Bangla Awas Yojana 2024: বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 আবেদন পদ্ধতি, যোগ্যতা ,কত টাকা পাওয়া যাবে।

Bangla Avas Yojana

Bangla Awas Yojana 2024: বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024: Bangla Awas Yojana প্রকল্পটি পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (West Bengal Housing Infrastructure Development Corporation Ltd) দ্বারা বাস্তবায়ন করা হয়। বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 আবেদন পদ্ধতি, যোগ্যতা,কত টাকা পাওয়া যাবে।অর্থনৈতিক ভাবে দুর্বল (EWS), নীম্ন আয়ের গোষ্ঠী (LIG) মধ্য আয়ের গোষ্ঠী (MIG) দের সাশ্রয়ী মূল্যে পাকা বাড়ি তৈরি করে দেওয়া ‌।

বাংলা আবাস যোজনার আওতায় অন্তর্ভুক্ত সুবিধাভোগীদের 1.2 লক্ষ টাকা থেকে 1.6 লক্ষ টাকা পর্যন্ত সরকারি কিস্তি পেতে পারেন তাদের নতুন আবাসন তৈরি করার জন্য। 

অবশ্যই এই কিস্তির টাকার পরিমাণ সুবিধাভোগীদের বাৎসরিক আয় এবং বাড়ির অবস্থানের উপর ভিত্তি করে প্রদান করা হয়। এই প্রকল্পটি সুবিধাভোগীদের একটি ঋনের সুবিধা দেয়।

এই প্রতিবেদনে বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024, আবেদন পদ্ধতি, যোগ্যতা,কারা আবেদন করতে পারবে,সুবিধা, বৈশিষ্ট্য,নথিপত্র, ঘরের লিস্ট চেক, কত টাকা পাবে, আবেদন ফর্ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

Content

বাংলা আভাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 সংক্ষেপে বিবরণ(Bangla Awas Yojana 2024 New House List )

প্রকল্পের নামবাংলা আভাস যোজনা (Bangla Avaas Yojana)
বিভাগ বীমা ও যোজনা কল্যাণ
সুবিধাভোগীপশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক
ত্রান তহবিল1.2 লক্ষ টাকা।
উদ্দেশ্যসামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা
অফিসিয়াল ওয়েবসাইটwbprd.gov.in

বাংলা আভাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 (Bangla Awas Yojana 2024 House List)

 (Bangla Awas Yojana ) পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 2016 সালে এই আবাসন প্রকল্প চালু হয়। সমাজের অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের পাকা বাড়ি তৈরি করে দেওয়া মূল লক্ষ্য।

“বাংলা আবাস যোজনা” হল এমন একটি আবাসন প্রকল্প যা ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ জনগনকে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদানের ব্যবস্থা চালু করেছে। এই প্রকল্পের লক্ষ্য হল মাটির বাড়িতে বসবাসকারী বা যাদের নিজস্ব কোন বাড়ি নেই তাদের নিজস্ব পাকা বাড়ি তৈরি করে দেওয়া।

এই প্রকল্পের অধীনে সরকার যোগ্য সুবিধাভোগীদের নতুন পাকা বাড়ি তৈরি এবং বাড়ি মেরামত করার জন্য আর্থিকভাবে সাহায্য করবে।সুবিধাভোগীদের বিদ্যুৎ,জল সরবরাহ ও স্যানিটেশন এর জন্য সুবিধা দেবে।

বাংলা আবাস যোজনা প্রকল্পের মূল লক্ষ্য হলো ‘Bangla Avaas Yojana‘ পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী সকলের জন্য আবাসন তৈরি করে দেওয়া।

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 বাড়ি কারা কারা পাবেন ?

পশ্চিমবঙ্গ রাজ্যের সবাই বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাবেন। কেউ গৃহহীন অবস্থায় থাকবেন না। সকলের জন্য বাড়ি তৈরির লক্ষ্য নিয়ে বিভিন্ন ধরনের নিত্যনতুন প্রকল্প চালু করা হয়েছে ।এমনকি পশ্চিমবঙ্গেও এই লক্ষ্য নিয়েই বিভিন্ন নতুন নতুন প্রকল্প চালু করা হয়েছে।এই সব প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হল বাংলা আবাস যোজনা। (Bangla Awas Yojana 2024)

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 সুবিধা (Benefits of Bangla Awas Yojana 2024)

পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় আসার পরে দরিদ্র মানুষের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের  প্রকল্প চালু করেছেন ।বাংলায় বসবাসকারী দরিদ্র সীমার নীচে মানুষদের সুবিধার জন্য বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করা হয়েছে ।

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণের যেসব সুবিধা প্রদান করে, তার কয়েকটি উল্লেখ করা হলো-

  •  যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি, তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  •  আর্থিক সাহায্য: এই প্রকল্পটি উপযুক্ত সুবিধাভোগীদের নতুন পাকা বাড়ি তৈরি ও বাড়ি মেরামত করতে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
  • সাশ্রয়ী মূল্যের আবাসন: এই প্রকল্পটি সমাজের অর্থ‌‌‌দূর্বল শ্রেনীর অন্তর্ভুক্ত মানুষদের জন্য (EWS),নিম্ন আয়ের গোষ্ঠী (LIG) র অর্থাৎ যাদের নিজস্ব কোন বাড়ি নেই । তাদের সাশ্রয়ী মূল্যের আবাসন দেওয়া হয়।
  • নারীর ক্ষমতায়ন: এই প্রকল্পটি বাড়ির মালিকানা দেওয়া হয় মেয়েদের। আর্থিক সাহায্য প্রদানের জন্য তাদের ক্ষমতায়ন করে তোলা হয়।
  • কর্মসংস্থান সুবিধা: এই প্রকল্পটি নতুন বাড়ি তৈরি এবং বাড়ি মেরামত করার জন্য কর্মসংস্থানের একটা সুবিধা সৃষ্টি হয়।

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 উদ্দেশ্য (Objectives of Bangla Awas Yojana 2024)

বাংলা আবাস যোজনা প্রকল্পের মূল উদ্দেশ্য গুলো হলো-

আর্থিক সাহায্য করা: এই প্রকল্পটি উপযুক্ত সুবিধাভোগীদের মাটির তৈরি বাড়ি থেকে নতুন পাকা বাড়ি তৈরি ও বাড়ি মেরামত করতে আর্থিক সাহায্য প্রদান করে থাকে।

সাশ্রয়ী মূল্যের আবাসন: এই প্রকল্পটি প্রাথমিক ভাবে উদ্দেশ্য হলো সমাজের অর্থ‌‌‌দূর্বল শ্রেনীর অন্তর্ভুক্ত মানুষদের জন্য (EWS),নিম্ন আয়ের গোষ্ঠী (LIG) র যাদের নিজস্ব কোন বাড়ি নেই । সেই সব মানুষদের সাশ্রয়ী মূল্যের আবাসন দেওয়া হয়।
নারীর ক্ষমতায়ন: এই প্রকল্পটি মেয়েদের ক্ষমতা উন্নয়নের দিকে জোর দেয় এবং বাড়ির মালিকানা দেওয়া হয়।

কর্মসংস্থান সুবিধা: এই প্রকল্পটি অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের নতুন বাড়ি তৈরি এবং বাড়ি মেরামত করার জন্য এখানে কর্মসংস্থানের একটা সুবিধা সৃষ্টি হয়।

জীবনের উন্নয়ন: এই প্রকল্পটি জল, বিদ্যুৎ সরবরাহের মতো আরও বেশ কয়েকটি মৌলিক সুবিধা প্রদান করে।তার ফলে তাদের জীবন আরও উন্নত হচ্ছে।

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024-25 এ কারা আবেদন করতে পারবে /বাংলা আবাস যোজনায় আবেদনের যোগ্যতা(Bangla Awas Yojana 2024 Eligibility)

  • কারা কারা  এই প্রকল্পের সুবিধা পাবেন এবং নাম নথিভুক্ত করার জন্য কিছু শর্তাবলী রয়েছে।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • অবশ্যই লক্ষ্য রাখতে হবে আগের থেকে যাদের পাকা বাড়ি নেই, একমাত্র তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • যে সমস্ত ব্যক্তির বছরের আয় 1 লক্ষ টাকার কম একমাত্র তারাই এখনে আবেদন করতে পারবেন।
  • অবশ্যই আবেদনকারীর BPL তালিকায় রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। 
  •  আবেদনকারীর নামে নির্দিষ্ট জমির দলিল ও সাথে কম্পিউটার প্রিন্ট পর্চা বা রেকর্ড থাকতে হবে।
  • তবে কোন সরকারি চাকরিজীবী বাংলা আবাস যোজনাতে নাম নথিভুক্ত করতে পারবেন না।

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 কত টাকা পাওয়া যাবে ?

এই প্রকল্পের তথ্য অনুসারে, বাংলা আবাস যোজনার আওতায় নথিভুক্ত প্রত্যেক আবেদনকারী 1 লক্ষ 20 হাজার টাকা পাবেন।

আবেদনপত্র গৃহীত হওয়ার পর তিনটি কিস্তিতে এই টাকা প্রদান করা হবে।

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 কিস্তিতে কত টাকা পাবে ?

বাংলা আবাস যোজনা সুবিধাভোগীদের তিনটি কিস্তিতে 1,20,000 টাকা প্রদান করা হবে।তাদের পাকা বাড়ি তৈরি করার জন্য।

  • প্রথম কিস্তির প্রায় 50 হাজার টাকা পাওয়া যাবে।যা দিয়ে বাড়ির জানালা পর্যন্ত কাজ চলবে।
  • দ্বিতীয় কিস্তির টাকা আসবে প্রায় 45 হাজার টাকা,যা দিয়ে বাড়ির লিন্টেল ঢালাই পর্যন্ত কাজ করতে হবে।
  • এরপর তৃতীয় কিস্তির 30, হাজার টাকা দেওয়া হবে।যা দিয়ে বাড়ি ছাদ, প্লাস্টার সম্পূর্ণ করতে হবে।

বাংলা আভাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 (Bangla Awaas Yojana New House List 2024)

বাংলা আভাস যোজনায় (Bangla Awas Yojan ) সুবিধাভোগীদের এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়। এবং পাহাড়ি এলাকার সুবিধাভোগীদের জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া হয়।

এক্ষেত্রে প্রথম ধাপে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়। তৃতীয় পর্যায়ে দশ হাজার টাকা দেওয়া হয়। এবার ঘরে বসে সহজেই কিভাবে আবাস যোজনার এই নতুন লিস্ট দেখতে পারবেন? তার জন্য https://pmayg.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

বাংলা আবাস যোজনা অফলাইনে আবেদন পদ্ধতি 2024 (Bangla Awas Yojana 2024 Offline Application Procedure)

বাংলা আবাস যোজনা প্রকল্পে অফলাইনে আবেদন করার জন্য আপনি নীচের ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে আপনি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে Bangla Awas Yojana আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
  • তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
  • তারপর Bangla Awas Yojana Application ফর্মের সঙ্গে উপযুক্ত ডকুমেন্ট গুলো একসাথে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। 
  • এই ধাপগুলো অনুসরণ করলে আপনার নাম বাংলা আভাস যোজনা প্রকল্পে নথিভুক্ত করা হবে।
  • তারপর আপনার নথিপত্র যাচাই করে দেখা হবে। সবকিছু সঠিক থাকলে আপনিও এই প্রকল্পে সুবিধা পাবেন। 
  • তারপরে আপনার নাম ও Bangla Awas Yojana প্রকল্পের নতুন লিস্টে আসবে। 

বাংলা আবাস যোজনা অনলাইনে আবেদন পদ্ধতি 2024 (Bangla Awas Yojana 2024 online application process)

বাংলা আবাস যোজনা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনি নীচের ধাপগুলো অনুসরণ করুন।

  • বাংলা আবাস যোজনা অধীনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল এই https://pmayg.nic.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর আপনি Login অপশনে ক্লিক করে। ID password লিখে লগইন করতে হবে।
  • এরপর Personal Details অপশনে ক্লিক করুন এখানে আবেদনকারীর নাম, সঠিক ঠিকানা , বৈধ মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে।
  • এরপর আবেদনপ্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট বিবরনের জন্য Bank Account Details অপশনে ক্লিক করে, আপনার ব্যাংকের নাম ,IFSC কোড ,Account Number, ইত্যাদি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • এরপর যাচাই করে Submit অপশনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 প্রয়োজনীয় নথিপত্র (Bangla Awas Yojana Required Documents)

  • আবেদনকারীর আধার কার্ড।
  • আবেদনকারীর প্যান কার্ড।
  • যদি অনলাইনে আবেদন করে থাকে তাহলে তার আবেদন ফর্ম।
  • আবেদনকারীর রেশন কার্ড।
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
  • বাৎসরিক আয়ের সার্টিফিকেট।

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট 2024 চেক করুন (Check Bangla Awas Yojana New House List 2024)

  • প্রথমে আপনাকে ঘরের লিস্ট চেক করার জন্য বাংলা আবাস যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ।
  • তারপর Homepage আসবে, তখন Awaassoft অপশনটি ক্লিক করে Report এ ক্লিক করবেন।
  • এখন আপনার রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম অথবা শহরের নাম,তারপর অঞ্চলের বা মিউনিসিপ্যালিটি নাম লিখে Submit অপশনে ক্লিক করুন।
  • এবার আপনি স্ক্রিনে আপনার অঞ্চলের ঘরের লিস্ট দেখতে পাবেন।

বাংলা আবাস যোজনা আবেদনের ফর্ম PDF (Bangla Avas Yojana Form PDF)

বাংলা আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in থেকে আবেদন ফর্ম ডাউনলোড করুন। তারপর আপনি একটি প্রিন্ট আউট বের করে নেবেন

আরো পড়ুন – Aadhaar Card Update 2024:আধার কার্ড আপডেট ও স্ট্যাটাস চেক করুন।