krishak bandhu 2024:কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা কীভাবে জানবেন, স্যাটাস চেক করুন 2024, এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে এই পোস্টটি পড়ুন। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের নিম্ন ও মধ্য কৃষকদের পাশে থাকার জন্য ও কৃষক দের সাহায্য করার জন্যএই প্রকল্প।এই প্রকল্প রাজ্য সরকার তার রাজ্যের কৃযকদের মৃত্যু জনিত সহায়তা (জীবন বীমা) সুবিধা প্রদান করেন ।এই প্রকল্প বছরে দুইবার প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পে নিম্ন ও মধ্য বর্গের চাষিরা 2 lakh পর্যন্ত জীবন বীমা দেয়া হয়।এই প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে। কিভাবে চেক করবেন। করে এই সুবিধা পাবে। কি ভাবে লিস্ট চেক করবেন এই সমস্ত বিষয়ে আলোচনা করা হলো।
কৃষক বন্ধুর প্রকল্প টাকা ঢুকেছে কিনা , স্যাটাস চেক , টাকা কবে ঢুকবে,প্রয়োজনীয় নথিপত্র , লিস্ট চেক, আইডি পুনরুদ্ধার , আধার কার্ড নম্বরে চেক করুন , ভোটের কার্ড নম্বরে চেক করুন,অনলাইনে স্যাটাস চেক করবেন ,যোগ্যতার মানদণ্ড বিষয়ে আলোচনা করা হলো।
✓কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক 2024 কৃষক বন্ধু প্রকল্প ( Krishak Bandhu Scheme 2024)
পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের কৃষিজমির পরিমান অনুযায়ী বছরে দুটি কিস্তিতে 5 হাজার থেকে 10 হাজার টাকা চাষি বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায়। এই টাকা দেওয়া হয় চাষ করার জন্য। চাষের জন্য সার, কীটনাশক ও বীজ ইত্যাদি বিভিন্ন ধরনের উপকরণ কিনার জন্য পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের আর্থিক সাহায্যে করে এই প্রকল্পে।
কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে “কৃষকবন্ধু ডেথ বেনিফিট” 2 লাখ টাকা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের প্রায় 78 লক্ষ কৃষকরা “কিশোক বন্ধু” প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। এই প্রকল্পের অধীনে কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 জুলাই 2022 সালে কৃষকদের বর্ষা কালীন চাষের ক্ষতির জন্য শস্যের টাকা এবং কৃষক বন্ধুদের সতর্কতার জন্য উদ্ভোধন করেছেন। কৃষক বন্ধু খরিফস্যের 2385 কোটি টাকা যার মধ্যে 77 লক্ষ 88 জন কৃষক এই সুবিধা পেয়েছে।
✓পশ্চিমবঙ্গ সবকারের কৃষকবন্ধু প্রকল্পের বিবরণ (krishak Bandhu scheme overview 2024):-
প্রকল্পের নাম | কৃষকবন্ধু প্রকল্প |
---|---|
কর্তৃপক্ষ | পশ্চিমবঙ্গ সরকার |
বিভাগ | কৃষিবিভাগ |
প্রকল্পের ধরন | যোজনা |
অবস্থান | পশ্চিমবঙ্গ |
দ্বারা প্রবর্তিত | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রকল্পের উদ্দেশ্য | কৃষক কল্যাণ প্রকল্প |
সুবিধাভোগী | 1 বা ততোধিক একর জমির প্রত্যেক কৃষক |
মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী | সমস্ত পশ্চিমবঙ্গের কৃষক |
প্রকল্পের সুবিধা | চাষের উদ্দেশ্যে বার্ষিক 10,000/- টাকা আর্থিক সহায়তা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র | আধার কার্ড, রেশন কার্ড, জমির রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্বাক্ষর ও ছবি |
পেমেন্ট ট্রান্সফার পদ্ধতি | DBT |
কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করবেন | অনলাইনে উপলব্ধ |
স্ট্যাটাস চেক করার পদ্ধতি | ভোটার আইডি নম্বর বা আধার কার্ড নম্বর দ্বারা |
কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে | krishakbandhu.net |
✓কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক করে দেখুন 2024 (Farmer Friend Check Status Check 2024)
- প্রথমে আপনি কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবেন।
- সেখানে ‘কৃষক বন্ধু প্রকল্প’ অপশনটি তে ক্লিক করবেন।
- এবার আপনার সামনে একটি নতুন পেজ প্রদর্ষিত হবে।, দ্বিতীয় অপশনে অর্থাৎ ‘নথিভুক্ত কৃষকের তথ্য ‘ অপশনে ক্লিক করুন।
- আবারও একটি নতুন পেজ আসবে সেখানে আপনি ভোটের কার্ডের সমস্ত তথ্য পূরণ করুণ।
- তারপর ‘I am not a robot ‘ অপশনে ক্লিক করুন এবং Search অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন যদি Transaction Successful থাকে এবং Status Approval থাকে তাহলে আপনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে ।এই পদ্ধতিতে সহজেই আপনি জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা।
✓কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক করার নিয়ম (krishak Bandhu Status check 2024
আমরা প্রত্যেকেই জানি, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষার জন্য কল্যাণমূলক একেরপর এক প্রকল্প চালিয়ে যাচ্ছে,যার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু 2024। এই প্রকল্পের অধীনে, যে সকল কৃষকের 1 বা তার বেশি একর জমি আছে তারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন।
ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি কৃষক এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং তারা তাদের কিস্তি মুক্তির জন্য অপেক্ষা করছেন। সুতরাং, আমরা সেই সকল সুবিধাভোগী কৃষকদের কৃষকবন্ধু স্ট্যাটাস 2024 চেক করার পরামর্শ দেবো এবং তারপরে খুব সহজেই আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আপনি যদি সঠিকভাবে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধাগুলি পেতে পারেন৷আপনার ফর্মটি পূরণ করার পরে ডাউনলোড করুন এবং তারপর সঠিকভাবে যাচাই করবেন কারণ এতে যদি কোনও ভুল থাকে তবে আপনি এর সুবিধাগুলি পাবেন না। আপনার ভোটার আইডি (Voter id card) অথবা আধার নম্বর (Aadhar Card) দ্বারা কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন। এই প্রতিবেদনে সেই সব নির্দেশাবলী নিয়ে নীচে আলোচনা করা হয়েছে।
✓কিভাবে Krishok Bandhu net দ্বারা এ লগইন করতে হবে (How to login through Krishok Bandhu net)
- এরজন্য আপনাকে অনলাইন পোর্টালে যেতে হবে।
- তারপর হোম পেজে, আপনি ‘কৃষক বন্ধু সম্পর্কে’ অপশনটীতে ক্লিক করবেন।
- তারপর আপনাকে ‘লগইন‘ নির্বাচন করতে হবে।
- এরপরে আপনাকে আপনার username এবং Password দিতে হবে।
- এই সব বিবরণগুলি দেওয়ার পরে, লগইন এ ক্লিক করতে হবে।
- এইভাবে আপনি Krishok Bandhu net দ্বারা এ লগইন করতে পারবেন।
✓ কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক 2024 আধার কার্ড নম্বরে চেক করুন (krishak Bandhu Status check Aadhar Card 2024)
- কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট @krishakbandhu.net-এ আধার কার্ড নম্বর Aadhar Card Number দিয়ে আপনি কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করতে পারেন।
- তারপর হোমপেজের জন্য অপেক্ষা করুন।
- এরপর স্ট্যাটাস চেক লিঙ্কে ক্লিক করুন এবং এগিয়ে যান।
- স্ট্যাটাস চেক লিঙ্কে ক্লিক করুন এবং এগিয়ে যান।
- আপনার আধার কার্ড নম্বর লিখুন ও সাবমিট বোতামে ক্লিক করুন।
- যদি আধার কার্ড না থাকে তবে আপনি UIDAI পোর্টালে একটি নতুন পৃষ্ঠায় আপনার কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করুন।
- তারপর আপনার পেমেন্ট প্রকাশের জন্য অপেক্ষা করুন।
✓কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক 2024 ভোটের কার্ড নম্বরে চেক করুন (krishak Bandhu Status check Voter Id Card 2024 )
- ভোটার আইডি নম্বর @ krishakbandhu.net দিয়ে আপনি কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করুন
- ভোটার আইডি নম্বর দিয়ে কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করার জন্য নীচে দেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করুন ৷
- আপনাকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে হবে ।
- তারপরে আপনি krishakbandhu.net পোর্টাল এ ক্লিক করুন।
- তারপর আপনার সামনে হোমপেজ প্রদর্ষিত হবে।
- কৃষকবন্ধু স্ট্যাটাস 2024-এ ক্লিক করুন এবং Login পৃষ্ঠায় যান।
- এরপরে আপনার ভোটার আইডি নম্বর লিখুন এবং Submit অপশনে ক্লিক করুন।
- এখানে আপনার অর্থপ্রদানের স্থিতি পরীক্ষা করুন।তারপর এটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার জন্য অপেক্ষা করুন।
✓কৃষক বন্ধুর 2024-উদ্দেশ্য কি?(What is the objective of Krishak Bandhu scheme?:-
- কোন কৃষক তার কৃষি উপকরণ বিক্রয় করার জন্য এই নতুন প্রকল্প krishak bandhu এর মাধ্যমে। রবি ও খাররিফ চাষ করার জন্য বছরে দুই দুইবার পাঁচ হাজার কিস্তিতে 10 হাজার টাকা অনুদান পাওয়া যাবে।
- কৃষক বন্ধু প্রকল্পের উপযুক্ত কাজ হল পশ্চিমবঙ্গের নিম্ন ও মধ্য বর্গের কৃষকদের দুই লক্ষ টাকা জীবন বীমা (Life insurance )প্রদান করা।
- আবার উপযুক্ত কোনো কৃষকদের মধ্যে কোন কৃষকের মৃত্যু হলে আইন সম্মত বিধি অনুযায়ী এককালীন দু লাখ টাকা অনুদান দাওয়া হবে ।
✓কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক 2024কী কী সুবিধা রয়েছে ( Krishak Bandhu scheme Benefit )
এই প্রকল্পের মূল লক্ষ্য হল সমস্ত কৃষককে আর্থিক ভাবে সহায়তা প্রদান করা, তাদের জমির উপর ভিত্তি করে।
- চাষের জন্য সর্বোচ্চ 10,000/- বার্ষিক এবং সর্বনিম্ন .4,000/- টাকা বার্ষিক প্রদান করা হয় কৃষকবন্ধু প্রত্যক্ষ সুবিধাভোগীদের।
- যদি জমি 1 একরের কম হয়, তাহলে দুই কিস্তিতে ন্যূনতম .4,000/- টাকা পাবেন।
- যদি জমি 1 একরের বেশি হয়, তাহলে আপনি দুই কিস্তিতে সর্বোচ্চ 10,000/- টাকা পাবেন।
- পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছর খরিফ মৌসুম ও রবি মৌসুমী দুই কিস্তিতে কৃষকদের এই অর্থ প্রদান করা হয় ।
- আবার কৃষকের অকালমৃত্যুর ক্ষেত্রে, তার পরিবারকে 2,00,000/- টাকা একক পরিমাণ পাবে।
- এছাড়াও আপনার অবশ্যই জানেন যে এই প্রকল্পের সাথে নিবন্ধিত কৃষকরা ধান সংগ্রহের জন্য অগ্রাধিকার পায়।
- এই প্রকল্পে যদি কোনও কৃষক রেজিস্ট্রেশন করেন তবে চাষের জন্য পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ বিভাগ বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ সরবরাহ করে।
- এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদের চাষ করার জন্য 2টি কিস্তিতে মোট 4 হাজার থেকে 10 হাজার টাকা দেওয়া হয়।
- কৃষকবন্ধু ডেথ বেনিফিট হল একটি আর্থিক সহায়তা প্রকল্প যা মূলত মৃত কৃষকের পরিবারের সদস্যদের অর্থ প্রদান করে। এই সুবিধার উদ্দেশ্য হল মৃত কৃষকের পরিবারের সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তা জাল প্রদান করা।যে সব পরিবারের উপার্জনকারীর মৃত্যুর ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। মৃত কৃষকের বয়সের উপর নির্ভর করে আর্থিক সুবিধার পরিমাণ পরিবর্তন হয় 2 লক্ষ থেকে 5 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়।
- মৃত্যুর কয়েকটি দিনের মধ্যে বীমা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক কৃষকদের জন্য এই বীমা প্রিমিয়াম উপলব্ধ করেছে।
- এই প্রকল্পে প্রত্যেক বছর সমস্ত কৃষকদের 5000 টাকার শস্য বীমা দুটি কিস্তিতে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য 3000 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে।
- আবেদনকারীকে সরাসরি তাদের ব্যঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা দেওয়া হবে। প্রথম কিস্তির বীমা জুন মাসে প্রদান করা হবে এবং দ্বিতীয় কিস্তি নভেম্বর মাসে দেওয়া হবে।
1 একর কত বিঘা?
100 শতকে এ একর, 33 শতকে 1বিঘা হয়।তাহলে 1 একরে বিঘার পরিমান হবে= 3 বিঘা 1 শতক।
✓কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক 2024 টাকা কবে ঢুকবে When will the farmer’s friend’s money come in?
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকেরা প্রত্যেক বছরের 2 টি কিস্তি পেয়ে থাকে। একটি খরিফ মৌসুম বা খরিফ শস্য ও রবি মৌসুম বা রবি শস্য এই দুই সময়ে চাষের কাজ করা হয়। তাই এই সময়ে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে থাকে।কারন বীজ,সার , চাষের জন্য ব্যবহৃত উপকরণের কিনতে হবে।
খরিফ মৌসুমের কিস্তি বা খরিফ শস্যর কিস্তি জুন মাসে প্রথম কিস্তি দেওয়া হয়।
রবি মৌসুমের কিস্তি বা রবি শস্যর কিস্তি দ্বিতীয় কিস্তি নভেম্বর মাসে দেওয়া হয়।
✓কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক 2024 কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়
পশ্চিমবঙ্গ সরকারের 2016 সালে ‘কৃষক বন্ধু’ প্রকল্পটি চালু করেছে । এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল একদিকে যেমন মৃত কৃষক পরিবার আর্থিক সাহায্য করা এবং তেমনই কৃষিকাজের জন্য চাষিদের আর্থিক সহায়তাও দেওয়া হয় এবং সঠিক সময়ে কৃষকদের চাষের জন্য ব্যবহৃত উপকরণের সরবরাহ করা।
✓ কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক 2024 প্রয়োজনীয় নথিপত্র ( Krishak Bandhu Scheme impotent document ):-
এই প্রকল্পের টাকা পাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকরা।
- সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা।
- ভোটার কার্ড লাগবে কৃষকের।
- আধার কার্ড লাগবে
- ব্যাঙ্ক পাসবুক (Bank pass book 1st page)
- কৃষকের পাসপোর্ট ফটো (২ কপি)
- রেশন কার্ড
- মৃত ব্যক্তির নামের জমির কাগজপত্র
- প্যান কার্ড
- মোবাইল নাম্বার
- নিজের নাম জমি না থাকলে স্ব ঘোষণাপত্র
- বনবিভাগের কাগজপত্র
✓কৃষক বন্ধুর প্রকল্পের কীভাবে আবেদন করবে(Application Procedure for Krishak Bandhu Scheme):-
পশ্চিমবঙ্গে অবস্থিত কোন কৃষক তার অঞ্চলে বসা দুয়ারে সরকারের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্ম আবার দুয়ারে সরকারে জমা দিয়ে আবেদন করতে পারবেন।
- প্রথমে আপনাকে কৃষকবন্ধু অফিসিয়াল ওয়েবসাইট @krishakbandhu.net-এ গিয়ে যেতে হবে।
- এরপরে হোমপেজে ‘কৃষি বিভাগ’ অপশনে ক্লিক করুন।
- পরবর্তী পেজে লগইন পেজ আসবে।
- তারপর আপনি সাইন আপ এ ক্লিক করুন।
- তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
- এখানে যা কিছু জিজ্ঞেস করা হয়েছে,তা সঠিক ভাবে পূরণ করতে হবে।
- এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করুন।
- এরপরে একটি লগইন আইডি ও পাসওয়ার্ড আসবে।
- এই ভাবে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন।
✓কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা অনলাইনে স্যাটাস চেক করবেন 2024 ( Krishak Bandhu Online satus check )
- (Krishok Bandhu Online Status) কৃষক বন্ধু status check করার জন্য, আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
- ওয়েবসাইটের হোম পেজটি খুলবে।
- এরপরে হোম পেজে, আপনাকে ‘লগইন ইন‘ অপশনে ক্লিক করতে হবে।
- এর পরে, আপনি আপনার লগইন র সমস্ত তথ্য পূরণ করুণ।
- এবার আপনাকে check application form status অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর আপনার সামনে krishok bondhu status checking প্রদর্ষিত হবে।
✓পশ্চিমবঙ্গ জেলাভিত্তিক কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা স্যাটাস চেক করুন (West Bengal district wise satus check )
পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জেলাভিত্তিক লিস্ট (Krishok Bondhu Name List) – বর্ধমান,বাঁকুড়া, হাওড়া,বীরভূম,মালদা,কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি,দার্জিলিং, হুগলি, কলকাতা, নদীয়া, উত্তর ২৪ পরগনা , দক্ষিণ পরগনা, মুর্শিদাবাদ,উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া,কালিম্পং, পশ্চিম বর্ধমান,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর।
✓কৃষক বন্ধুর ডেথ বেনিফিট ফর্ম কীভাবে ডাউনলোড করবেন (How to Download Death Benefit Application Form)
প্রথমত, আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে।
- এছাড়া আপনি এখানে ডেথ বেনিফিট অ্যাপ্লিকেশন ফর্ম টা ডাউনলোড করে কৃষক বন্ধু Death Benifit র জন্য আবেদন করুন.
- Download করার পরে অবশ্যই আপনাকে এই ফর্মটির একটি প্রিন্টআউট বের করে নিতে হবে।
- আপনাকে সঠিকভাবে জিজ্ঞাসা করা সমস্ত তথ্যএর বিবরণ পূরণ করতে হবে।
- এর সাথে, আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- তারপর এই ফর্মটি জেলা ব্লকের সহকারী কৃষি পরিচালকের কাছে গিয়ে জমা দিতে হবে।
- আবেদন জমা দেওয়ার পর সুবিধাভোগী কিছু দিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুবিধার পরিমাণ পাবেন।
✓কৃষক বন্ধুর ডেথ বেনিফিট আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন (Krishakbandhu Death Benefit Application Form impotent document )
- মৃত কৃষকের মৃত্যু শংসাপত্র।
- মৃত কৃষক ও উপকারভোগীর আধার কার্ড।
- সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
- প্রকল্পের অধীনে নিবন্ধন শংসাপত্র।
- আধার কার্ড
- ব্যঙ্কের বই
- মোবাইল নাম্বার
- জমির কাগজপত্র
✓কৃষক বন্ধুর স্যাটাস চেক 2024 কীভাবে পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন (How to Recover the Password of Krishok Bandhu.net)
- কৃষক বন্ধু পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে, অনলাইন পোর্টালে krishak bandhu.net এ প্রবেশ করবেন।
- সেখানে হোম পেজে ‘কৃষক বন্ধু সম্পর্কে‘ এ ক্লিক করুন।
- এর পরে আপনি‘Forgot your Password’-এ অপশনে ক্লিক করুন।
- পরবর্তীতে আপনার email id দিতে হবে এবং Send OTP-এ ক্লিক করুন।
- তারপর আপনার email id তে একটি OTP পাঠানো হবে যা আপনাকে লিখতে হবে।
- এরপরে আপনাকে আপনার নতুন Password বানাতে হবে।
- সব পূরণ করার পর Confirm এ ক্লিক করুন।
- এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করে আবার পুনরায় নতুন পাসওয়ার্ড দিয়ে Login করতে পারবেন।
✓কৃষকবন্ধু ডেথ বেনিফিট যোগ্যতার মানদণ্ড 2024 (Krishakbandhu Death Benefit Eligibility Criteria )
কৃষকবন্ধু ডেথ বেনিফিট পাওয়ার জন্য যোগ্য হতে হলে, মৃত কৃষককে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো পূরণ করতে হবে:
- কৃষকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং কৃষকবন্ধু প্রকল্পের অধীনে আবেদন করতে পারবে ।
- প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনাজনিত কারণে কৃষকের মৃত্যু হতে হবে তাহলেই এই সুবিধা পাবে।
- মৃত্যুর সময় কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে।
- কৃষকের অন্য কোনো বীমা প্রকল্প বা সরকারের কাছ থেকে কোন রকম সুবিধা নেওয়া উচিত নয়।
Sikshashree Scholarship 2024: শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন পদ্ধতি যোগ্যতা ও সুবিধা।
Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।
Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে?