Data Entry Operator Recruitment 2024: ব্লক অফিসে কর্মী নিয়োগ, দ্রুত আবেদন করুন।

Data Entry Operator Recruitment 2024

Data Entry Operator Recruitment 2024: যে সকল বেকার যুবক যুবতী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সব চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে । প্রায় কোনো না কোনো চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন দপ্তর থেকে প্রতিনিয়ত প্রকাশ করা হচ্ছে। এবারও চাকরির প্রার্থীদের জন্য একটি সুখবর রয়েছে। সম্প্রতি সময়ে বি এল আর ও অফিসে নতুন কর্মী নিয়োগ করা হবে।

জেলার ডি এল আর ও (DLRO) অফিসে ডাটা এন্ট্রি পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ডাটা এন্ট্রি Data Entry পদে আবেদনের সুযোগ পাবেন। (Data Entry Operator Recruitment 2024)

এই নিয়োগের জন্য আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী? আবেদন পদ্ধতি কী ? বয়স, মাসিক বেতন কত?, নথিপত্র, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হলো ।নীচে এই প্রতিবেদন থেকে আপনি নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Data Entry Operator Recruitment 2024 Notice Number –

5139/Estt./DL&LRO(B)

পদের নাম

বিএলআরও অফিসে নতুন কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে সেখানে শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Oparator)পদেই আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা

Data Entry Oparator পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকা দরকার, তা হলো –

ক) অবশ্যই আবেদন প্রার্থীকে যে কোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে।

খ) স্নাতক ডিগ্রী অর্জনের সাথে সাথে আবেদন প্রার্থীদের Computer Application Certificate কোর্স করা বাঞ্ছনীয়। সেই সাথে Microsoft Word, Excel and Basic Internet Application এ কাজ করার দক্ষতা থাকতে হবে।

মাসিক বেতন কত ?

যে সকল প্রার্থীদের এই Data Entry Oparator পদে চাকরির জন্য নির্বাচন করা হবে তাদের প্রতি মাসে 11,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই Data Entry Oparator পদের জন্য যোগ্য প্রার্থী বাছাই করা হবে, মূলত তিনটি পদ্ধতিতে – লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।

বয়স সীমা

Data Entry Oparator পদে আবেদন করতে হলে 01/11/2024 তারিখ অনুসারে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স 21 বছর বয়স হতে হবে। আর সর্বোচ্চ 45 বছর বয়স হতে হবে ।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Data Entry Operator Recruitment 2024)

ক) আবেদন প্রার্থীর আধার কার্ড (Aadhar Card) বা ভোটার কার্ডের (Voter ID) কপি।

খ) মাধ্যমিকের অ্যাডমিট ( Madhyomika Admin) কার্ডের কপি।

গ) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট (Computer Certificate) এর কপি।

ঘ) শেষ পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেটের কপি।

ঙ) পাসপোর্ট সাইজের ছবি (Passport Size Photo)।

কীভাবে আবেদন করবেন? (Data Entry Operator Recruitment 2024)

এই Data Entry Oparator পদের জন্য প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।

ক) এখানে আবেদন করার জন্য সর্ব প্রথম এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর নাম ও সম্পূর্ণ সঠিক পরিচয় দিয়ে Registration করতে হবে।

খ) তারপর চাকরির আবেদন পত্র বা ফর্মটি নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

গ) সেই সাথে বিজ্ঞপ্তিযে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে Submit করলেই আপনার আবেদনের কাজ শেষ হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (Data Entry Operator Recruitment 2024)

যে সকল আগ্রহী প্রার্থীরা Data Entry Oparator পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ তারিখের আগে জমা করতে হবে । ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া 14/11/2024 এ 10:00 AM শুরু হয়েছে। এখন যারা আবেদন করবে অবশ্যই লাস্ট ডেটের আগে আবেদন করবে । আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 30/11/2024 5:00 PM এর মধ্যে।

Official Notice Download : CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

আরো পড়ুন – Wb Panchayat Recruitment 2024 মাধ্যমিক পাশে চাকরি! পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

ফসলের ক্ষতিপূরণের জন্য ব্যাংকে টাকা দেওয়া শুরু হল। আপনি কবে পাবেন ?

শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলেই ৫০০০ টাকা পাবে।

SVMCM Scholarship Amount 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কোন কোর্সে কত টাকা পাওয়া যায় ?

WBPDCL New Job Recruitment 2024: রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

Kotak Kanya scholarship 2024 কোটাক ‌‌কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি।

WBPSC Miscellaneous Recruitment 2024: রাজ্য সরকার কর্মী নিয়োগ শুরু করলো। সিলেবাস, পরীক্ষার ধরন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি,