Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।Online Application,

Fireman Job Recruitment
Fireman Job Recruitment

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।Online Application, যে সকল বেকার যুবক-যুবতী চাকরির জন্য প্রস্তুতি হচ্ছিল সেই সব চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর।আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হয়ে থেকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর।

সম্প্রতি সময়ে Army Air Defense College এর পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।Fireman এর প্রচুর পদে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হবে তাই Army Air Defense College থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন Fireman পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের বয়স কত? মাসিক বেতন কত দেওয়া হবে ? কি শিক্ষাগত যোগ্যতা দরকার ? কীভাবে আবেদন করবেন ? কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে? ইত্যাদি সম্পর্কে সমস্ত তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন। Fireman Job Recruitment 2024

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে

যে সব আগ্রহী প্রার্থীরা Army Air Defense College এর প্রকাশিত বিজ্ঞপ্তি উল্লেখ্যাত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই মাধ্যমিক পাশে করতে হবে। এখানে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করবেন নিচে সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।(Fireman Job Recruitment 2024ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।)

মাধ্যমিক পাশে ফায়ারম্যান পদে নতুন কর্মী নিয়োগ করা হবে ,তাদের পরীক্ষার সিলেবাস কিরকম? আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে ? কোথায় পোস্টিং করা হবে?আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সহ বিষয়ে আলোচনা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক-

Army Air Defense College এ বিজ্ঞপ্তি কোন পদে নিয়োগ করা হবে?

Army Air Defense College এ তরফ থেকে indianarmy.nic.in এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে Fireman পদে নতুন কর্মী নিয়োগ করা হবে।

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগকারী সংস্থার নামArmy Air Defence College
পদের নামFireman
শুন্যপদমোট 15 টি
আবেদন পদ্ধতিOffline পদ্ধতি
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তি নং615/JGM/DPSC/24

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে। কতগুলো শূন্যপদ ? Fireman Job Recruitment 2024

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট 15 জনকে নিয়োগ করা হচ্ছে।

General07 জন
SC02 জন
ST01 জন
OBC04 জন
EWS01 জন

ফায়ারম্যান পদে আবেদনকারীর বয়স সীমা (Age Limit) 

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে তাই আগ্রহী চাকরিপ্রার্থীদের ফায়ারম্যান পদে আবেদন করার জন্য এই সংস্থা Army Air Defence College থেকে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে ধার্য করা বয়স হলো আবেদন প্রার্থীদের 18 থেকে 32 বছর বয়স হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।OBC দের জন্য 3 বছর এবং SC/ST দের জন্য 5 বছর ছাড় আছে।

ফায়ারম্যান পদে মাসিক বেতন কত (Per Month Salary)

Fireman Job Recruitment 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ার ম্যান পদে আবেদন করার পরে যখন চাকরিতে নিযুক্ত করা হবে তখন প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী লেভেল 2 হিসাবে 19,900/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

ফায়ারম্যান পদে আবেদনপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) 

ফায়ারম্যান পদে আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।

ফায়ারম্যান পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া ( Selection Process)

Fireman Job Recruitment 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ারম্যান পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে তিনটি পদ্ধতিতে। প্রথমে ফিজিক্যাল টেস্ট করা হবে, এখানে পাস করলে দ্বিতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় বসতে পারবেন। এর উপর ভিত্তি করে যোগ্য চাকরি প্রার্থী নির্বাচন করা হবে।এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানতে অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে। ফিজিক্যালি টেস্ট কি হবে

  • Hieght – 165cm (ST-162.5cm)
  • Weight – 50 kg minimum
  • Chest – Normal 81.5 cm – Expaded 5 cm extra
  • Long Jump – 2.7 meters.
  • Carrying  man – (fireman lift of 63.5kg to a distace of 183 meters) within 96 Second.
  • Rope Climbing (using hand& feet) – 3 meters.

ফায়ারম্যান পদে লিখিত পরীক্ষার সিলেবাস কি?

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করার জন্য লিখিত পরীক্ষার সিলেবাস হলো General Intelligence and Reasoning, Numerical Aptitude, General English, General Awareness এবং সাবজেক্ট রিলেটেড প্রশ্ন ।

ফায়ারম্যান পদে আবেদন পদ্ধতি (How to Apply) 

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Fireman পদে চাকরি জন্য আগ্রহী প্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে । এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে , প্রথমে সেই ফর্মটি ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট বের করে নেবেন।তারপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।

তারপর অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে ।ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স এটাচ করে মুখবন্ধ খামে ভোরবেন ,তারপরে 11/12/2024 তারিখের আগে নিচে দাওয়া ঠিকানায়, ‘Commandant, Army Air Defence College, Golabandha (PO), Ganjam (District), Odisha 761052’ Ordinary Post(সাধারন ডাক) এর মাধ্যমে জমা করুন।অবশ্যই মুখবন্ধ খামের উপর লিখবেন, ‘Application for the post of Fireman in Category_______(SC/ST/OBC/EWS/UR) ।Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।

ফায়ারম্যান পদে আবেদন করার জন্য কি ডকুমেন্ট দরকার ?(What documents are required to apply for fireman post ?)

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।ফায়ারম্যান পদে আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট দরকার ,তা নিচে উল্লেখ করা হলো –

  • Aadhar Card
  • 2 Self Address Envelope – Rs 40 Postal Stamp.
  • Qualification Cerificate (10th Or 8th pass marksheet)
  • Experience Certificate if any.
  • Caste Certificate (If Avaiable).
  • 2 Passport Size Colour Photo.
  • Proof of Date of Brith (Birth Certificate/School Leaving Certificate/10th Admit Card)
  • Full Signature
  • Army Discharge Certificate (for Ex-Servicemen Candidates only)
  • অফলাইনে আবেদন সম্পূর্ণ করার পরে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স আবেদন ফর্মের সাথে পাঠাবেন। 

ফায়ারম্যান পদের অফলাইনে আবেদনপত্র কোথায় পাঠাতে হবে?(Where to send fireman offline application form)

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।তার যে আবেদন পত্র পাঠাতে হবে যে ঠিকানায় ,তাহলো –

ফায়ারম্যান পদে কোথায় পোস্টিং হবে?

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।এখানে কর্মীদের পোস্টিং করা হবে Army Air Defence College, C/O 99 APO – With All Over India Service Liability.

ফায়ারম্যান পদে আবেদনের ফর্ম ডাউনলোড করুন। Download Application Form for Fireman Posts.

যে সব প্রার্থী আবেদন করবে (Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে) তারা আবেদন পত্র টি অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে তার নিচে আবেদন ফর্ম আছে। সেটি প্রিন্ট আউট করবেন।

অফিশিয়াল ওয়েবসাইটhttps://indianarmy.nic.in/
more Click Here

আরও পড়ুন- krishak bandhu 2024:কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা কীভাবে জানবেন, স্যাটাস চেক করুন 2024

Sikshashree Scholarship 2024: শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন পদ্ধতি যোগ্যতা ও সুবিধা।

Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।

Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *