব্লক, SDO, জেলাশাসকদের অফিস ও জেলার Website গুলোতে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর এর মধ্যে তালিকা দিতে হবে। তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ হলে এই সময়ের মধ্যে তার মীমাংসা করতে হবে। জেলায় জেলায় আবাস যোজনা তালিকা নিয়ে নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতরের।

প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গ 2024

স্কিমের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradham Mantri Awas Yojana)
Post TypeSarkari Yojana/ Government Scheme/ सरकारी योजना
চালু করেছেভারত সরকার 
লক্ষ্য বা উদ্যেশ্য দেশের প্রত্যেক মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা
টাকার পরিমান কত ?1 লক্ষ 20 হাজার টাকা।
আবেদন পদ্ধতিOnline
সুবিধাভোগীগরিব, মধ্যবিত্ত ও ঘরহীন লোকেরা ।
প্রকল্পের ভাগ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ( PMAY-G)প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান (PMAY-U)
Official Website http://pmaymis.gov.in

প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা 2024

ক) প্রথমে আপনি আবাস যোজনা স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in এ যেতে হবে

গ) তারপর মেনুবার “stakeholder ” এর মধ্যে প্রথম অপশন IAY/PMAYG beneficiary ক্লিক করুন।

ঘ) এরপর ডিটেল পেজটি আসবে , এখানে Personal Details , Bank Details , Fund Transfer Details দেওয়ার পর চেক করতে পারবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট পশ্চিমবঙ্গ 2024

 ক) প্রথমে আবাস যোজনা লিস্ট দেখতে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট  https://pmayg.nic.in/netiayHome/home.aspx/- এ প্রবেশ করতে হবে।
খ) এরপরে মেনুবার থেকে “Awaassoft “এর ” Report ” অপশনে ক্লিক করুন।

গ) এই পেজে সব শেষের “Beneficiary details for verification“ অপশনে ক্লিক করুন।

ঘ) তারপরে “Mis report” পেজে “selection filters” এ গিয়ে State Name , Block Name , যে বছরের লিস্ট দেখতে চাইছেন সেই সাল লিখতে হবে , Yojana Name এবং Captcha Code লিখে Submit করতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কত টাকা দেওয়া হয় 2024 (Awas Yojana Payment Date)

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে 60:40 অনুপাতে ভাগ করা হয় অর্থাৎ প্রতি ইউনিট এর জন্য 1.20 লক্ষ টাকা দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ওয়েবসাইট

প্রধানমন্ত্রী আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইট হলো – CLICK HERE

আরো পড়ুন – Data Entry Operator Recruitment 2024: ব্লক অফিসে কর্মী নিয়োগ, দ্রুত আবেদন করুন।

Wb Panchayat Recruitment 2024 মাধ্যমিক পাশে চাকরি! পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

ফসলের ক্ষতিপূরণের জন্য ব্যাংকে টাকা দেওয়া শুরু হল। আপনি কবে পাবেন ?

শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলেই ৫০০০ টাকা পাবে।

SVMCM Scholarship Amount 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কোন কোর্সে কত টাকা পাওয়া যায় ?