DVC Recruitment 2024 – দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে?

DVC Recruitment – পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি কর্পোরেশনে থেকে কর্মী নিয়োগের জন্য একটি একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে। যেসকল প্রার্থীরা চাকরির জন্য প্রস্তুত হচ্ছিল, তাদের জন্য এটি একটি বিশেষ খুশির খবর। আগ্রহী প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরি পেলে ভালো মাসিক বেতন দেওয়া হবে। এছাড়া এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই দামোদর ভ্যালি কর্পোরেশন সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন, তারপরে আবেদন করুন।

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।যে সকল আগ্রহী প্রার্থীরা দামোদর ভ্যালি কর্পোরেশনের এক্সিকিউটিভ (DVC) ট্রেনিং পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই  প্রতিবেদনটি পুরোটা পড়বেন।

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC Recruitment) কর্মী নিয়োগের বিবরণ 

নিয়োগ সংস্থাদামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)
পদের নামনীচে উল্লেখ করা হয়েছে।
শূন্যপদ 
আবেদন পদ্ধতিঅনলাইনে 
আবেদন শেষনীচে উল্লেখ আছে

নিয়োগকারি সংস্থার নাম ও পদের নাম (DVC Recruitment)

পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC এর তরফ থেকে সমস্ত যোগ্য কর্মী নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এ যে সব পদে কর্মী নিয়োগ করা হবে , তা হলো ‘সহযোগী পরামর্শক’।

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC Recruitment) কর্মী নিয়োগের শূন্যপদ 

দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) তরফে উপরিউক্ত পদগুলিতে মোট  81 শূন্য পদ রয়েছে। কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ আছে সেগুলি আপনারা অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে চেক করে নেবেন।

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC Recruitment) কর্মীর বয়স সীমা

উপরিউক্ত পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে তাহলেই এখানে আবেদন করা সম্ভব অর্থাৎ 65 বছর বয়সের নিচে যেকেউ আবেদন করার জন্য যোগ্য। আবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর বয়সের ছাড় পাওয়া যাবে। 

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) কর্মীদের বেতন পরিমাণ

আগ্রহী প্রার্থীরা যদি এখানে আবেদন করেন এবং সমস্ত তথ্য যাচাই, ও যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে চাকরি পান তাহলে প্রতি মাসে বেতন 54,000 টাকা বেতন দেওয়া হবে।

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এ আবেদনপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভেয়িং কোর্স করতে হবে।এ ছাড়া শিক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে  সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন। 

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এর বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.dvc.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এ কর্মী নিয়োগ প্রক্রিয়া

দামোদর ভ্যালি কর্পোরেশন কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে , আবেদন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউ মাধ্যমে যোগ্য ও সঠিকভাবে যাচাই করার পরে প্রার্থীদের নিয়োগ করা হবে। 

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) প্রার্থীদের আবেদন করার পদ্ধতি।

 সমস্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবে।

  • আবেদন প্রার্থীদের আবেদন করার জন্য সর্বপ্রথম DVC সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Registration করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার বৈধ email address ও Mobile number দিতে হবে।
  • এরপর Login করে আপনাকে WB DVC Recruitment এর ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করতে হবে।
  • তারপরে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলো নির্দিষ্ট সাইজ মত স্ক্যান করে আপলোড করবেন।
  • সব শেষে আপনার নির্দিষ্ট তারিখ এবং সময়ের এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • অবশ্যই আবেদন পত্রটি একটি প্রিন্ট আউট বের করে নেবেন।

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) আবেদনের গুরুত্বপূর্ন তারিখ

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী 15/09/2024। যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সঠিক সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবে।।

আরো পড়ুন – Aadhaar Card Update 2024:আধার কার্ড আপডেট ও স্ট্যাটাস চেক করুন।

Atal Pension Yojana অটল পেনশন যোজনা প্রতি মাসে 5000 টাকা পাবেন, আবেদন করুন।

District Court Recruitment 2024: জেলা আদালতে কর্মী নিয়োগ, আবেদন করুন মাধ্যমিক পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *