ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.
আপনার কাছে যদি একটি স্মাট ফোন থাকে তাহলে আপনি প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।বর্তমানে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি।আপনি কি জানেন, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়।
আপনি এখন ভাবছেন কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়? টাকা ইনকাম করার উপায় গুলো কি ও নিয়ম কী ? চলুন জেনে নেওয়া যাক তাহলে আপনার যদি অনলাইন থেকে ফেইসবুক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন। (ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.)
ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.
আমরা জানি ঘরে বসে অনলাইনে আয় করার অনেক ভালো ভালো দিক রয়েছে আমাদের কাছে।এখন আপনি ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং ইউটিউব থেকে অনলাইনে ইনকাম করা যায় ।এছাড়াও এখন আপনি একটি ফেসবুক একাউন্ট খুলে ফেইসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখন ফেসবুক থেকে ইনকাম করাটাও সম্ভব।তাই আপনি ফেইসবুক থেকে টাকা ইনকাম করার উপায় জেনে নিন।(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.)
একটি ফেসবুক একাউন্ট তৈরি করলেই যে আপনার টাকা ইনকাম করা হবে,ব্যাপারটা মোটেও তেমন নয়।ইন্টারনেটে এমন কিছু উপায় রয়েছে, যেগুলির সাহায্যে আপনি ফেসবুক থেকে প্রতিদিন 500 টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করা সম্ভব। (make money from Facebook)
ফেসবুক থেকে টাকা আয় করার জন্য কি প্রয়োজন হবে?
ফেসবুক থেকে টাকা আয় করার জন্য আমাদের কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে। সাধারণ বিষয়ের প্রয়োজনীয়তা গুলো আপনার জানা দরকার।যেগুলো ফেসবুক থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে প্রয়োজন হবে।(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.) চলুন তাহলে জেনে নেওয়া যাক
ফেসবুক থেকে ইনকাম করার ক্ষেত্রে প্রয়োজনীয়তা বিষয় গুলো সম্পর্কে।
- প্রথমত আপনার কাছে ফেসবুক চালানোর জন্য একটি স্মার্টফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
- আপনার কাছে একটি ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থাকতে হবে।
- আপনার কাছে ভালো ইন্টারনেট কানেকশন থাকা দরকার।
- আপনার ফেসবুক একাউন্ট থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করার জন্য টার্গেটেড অডিয়েন্স বা followers দের প্রয়োজন।
- আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং অন্যরা কিভাবে কাজ করছে সেই সব বিষয় গুলোর ওপর প্রতিদিন নজর রাখতে হবে।
আপনার কাছে যদি উপরের এই সব জিনিস উপলব্ধ থাকে তাহলে আপনিও ফেসবুক থেকে সত্যি টাকা ইনকাম করার জন্য তৈরি।
ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ?(How to earn money from Facebook)
(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.) বর্তমানে আমাদের কাছে Facebook বিশ্বের সব থেকে বড় একটিSocial media websites। এই Social media websites র প্রায় 2.96 বিলিয়ন মাসিক Active user রয়েছে আর দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে।
আমরা ফেসবুকে নিজের একটি একাউন্ট তৈরি করে দিনের পর দিন বন্ধুদের সাথে চ্যাটিং করে এবং অন্যদের স্টেটাস দেখার জন্য অযথা সময় নষ্ট করি।আপনি চাইলে, বিশ্ব বিখ্যাত এই social media website থেকে টাকা ইনকাম করতে পারবেন। (make money from Facebook)
ফেসবুক থেকে আয় করার কিছু সেরা উপায় সম্পর্কে আপনাদের বলতে চলেছি। মে গুলো ইন্টারনেটে থাকা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। আপনি এই উপায়গুলি ব্যবহার করে Facebook থেকে টাকা আয় করার পারবেন।(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.)
ফেসবুক পেজ তৈরি টাকা ইনকাম (Earn money by creating Facebook page)
ফেসবুক পেজ তৈরি টাকা ইনকাম করার জন্য আপনাকে একটা নিজের ফেসবুক পেজ বানাতে হবে। তারপরে ইনকাম করতে পারবেন।আপনি যেভাবে ফেসবুক পেজ তৈরী করবেন তা নিচে উল্লেখ করা হলো-
- প্রথমে আপনাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে।
- তারজন্য ফেসবুক আ্যপ এ যাবেন ।
- এরপরে ডানপাসে প্রোফাইল ছবি উপর ক্লিক করবেন।
- এরপরে আপনি নীচের দিকে দেখতে পাবেন Pages এই অপশনটি ক্লিক করুন।
- এখন আপনি +Create অপশনটি তে ক্লিক করবেন।
- এরপরে Get Started অপশনে ক্লিক করুন।
- এখন Pages name অপশনটীতে আপনি যে নামে পেজ ক্রিয়েট করবেন, সেই নাম লিখতে হবে।
- তারপর Next এ ক্লিক করবেন।
- এরপরে আপনি Catagory লিখবেন। তারপর Create অপশনে ক্লিক করুন।
- তারপর Bio অপশনটি তে আপনার পেজ সম্পর্কে সংক্ষেপে তথ্য লিখবেন। বাংলা অথবা ইংরেজি।
- আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে লিখবেন।
- Email id, phone number, Address লিখে Next এ ক্লিক করুন।
- এরপরে Customized your page এ আপনার প্রোফাইল ছবি দিয়ে Next করবেন।
- এখন এমন একটি WhatsApp Number দেবেন যেন আপনার Audience যোগাযোগ করতে পারে।
- এরপরে Invite friend অপশনে ক্লিক করুন।যাদেরকে আপনি আপনার পেজের জন্য invite করতে চান, তাদের সিলেক্ট করুন। এখন Next এ ক্লিক করুন।
- এরপরে যে পেজ আসবে Done করুন।
একটি ফেসবুক পেজ তৈরি করে আপনি আপনার যে কোনো পণ্য বা product প্রচার করতে পারেন, আপনার জিনিস বিক্রি করতে পারেন।আপনি ঘরে বসে অনেক কাস্টমার পায়ে যাবেন।(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.)আর এইভাবে নিয়মিত আপনার ইনকাম হবে।
ফেসবুক গ্রুপ তৈরি করে টাকা ইনকাম (Earn money by creating Facebook groups)
যদি আপনার কাছে একটি নিজের ফেসবুক গ্রুপ থাকে আর ওই গ্রুপে যদি প্রচুর members বা followers থাকে, তাহলে আপনি সেই গ্রুপ থেকে ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.)
প্রথমে আপনার ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার জন্য, গ্রুপ এর জনপ্রিয়তা কতটা সেটা তার মূল বিষয়। Facebook group থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনার Facebook account থেকে একটি Facebook group তৈরি করতে হবে।ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.)
এবার,আপনার Facebook group এ যদি নিয়মিত কনটেন্ট পোস্ট করতে হবে এবং কমপক্ষে দশ হাজার active members জোগাড় করতে হবে।আপনার Facebook group এর members দের সর্বদা গ্রুপে active রাখার চেষ্টা করতে হবে।আর এর জন্য আপনাকে , questions, images,blog post, videos ইত্যাদির ব্যবহার করতে হবে।(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.)
যখন আপনার Facebook group বেশ জনপ্রিয় হয়ে কমপক্ষে দশ হাজার followers হয়ে যাবে , তখন আপনি নিচের উপায় গুলো ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন।উপায় গুলো জেনে নেওয়া যাক –
- Paid surveys এর মাধ্যমে।
- Affiliate marketing করে।
- Sponsored content গুলো publish করে।
- নিজের Facebook group বিক্রি করে
- আপনি নিজের কোনো পণ্য বা product/book/services ইত্যাদি বিক্রি করতে পারবেন।
- Facebook group থেকে আপনি বিভিন্ন blogs বা YouTube channel গুলোর traffic বিক্রি করতে পারবেন।
ফেসবুক মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম (Earn Money from Facebook Market Place)
আপনি যদি নিজের কোনো পণ্য বিক্রি করতে চান, তাহলে খুব সহজেই ঘরে বসেই “Facebook Market place” থেকে সেই পণ্য সম্পর্কে হাজার হাজার মানুষকে জানিয়ে দিতে পারবেন।মেয়েদের বিভিন্ন রকম গয়না ,আসবাবপত্র, পোষাক,শাড়ি এবং ইলেকট্রনিক্স সহ যে কোন ধরণের জিনিস এখানে বিক্রি করতে পারবেন।ফেইসবুক থেকে টাকা ইনকাম করার উপায়। (make money from Facebook)
এবার আপনার ডিসপ্লে করা পণ্য বা Product যদি কোন ব্যক্তি ক্রয় করতে চাই, তাহলে সে সরাসরি আপনাকে ফেসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে।এক্ষেত্রে আপনি ঘরে বসে ফেসবুকের মাধ্যমেই আপনার প্রোডাক্টের জন্য প্রচুর কাস্টমার পাবেন।
ফেসবুক Market place থেকে টাকা ইনকাম কিভাবে করবেন ?(How to earn money from Facebook Market place)
- প্রথমে আপনাকে একটি ভালো চাহিদা থাকা পণ্যের (product) wholesaler বা কম দামে কোনো দোকান থেকে কিনতে হবে। হতে পারে সেটা সুন্দর সুন্দর কানের দুল, সুন্দর চুড়ি,শাড়ী, মেয়েদের যে কোনো পোডাক্ট বা ছেলেদের যেকোনো প্রোডাক্ট যেগুলোর চাহিদা বর্তমানে বেড়ে চলেছে মার্কেটে অনেক। (make money from Facebook)
- তারপর আপনি আপনার ফেসবুক একাউন্ট থেকে “Facebook Market place” এ প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডিটেলস, আপনার মোবাইল নম্বর এবং প্রোডাক্টের দাম সহ সব দিতে হবে। আপনি নিজের প্রোডাক্টের বিজ্ঞাপন ফ্রীতেই দিতে পারবেন।
- এরপরে আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ এবং “promote ad” অপশনের মাধ্যমে যেকোনো দেশ ,শহর, যেকোনো জায়গায় দেখাতে পারবেন।
- আপনার দেওয়া প্রোডাক্টের বিজ্ঞাপন যদি কারো পছন্দ হয় তাহলে সে আপনাকে সরাসরি আপনার মোবাইল নম্বরে ফোন করে বা SMS করে প্রোডাক্ট এর ব্যাপারে কথা বলতে পারবে।
বর্তমানে ঘরে বসে অনেকজন ফেসবুক মার্কেটপ্লেস বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন ব্যবসা করে টাকা ইনকাম করছেন। আপনিও চাইলে এই পদ্ধতিতে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। (make money from Facebook)
ফেসবুক থেকে Affiliate marketing করে টাকা ইনকাম (Earn money by affiliate marketing from Facebook)
Affiliate marketing এমন একটি বিষয়, যা প্রত্যেকটি ব্লগার বা ইউটিউব চ্যানেল এর মালিকেরা Affiliate marketing ব্যাপারে জানেন। এফিলিয়াট মার্কেটিং করে এখন অনেকেই ঘরে বসে টাকা ইনকাম করছেন।
Affiliate marketing হলো এমন একটি মাধ্যম যার দ্বারা আপনারা ইন্টারনেটে প্রচুর আলাদা আলাদা রকমের products এর affiliate programs গুলো join করে করতে পারবেন।
তাদের বিভিন্ন পণ্য বা products এর affiliate links গুলো নিজের ব্লগ, ইউটিউবের চ্যানেল অথবা ফেসবুকের ফ্যান পেজে অথবা ফেসবুক গ্রুপ এ share করতে পারবেন।
এরপরে আপনার share করা affiliate links গুলোতে group members রা click করে কোনো পণ্য বা product ক্রয় করবে, তখন আপনি এই বিক্রির বিপরীতে কিছু টাকা commission পাবেন।
আপনার যদি ফেসবুক ফ্যান পেজ (Facebook page) বা একটি ফেসবুক গ্রুপ (Facebook group) থাকে।তাহলে সেই পেজে বা গ্রুপে অনেক রকমের product র affiliate links শেয়ার করতে পারবেন।ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook. (make money from Facebook)
ফেসবুক In-stream ads বা video monetization করে টাকা ইনকাম (Earn money by Facebook In-stream ads or video monetization)
আপনারা ফেসবুকের নতুন “video monetization” এর সম্পর্কে হয়তো অনেকেই শুনেছেন। এটি ফেসবুকের তরফ থেকে এমন একটি নতুন প্রক্রিয়া শুরু হয়েছে তাহলো Facebook video monetization বা In-stream ads এই প্রক্রিয়া বা সার্ভিস দ্বারা আপনি আপনার ফেসবুক ফ্যান পেজে Facebook video অপলোড করে Unlimited ইনকাম করতে পারবেন।(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook.)
ফেসবুক এ In-stream ads হলো ছোট্ট বিজ্ঞাপন, আপনারা নিজের ফেসবুক ভিডিওতে ছোট্ট বিজ্ঞাপন দেখাতে পারবেন এবং তার থেকে টাকা ইনকাম করতে পারবেন।আপনার ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করার জন্য, একটি ফেসবুক ফ্যান পেজে দরকার।
ফেসবুক পেজ বিক্রি করে টাকা ইনকাম (Earn money by selling Facebook pages)
অনেক ব্লগার বা ইউটিউবের চ্যানেল মালিকরা তাদের ব্লগ বা চ্যানেলের promote করার জন্য বিভিন্ন ধরনের ফেসবুক পেজ কিনতে চান। যদি আপনার Facebook page এ ভালো সংখ্যায় লাইক থাকে , তাহলে আপনি সেই পেজ ভালো মূল্যে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।(ফেইসবুক থেকে ইনকাম 2024/ How to make money from Facebook)
আপনার ফেসবুক পেজ টি বিক্রি করতে ইচ্ছুক, তারা আপনার পোস্টটি তাদের নিজের ফেসবুক গ্রুপ এ দেখতে পারবে।এছাড়াও ফেসবুকে অনেক কেনা/বেচা (buy/sell) গ্রুপ আছে।যেখানে আপনি আপনার নিজের পেজ বিক্রি করার বিজ্ঞাপন দিতে পারেন।
ফেসবুকে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম (Earn money by freelancing on Facebook)
আপনি যদি logo design, content writing, Graphics Design, video editing, বা অন্যান্য যেকোনো একটি কৌশল বিশেষ কাজের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি অন্যদের জন্য সেই কাজটি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।কিন্তু এখন প্রশ্ন হলো, আপনাকে এই ধরণের কাজ কে দেবে ?(How to make money from Facebook)
আপনি যেই কাজটিতে দক্ষ সেই কাজের প্রচুর ফ্রিল্যান্সিং গ্রুপ পাবেন। আপনি সেই সব গ্রুপ এ জয়েন করে নিজের কাজের দক্ষতা অভিজ্ঞতার বিষয়ে অন্যান্যদের বলতে পারেন। তারপরে গ্রাহকেরা আপনার সাথে কমেন্ট ও ডাইরেক্ট চ্যাটিং করে কথা বলতে পারবেন এবং তখন কাজের চুক্তি করতে পারবেন।
আপনি ফেসবুক ব্যবহার করে ফ্রিল্যান্সিং কাজ গুলো করে নিয়মিত ইনকাম করতে পারবেন।অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং পরিষেবা প্রদান করে টাকা ইনকামের সুযোগ পেয়ে যাবেন।
ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করে টাকা ইনকাম (Earn money by managing Facebook accounts)
এমন অনেক ব্যাক্তি আছেন যারা অন্যদের Facebook profile বা পেজ গুলো কেবল পরিচালনা করার মাধ্যমে টাকা ইনকাম করছেন। বিভিন্ন কোম্পানি ও বড় বড় celebrity রা social media তে নিজেদের Facebook profile বা পেজ গুলির মাধ্যমে নিয়মিত একটিভ থাকেন।কিন্তু তাদের পেজ বা প্রোফাইল পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমান সময় থাকেনা।
এই কারণ এ বিভিন্ন কোম্পানি ও বড় বড় celebrity রা তাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট প্রতিদিন একটিভ রাখার জন্য Facebook Manager নিযুক্ত করে থাকেন।Facebook Manager সেলিব্রেটিদের ও বিভিন্ন কোম্পানির হয়ে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজএ নিয়মিত পোস্ট, কমেন্ট ইত্যাদি করে থাকেন।
আপনিও অন্যান্য লোকেদের ফেসবুক পরিচালনা করার একজন Facebook Account Managerহতে পারেন।এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন।ফেইসবুক থেকে টাকা ইনকাম করার উপায়।(How to make money from Facebook)
ফেসবুক থেকে টাকা ইনকামের সুবিধা ও লাভ গুলো হলো
ফেসবুক থেকে টাকা ইনকাম করার কিছু সুবিধা এবং লাভ আছে ,চলুন বিষয়গুলো জেনে নেওয়া যাক-
- আপনি ঘরে বসে কোনো টাকা বিনিয়োগ না করে অনলাইনে ভালো পরিমান টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাহলে ফেসবুক থেকে টাকা ইনকামের এই উপায় গুলো ব্যবহার করে ইনকাম করতে পারেন। ।
- আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করার নিয়ম গুলো কাজে লাগিয়ে নিয়মিত ইনকাম করতে পারেন, তাহলে আপনাকে আর বাইরে কোথাও চাকরি করতে হবেনা। আপনার কাজের আপনি নিজেই নিজের মালিক হয়ে কাজ করতে পারবেন।
- আপনি যদি বাইরে কোথাও চাকরি করেন, তাহলে আপনার একদিনের ছুটির জন্যেও টাকা কেটে নেওয়া হয়।কিন্তু এই ধরণের উপায় গুলিতে আপনি এক দিন কেন ?হতে পারে এক মাস কাজ না করলেও আগেই পুরোনো কাজ গুলোর জন্য আপনি নিয়মিত অনলাইন ইনকাম করতে পারবেন।
- ফেসবুক থেকে ইনকাম করার এই উপায় গুলো ব্যবহার করে আপনি দিনে আপনার সুবিধা মতো সময়ে দুই তিন ঘন্টা কাজ করতে পারবেন। আপনি যত অধিক সময় কাজ করতে পারবেন ইনকামের সুযোগ ও পরিমান আপনার ততটাই বাড়বে।
- এই ধরণের কাজের জন্য আপনার ওপর কোনো ধরণের বিশেষ চাপ থাকেনা এবং ফ্রি মাইন্ড এর সাথে চাপমুক্ত ভাবে কাজ গুলো করতে পারবেন।
আরো পড়ুন –Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে?
SVMCM Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,স্যাটাস চেক।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম ফিলাপ, কারা পাবে না , কি কি লাগবে Laxmi Bhandar Online Apply 2024
Krishak Bandhu Status 2024 কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে।দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে চেক লিস্ট 2024
Aikyashree Scholarship 2024 ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করা করতে পারবে ,টাকা কবে ঢুকবে, শেষ তারিখ কবে ?