ফসলের ক্ষতিপূরণের জন্য ব্যাংকে টাকা দেওয়া শুরু হল। আপনি কবে পাবেন ?

Bangla Shasya Bima Payment

Bangla Shasya Bima Payment 2024 : পশ্চিমবঙ্গ রাজ্য একটি কৃষি প্রধান রাজ্য।তাই এখানে বহু মানুষই কৃষি কাজের সাথে যুক্ত রয়েছে ।পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের প্রায় প্রত্যেক বছরই শিলা বৃষ্টি, অতি বৃষ্টি, বন্যা, অনাবৃষ্টি, খরা ইত্যাদি সব প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই পশ্চিমবঙ্গ সরকার “বাংলা শস্য বীমা” যোজনাটি ২০১৯ সালে প্রথম চালু করেছিল।

এ বছরে ফসলের যে ক্ষতি হয়েছে তাই কৃষকবন্ধুদের জন্য রয়েছে খুবই খুশির খবর। ফসলের যে ক্ষতি হয়েছে তার টাকা ব্যাংক একাউন্টে ইতিমধ্যে দেওয়া শুরু হলো । এখনো পর্যন্ত কোন কৃষকরা টাকা পাচ্ছে? কত টাকা করে দেওয়া হচ্ছে ? যে সব কৃষকদের টাকা ঢোকেনি কবে তাদের টাকা ঢুকবে? বাংলা শস্য বিমা র বিষয়ে এইসব বিস্তারিত তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে সব কিছুই আলোচনা করব ।

ফসলের ক্ষতিপূরণের জন্য কত টাকা ঢুকেছে ? (Bangla Shasya Bima Payment)

যে সব কৃষকরা টাকা পাচ্ছেন, তাদের ব্যাংক একাউন্টে ফসলের ক্ষতিপূরণের জন্য ২১০৮ টাকা ঢুকেছে এবং সেখানে লেখা রয়েছে Bajaj Allianz General Insurance অর্থাৎ এই ক্ষতিপূরণের টাকাটি Bangla Shasya Bima প্রকল্পের বীমা কোম্পানির দ্বারা কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হচ্ছে ।

Bangla Shasya Bima

বাংলা শস্য বীমা হল কৃষি উৎপাদকের মাধ্যমে ক্রয় করা বীমা। প্রাকৃতিক দুর্যোগ, যেমন শিলাবৃষ্টি, খরা, বন্যার কারণে ফসলের ব্যাপক পরিমান ক্ষতি হওয়ার কারণে দেশের সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হয়।

কোন কোন কৃষকদের একাউন্টে এই টাকা ঢুকছে ? (Bangla Shasya Bima Payment)

যে সকল কৃষকরা প্রথমের দিকে Bangla Shasya Bima প্রকল্পের আবেদন জমা করেছিল, তাদের মধ্যে বেশিরভাগ কৃষকের আবেদন Approved হয়ে গিয়েছিল। যে সকল কৃষকদের শিলাবৃষ্টি, খরা,বন্যা বা অতি বৃষ্টির কারণে ফসলের পরিমান ক্ষতি হয়েছিল, বর্তমানে তাদের অনেকেরই টাকা ঢুকছে। Bangla Shasya Bima প্রকল্পের খারিফ সিজনের আবেদন পক্রিয়া শুরু হয়েছে ২ ০ ২ ৪ সালের সেপ্টেম্বর মাস থেকে।

এখন পর্যন্ত কারা টাকা পায়নি ?(Bangla Shasya Bima Payment)

বর্তমানে এখনো পর্যন্ত Bangla Shasya Bima প্রকল্পের আবেদন চলছে ।Bangla Shasya Bima প্রকল্পের ২ ০ ২ ৪ এর আবেদন করার শেষ সময় ৩০ শে নভেম্বর ২০২৪ পর্যন্ত। যে সকল কৃষকরা শস্য বিমার ফর্ম শেষের দিকে জমা করেছেন, সেই সকল কৃষকদের এখন টাকা দেওয়া হচ্ছে না ।সেই সকল কৃষকদের পরবর্তী সময়ে টাকা দেওয়া হবে।

যারা টাকা পায়নি কবে টাকা দেওয়া হবে?

২০২৪ এ ১২ ই নভেম্বর থেকে Bangla Shasya Bima প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে । ধাপে ধাপে এই টাকা দেওয়া চলবে।যে সকল কৃষকদের ঘূর্ণি ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সকল কৃষকদের টাকা ২০২৪ ডিসেম্বর মাসের শেষের দিকে দেওয়া হবে ।

বৈশিষ্ট্য

  • রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পে বিনামূল্যে কৃষকদের ফসলের বীমা সুবিধা প্রদান করে থাকে। বাংলা শস্য বীমা প্রকল্পে কিছু বাণিজ্যিক ফসলের ক্ষেত্রে কৃষকদের সামান্য পরিমান প্রিমিয়াম দিতে হয়।
  • Bangla Shasya Bima প্রকল্পটি ২০২৩-২৪ সালের রবি ফসলের সময় থেকে ‘Bajaj Alliance General Insurance Company’-র সহযোগিতায় পরিচালনা করা হচ্ছে।
  • বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে কোন ফসলের কখন বীমা করতে হবে, তার শেষ তারিখ ইত্যাদি সংক্রান্ত নোটিশ বাংলা শস্য বীমা প্রকল্পে সরকারী পোর্টালের মাধ্যমে জানান হয়ে থাকে অথবা স্থানীয় ব্লক এ কৃষি দপ্তর থেকে জানতে পারবেন।

বীমা করতে কত খরচ লাগবে?

Bangla Shasya Bima প্রকল্পে কৃষকদের বীমা আবেদন করার জন্য কোন টাকা খরচ করতে হয় না ।রাজ্য সরকার Bangla Shasya Bima প্রকল্পের প্রিমিয়ামের সমস্ত টাকা কৃষকদের হয়ে বীমা কোম্পানিকে দিয়ে দেয় ।

বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- ক্লিক করুন

Bangla Shasya Bima Apply Form 2024 Pdf :- CLICK HERE

Official Website :- CLICK HARE

আরো পড়ুন – শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলেই ৫০০০ টাকা পাবে।

SVMCM Scholarship Amount 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কোন কোর্সে কত টাকা পাওয়া যায় ?

WBPDCL New Job Recruitment 2024: রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

Kotak Kanya scholarship 2024 কোটাক ‌‌কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি।

Sitaram Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদন করুন।