Forest Department Recruitment 2024: বনদপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে চাকরি।

Forest Department Recruitment 2024

Forest Department Recruitment 2024: যে সকল বেকার যুবক যুবতী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সব চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে । প্রায় কোনো না কোনো চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন দপ্তর থেকে প্রতিনিয়ত প্রকাশ করা হচ্ছে।

এবারও চাকরির প্রার্থীদের জন্য বনদপ্তরের তরফ থেকে একটি সুখবর রয়েছে। বনদপ্তরের বিভিন্ন বিভাগে আবেদন করতে পারবেন প্রার্থীরা।রাজ্যের সকল জেলার প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।(Forest Department Recruitment 2024)

এই নিয়োগের জন্য আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী? আবেদন পদ্ধতি কী ? বয়স, মাসিক বেতন কত?, নথিপত্র, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হলো ।নীচে এই প্রতিবেদন থেকে আপনি নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Forest Department Recruitment 2024

পদের ‌নাম

বনদপ্তরে নতুন কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে , সেখানে প্রার্থীদের যে সকল পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল – (1) Multi Tasking Staff (MTS), (2) Lower Division Clerk (LDC), (3) Technician (TE), (4) Technical Assistant।

শিক্ষাগত যোগ্যতা

বনদপ্তরে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে সেখানে বিভিন্ন বিভাগের পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তা আলাদা আলাদা করে নির্ধারণ করা হয়েছে, তা হলো –

(1) Multi Tasking Staff (MTS) – Multi Tasking Staff পদে আবেদন করতে হলে অবশ্যই আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক পাস ও সেই সাথে Computer চালানোর দক্ষতা থাকতে হবে।

(2) Lower Division Clerk (LDC) – Lower Division Clerk পদে আবেদন করতে হলে অবশ্যই আগ্রহী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ও সেই সাথে Manual Type Writing এর ভালো স্পিড থাকতে হবে।  ও English Type এর ক্ষেত্রে প্রতি মিনিটে 30 টি Word Type করার দক্ষতা থাকতে হবে।

(3) Technical Assistant – Technical Assistant পদে আবেদন করতে হলে অবশ্যই আগ্রহী প্রার্থীদের যেকোনো সরকারি স্বীকৃত Since অথবা সংশ্লিষ্ট বিষয় যেমন Agriculture বা Biotechnology নিয়ে Graduation পাশ করতে হবে।‌

প্রয়োজনীয় ডকুমেন্টস (Forest Department Recruitment 2024)

  1. আবেদন প্রার্থীর আধার কার্ড (Aadhaar Card),
  2. আবেদন প্রার্থীর ভোটের কার্ড (Voter’s ID Card),
  3. Driving License,
  4. আবেদন প্রার্থীর PAN Card,
  5. আবেদন প্রার্থীর Passport Size Photo,
  6. ID Card issued by University/ College/ School,

নিয়োগ প্রক্রিয়া

এই বনদপ্তরের বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থী বাছাই করা হবে, মূলত দুটি পদ্ধতিতে – CBT ও DVর মাধ্যমে।

বয়স সীমা

  বনদপ্তরের উপরিউক্ত পদগুলোতে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স 18 বছর বয়স 27 বছর বয়স হতে হবে । এছাড়াও SC/ST প্রার্থীরা 5 বছর,  OBC প্রার্থীরা 3 বছর এবং PWD প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন কত?

যে সকল প্রার্থীদের বনদপ্তরের উপরিউক্ত পদগুলোতে চাকরির জন্য নির্বাচন করা হবে তাদের প্রতি মাসে বেতন কত দেওয়া হবে বিজ্ঞপ্তিতে তেমন ভাবে কিছু উল্লেখিত হয়নি।

কীভাবে আবেদন করবেন ?

বনদপ্তরের বিভিন্ন পদের জন্য আবেদন করার জন্য আবেদন প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

(1) প্রথমে আবেদন প্রার্থীরা আবেদন করার জন্য এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Registration করতে হবে।

(2) Register হয়ে গেলে চাকরির আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে।

(3) বিজ্ঞপ্তিতে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি সব স্ক্যান করে Upload করতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই ফর্ম ফিলাপের কাজ সম্পন্ন হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

 যে সকল আগ্রহী প্রার্থীরা বনদপ্তরের উপরিউক্ত পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনের শেষ তারিখ অর্থাৎ 30/11/2024 এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official Notice Download : CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

আরো পড়ুন – Awas Yojana Payment Date 2024: যাঁরা টাকা পাননি কবে পাবেন? তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত!

Data Entry Operator Recruitment 2024: ব্লক অফিসে কর্মী নিয়োগ, দ্রুত আবেদন করুন।

 Wb Panchayat Recruitment 2024 মাধ্যমিক পাশে চাকরি! পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

ফসলের ক্ষতিপূরণের জন্য ব্যাংকে টাকা দেওয়া শুরু হল। আপনি কবে পাবেন ?

শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করলেই ৫০০০ টাকা পাবে।

SVMCM Scholarship Amount 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কোন কোর্সে কত টাকা পাওয়া যায় ?

WBPDCL New Job Recruitment 2024: রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

Kotak Kanya scholarship 2024 কোটাক ‌‌কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি।

WBPSC Miscellaneous Recruitment 2024: রাজ্য সরকার কর্মী নিয়োগ শুরু করলো। সিলেবাস, পরীক্ষার ধরন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি,