District Court New Recruitment 2024 : জেলা আদালতে কর্মী নিয়োগ, আবেদন করুন মাধ্যমিক পাশে। রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করেছে । অনেক বেকার যুবক যুবতী যারা সরকারি কোন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদের জন্য এটি একটি ভালো সুখের সংসার। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
দক্ষিণ দিনাজপুর জেলায় কোর্টে বিভিন্ন শূন্য পদে নতুন কর্মী নিয়োগের করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। পুরুষ মহিলা উভয় আবেদন যোগ্য। আগ্রহী আবেদন প্রার্থীদের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য কত? আবেদন করার শেষ তারিখ ? কীভাবে আবেদন করতে হবে? এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাছাড়া এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে আবেদন করতে পারেন।
Content
District Court New Recruitment 2024: জেলা আদালতে কর্মী নিয়োগ, আবেদন করুন মাধ্যমিক পাশে।
নিয়োগ সংস্থা নাম | Office Of The District Judge, Alipurduar |
---|---|
পদের নাম | Various |
শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন প্রক্রিয়া | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | নীচে উল্লেখ আছে |
জেলা আদালতের কর্মী নিয়োগের পদের নাম (District Court New Recruitment 2024)
জেলা আদালতের যে সকল পদে কর্মী নিয়োগ করা হবে, সেই পদের নাম হলো Clerk/DEO ,
Office Peon,
জেলা আদালতের কর্মী নিয়োগের শূন্যপদের নাম (District Court New Recruitment 2024)
জেলা আদালতের কর্মী নিয়োগের কত গুলো শূন্য পদ আছে , তা অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করুন।
জেলা আদালতের কর্মী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা (District Court New Recruitment 2024)
বিজ্ঞাপ্তিতে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস এর যোগ্যতা থাকতে হবে, তবে সেটি Office Peon পদের জন্য তাছাড়া Clark বা DEO পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে ও সেই সঙ্গে Computer Knowledge ও Typing Spreed 40 W.P.M এই সব যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করুন।
জেলা আদালতের কর্মী নিয়োগের বয়সসীমা (District Court New Recruitment 2024)
উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের 01/01/2024 অনুযায়ী 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পাওয়া যাবে।
জেলা আদালতের কর্মী নিয়োগের মাসিক বেতন (District Court New Recruitment 2024)
উপরিউক্ত পদে যে সব আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করবেন, তাদের নির্বাচন করার পরে পদে নিয়োগ করা হবে। তার পর তাদের প্রতিমাসের বেতন থেকে পেনশন বাদ দিয়ে মাসিক বেতন প্রদান করা হবে । এখানে প্রত্যেক পদের আলাদা আলাদা বেতন আছে, তা উল্লেখ করে দেওয়া হলো।
Clerk cum Typist/DEO – 18,000/-
Office Peon – 13,750/-
এই নিয়োগ এর বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশই আপনি এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইড থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে (District Court New Recruitment 2024)
জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ddinajpur.nic.in/ পোর্টাল থেকে তথ্য পাওয়া গেছে।আবেদন প্রার্থী অবশই আবেদন করার আগে সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করবেন বুঝবেন তারপরে আবেদন করবেন।
পরীক্ষার সিলেবাস
Clerk cum Typist/DEO- পদের জন্য উচ্চমাধ্যমিক এর পঠন পাঠন অনুসারে, ইংরেজি , বাংলা এবং মাধ্যমিক লেভেলের পঠনপাঠন পর্যন্ত গণিত, রিজনিং, GK, ভারতীয় সংবিধান , ভারতীয় ইতিহাস এবং প্রাথমিক কম্পিউটার জ্ঞান।
Office Peon – পদের জন্য মাধ্যমিক লেভেলের পঠন পাঠন অনুসারে ইংরেজি , বাংলা এবং ম্যাট্রিক লেভেল এর পর্যন্ত গণিত, যুক্তি, GK, ভারতীয় সংবিধান, ভারতীয় ইতিহাস ও সেই সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রাথমিক জ্ঞান।
জেলা আদালতের কর্মী নিয়োগ পদ্ধতি (District Court Recruitment 2024)
জেলা আদালতে যে সব পদে কর্মী নিয়োগ করা হবে, তা উপরে আলোচনা করা হয়েছে। এইসব পদে আবেদন প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নির্বাচন করে এখানে নিয়োগ প্করা হবে।
জেলা আদালতে আবেদন কিভাবে করবেন? (District Court Recruitment 2024)
যে সকল আগ্রহী আবেদন প্রার্থীরা জেলা আদালতের কর্মী নিয়োগের জন্য আবেদন করবেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করতে পারেন। আবেদন করার জন্য প্রথমে আবেদন প্রার্থীদের এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ,সেই বিজ্ঞপ্তিতে আবেদনের ফর্মটি আছে।ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট বের করতে হবে। তারপর সঠিকভাবে তথ্য দিয়ে সমস্ত কিছু পূরণ করতে হবে ,তারপরে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অবশ্যই বিজ্ঞপ্তিতে যে যে কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলিকে আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। তারপর নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন।
জেলা আদালতে আবেদনের গুরুত্বপূর্ন তারিখ (District Court Recruitment 2024)
জেলা আদালতে কর্মী নিয়োগ এর আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী 29/09/2024। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে
আরও পড়ুন- SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করুন ।কি কি সুবিধা পাবেন?
National Scholarship 2024 :ন্যাশনাল স্কলারশিপ অনলাইনে আবেদন করুন।
TATA Scholarship 2024: টাটা স্কলারশিপ প্রত্যেক পড়ুয়া 12,000 টাকা পাবে ।
Supervisor Recruitment 2024: সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, আবেদন করুন।