Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ স্কুল-কলেজর সব পড়ুয়া পাবে !

Bharathi Cement Scholarship

Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের 20,000 টাকা প্রদান করছে।স্কুল-কলেজর সব পড়ুয়া পাবে ভারতী সিমেন্ট স্কলারশিপ হলো একটি প্রাইভেট কোম্পানির স্কলারশিপ তাই অন্যান্য সরকারি স্কলারশিপে আবেদন করার পাশাপাশি এই স্কলারশিপে আবেদন করতে পারবে।নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব‌ স্কুল পড়ুয়ারা, ও তার পাশাপাশি ডিপ্লোমা আইটইআই, কলেজ, ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্রাজুয়েট-এর প্রত্যেক পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করে, এর সুযোগ সুবিধা পাবে।

‘ভারতী সিমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেড’ হলো ভারতের নামকরা সিমেন্ট কোম্পানিগুলির মধ্যে অন্যতম। প্রত্যেক ছাত্র ছাত্রী সরকারি স্কলারশিপ ও বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে।(Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের 20,000 টাকা প্রদান করছে।স্কুল-কলেজর সব পড়ুয়া পাবে) এই স্কলারশিপে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন? আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র ? অনলাইন আবেদন পদ্ধতি ? এছাড়াও এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে।

Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের 20,000 টাকা প্রদান করছে।স্কুল-কলেজর সব পড়ুয়া পাবে

বৃত্তির নামভারতী সিমেন্ট স্কলারশিপ
সংগঠনের নামবিদ্যাসারথি সংস্থা
বৃত্তির শেষ তারিখ15 October 2024
সংগঠনপ্রাক এবং পোস্ট ম্যাট্রিক বৃত্তি

✓ভারতী সিমেন্ট স্কলারশিপ (Bharathi Cement Scholarship 2024-24)

ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024: ভারতের নাম করা একটি বিখ্যাত সিমেন্ট কোম্পানির মধ্যে অন্যতম হল ‘ভারতী সিমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেড’। এই কোম্পানি এখন অনেক সুযোগ প্রদান করছে।যে সকল পরিবারের শিক্ষার্থীরা দারিদ্র্য অর্থনৈতিক দুর্বলতার জন্য শিক্ষা চালিয়ে যেতে অব্যাহত, তাদের সাহায্য করার জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে  বিদ্যাসারথি পোর্টালের সহযোগিতায় ভারতী সিমেন্ট কোম্পানির এই স্কলারশিপটি প্রদান করছে।(Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের 20,000 টাকা প্রদান করছে।স্কুল-কলেজর সব পড়ুয়া পাবে )

ছাত্র ছাত্রীদের শিক্ষাগত স্তর অনুযায়ী এই কোম্পানি দ্বারা বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে।নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব স্কুল পড়ুয়া, তার পাশাপাশি কলেজ, ডিপ্লোমা আইটিআই, ইঞ্জিনিয়ারিং,পোস্ট গ্রাজুয়েট-এর পাঠরত তারা আবেদন করে এর সুযোগ সুবিধা পাবে।(Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের 20,000 টাকা প্রদান করছে।স্কুল-কলেজর সব পড়ুয়া পাবে)

✓ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024 আবেদনকারীর তালিকা (Bharti Cement Scholarship 2024 Applicant List)

এই পাঠরত শিক্ষার্থীদের জন্য বৃত্তি:-

  • BE/B.Tech শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি।
  • দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি।
  • একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি।
  • দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য বৃত্তি।
  • নবম শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি।
  • ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বৃত্তি।
  • আই টি আই শিক্ষার্থীদের জন্য বৃত্তি।
  • M.Tech শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি।
  • স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বৃত্তি।
  • আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদেরজন্য বৃত্তি।

✓ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024 টাকার পরিমাণ কোর্স অনুযায়ী(Bharti Cement Scholarship Course wise Amount)

প্রত্যেক ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষার স্তর বা কোর্সের ওপর নির্ভর করে নবম শ্রেণী 10000 টাকা থেকে শুরু করে 20000 টাকা এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সর্বোচ্চ 35000 টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করবে।(Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের 20,000 টাকা প্রদান করছে।স্কুল-কলেজর সব পড়ুয়া পাবে)

শিক্ষা স্তর বা কোর্সস্কলারশিপের পরিমাণ (টাকা)
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণী, ITI ছাত্র ছাত্রী10,000
কলেজ পড়ুয়া (BA, BSC, BCA, B.Com)20,000
ডিপ্লোমা পড়ুয়া15,000
পোস্ট গ্রাজুয়েশন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া (MA, MSC, M Com, MCA, MSW ইত্যাদি)25,000
ইঞ্জিনিয়ারিং পড়ুয়া B.E./B.Tech35,000

✓ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024 আবেদনএর যোগ্যতা (Bharti Cement Scholarship Application Eligibility)

  • এই স্কলারশিপে শুধুমাত্র ভারতীয় পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
  •  এই স্কলারশিপের ছাত্র-ছাত্রী উভয়ই আবেদন করতে পারবেন।
  • শেষ পরীক্ষায় অবশ্যই ন্যূনতম 50% নম্বর পেয়ে থাকতে হবে।
  • যে সকল ছাত্র ছাত্রী নবম থেকে দ্বাদশ শ্রেণী, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছেন তারা এর জন্য আবেদন করতে পারবেন।
  • শিক্ষার্থীদের ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।
  • কোর্সগুলি ইউজিসি/ এআইসিটিই/এনএএসি/সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে হবে।
  • অবশ্যই ছাত্র ছাত্রীদের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

✓ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024 প্রয়োজনীয় ডকুমেন্টস: (Bharti Cement Scholarship Required Documents)

  •  বিগত পরীক্ষার রেজাল্টের কপি।
  • আবেদনপ্রার্থীর বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
  • শিক্ষার্থীদের কোর্সে ভর্তির ও পেমেন্টের রশিদ কপি।
  • আধার কার্ড ।
  • প্যান কার্ড ।
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • আবেদনপ্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
  • পারিবারিক আয়ের শংসাপত্র।

✓ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024 আবেদন করবেন কিভাবে? (How to Apply Bharti Cement Scholarship)

  • ভারতী সিমেন্ট স্কলারশিপ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। 
  • আপনাকে এখানে দেওয়া লিংক এ ক্লিক করুন ভারতী সিমেন্ট পোর্টালে গিয়ে বৃত্তির জন্য আবেদনপত্র পূরণ করতে হবে।
  • এরপরে হোমপেজটি আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • এখন আপনি ‘Apply For Scholarship’ নামক অপশনে ক্লিক করুন।
  • আপনার স্ক্রিনে একটি নতুন পেজ প্রদর্শিত হবে।
  • বিস্তারিত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং সফলভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করুন।
  • এখন আপনাকে লগইন করতে হবে।

✓ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024 আবেদনের সময় (Application Last date )

ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024-25 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদন করতে হবে। বর্তমানে অনলাইনে আবেদন খোলা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ 15 ই অক্টোবর । নির্দিষ্ট সময়ের এর মধ্যে আবেদন করা সম্পূর্ণ করতে হবে।

✓ভারতী সিমেন্ট স্কলারশিপ 2024 এই স্কলারশিপের সুবিধা (Benefits of Bharti Cement Scholarship )

 Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের 20,000 টাকা প্রদান করছে।স্কুল-কলেজর সব পড়ুয়া পাবে। ভারতী সিমেন্ট স্কলারশিপ বৃত্তির জন্য আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করা হবে: –

  • BE/B.Tech ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-35000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
  • 10ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-10000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
  • 11ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-10000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
  • 12ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-10000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
  • ক্লাস 9ম ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-10000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে ।
  • ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-15000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
  • ITI ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-12000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
  • M.Tech ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-40000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।
  • স্নাতকোত্তর ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-25000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে ।
  • আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র ছাত্রীদের জন্য (2024-25)-20000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে।

Sikshashree Scholarship 2024: শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন পদ্ধতি যোগ্যতা ও সুবিধা।

Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।

Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *