Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে? Oasis Scholarship 2024 Online Apply, Status Check, Amount list .
পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্কলারশিপ প্রকল্প চালু করেছে তার মধ্যে জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে একটি হল ওয়েসিস স্কলারশিপ।পশ্চিমবঙ্গের যে সকল ছাত্র-ছাত্রী ওয়েসিস স্কলারশিপের জন্য নতুন আবেদন করবে বা ইতিমধ্যে যে সকল ছাত্র ছাত্রী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছ।2024 সেশনের ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে SC , ST, OBC প্রি-ম্যাট্রিক এবং ছাত্র ছাত্রীদের জন্য একটি নতুন আপডেট দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ভিজিট করলেই দেখতে পাবেন।
ওয়েসিস স্কলারশিপের প্রি-ম্যাট্রিক SC/ST/OBC ও পোস্ট ম্যাট্রিক SC/ST/OBC সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য 24/07/2023 তারিখ থেকে অনলাইনে আবেদন পক্রিয়া শুরু হয়েছে ৷ ওয়েসিস স্কলারশিপের 2024 সেশনের আবেদন করার শেষ তারিখ ছিল 31শে অক্টোবর 2023 । কিন্তু অনলাইনে আবেদনের তারিখ আবার বাড়ানো হয়েছে তবে খুব শীঘ্রই আবেদন পক্রিয়া শেষ হওয়ার তারিখ ঘোষণা করা হবে।
ওয়েসিস স্কলারশিপ অনলাইন আবেদন প্রক্রিয়া বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে, ওয়েসিস স্কলারশিপ কী, কি যোগ্যতা দরকার,কত টাকা পাবে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, প্রয়োজনীয় কাগজপত্র, শেষ তারিখ, স্যাটাস চেক, টাকা কবে পাবেন, হেল্প লাইন নম্বর, অফিসিয়াল ওয়েবসাইট কোনটি, ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি ওয়েসিস স্কলারশিপ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
Content
Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ বিবরণ
বৃত্তির নাম | ওয়েসিস স্কলারশিপ OASIS Scholarship |
প্রদান করছে | পশ্চিমবঙ্গ সরকার |
বিভাগের নাম | অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ,পশ্চিমবঙ্গ সরকার (WB) |
বৃত্তির ধরন | প্রাক ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক |
অবস্থান | পশ্চিমবঙ্গ (WB) |
শিক্ষাবর্ষ | 2023-24 |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গ এর SC/ST/OBC ছাত্ররা |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ঘোষণা করা হয়নি |
অফিসিয়াল ওয়েবসাইট | oasis.gov.in |
হেল্পলাইন নম্বর | +91-8420023311 |
[email protected] |
Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ কি ?
ওয়েসিস স্কলারশিপে SC,ST,OBC সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। SC,ST,OBC সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপের সুবিধা দেওয়া হয়ে থাকে। কিন্তু অন্যান্য স্কলারশিপের মতো এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র ছাত্রীদের নির্দিষ্ট কোন নম্বরের প্রয়োজন নেই শুধু মাত্র তারা পাশ করলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। 2023-24 এর জন্য Oasis Scholarship এখন ও অনলাইন আবেদনের জন্য উন্মুক্ত আছে ।এখানে যারা আবেদন করতে পারবে তাদের মধ্যে রয়েছে ST, OBC ও SC জন্য প্রাক-ম্যাট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক বৃত্তি।
ওয়েসিস স্কলারশিপ 2024 টাকার পরিমাণ (Oasis Scholarship 2024 Amount)
ওয়েসিস স্কলারশিপটির চারটি বিভাগ আছে। তা হলো-
1. Pre Matric Scholarship for SC Students-
এখানে নবম শ্রেণি ও দশম শ্রেণীতে অধ্যয়নরত তপশিলি জাতির ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন। প্রত্যেক ছাত্র ছাত্রীদের বছরে 1500 টাকা বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
2. Pre Matric Scholarship for ST Students-
এই বিভাগে নবম শ্রেণি এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত তপশিলি উপজাতির ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন। প্রত্যেক ছাত্র ছাত্রীদের বছরে 1500 টাকা বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
3. Post Matric Scholarship for SC/ST Students-
এখানে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণি, ITI ও স্নাতক স্তরের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন। প্রত্যেক ছাত্র ছাত্রীদের বছরে 9000 টাকা বৃত্তি দেওয়া হয়। এছাড়াও প্রফেশনাল যে সব কোর্স আছে যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি কোর্সে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের বছরে 14,400 টাকা বৃত্তি দেওয়া হয়।
4. Post Matric Scholarship for OBC Students-
এখানেও, একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণি, ITI ও স্নাতক স্তরের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বছরে 9000 টাকা বৃত্তি দেওয়া হয়। এছাড়াও প্রফেশনাল যে সব কোর্স আছে যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি কোর্সে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের বছরে 14,400 টাকা বৃত্তি দেওয়া হয়।
ওয়েসিস স্কলারশিপ 2024 শেষ তারিখ (Oasis Scholarship 2024 Last Dates)
ওয়েসিস স্কলারশিপ অনলাইন আবেদন পক্রিয়া শুরু হয়েছে 24 জুলাই 2023 সাল। আবেদনের লাস্ট ডেট সম্পর্কে এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো কিছু তথ্য দেওয়া হয়নি তবে অনুমান করা যায় 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলবে।
অনলাইন আবেদন শুরু হয়েছে (Online application started) | 24th July 2023 |
অনলাইনে আবেদনের শেষ তারিখ (Last Date for Online Apply 2023-24) | এখনো ঘোষণা হয়নি (Not Announced) |
ইনস্টিটিউট যাচাইকরণ (Institute Verification) | 3 March |
ব্লক/S.D.O/পৌরসভা (Block/S.D.O/Municipality) | 9 March |
জেলা যাচাইকরণ (District Verification) | 12 March |
ওয়েসিস স্কলারশিপ 2024 আবেদনের যোগ্যতা (Oasis Scholarship 2024 Eligibility Criteria)
ওয়েসিস স্কলারশিপ 2024 আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে? Oasis Scholarship New Update:- পশ্চিমবঙ্গ সরকার 2023-24 শিক্ষাবর্ষের জন্য ওয়েসিস স্কলারশিপের অনলাইন আবেদন পক্রিয়া শুরু করেছে। নতুন শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আছে। কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে তা আমরা আপনাদের দেখাবো। ওয়েসিস স্কলারশিপের আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতার মানদণ্ড সম্পর্কে আলোচনা করব।এই ওয়েসিস (Oasis) স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীর এই সব যোগ্যতা থাকা দরকার, তা নীচে উল্লেখ করা হয়েছে –
- অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- অবশ্যই আবেদনকারী ছাত্র ছাত্রীদের একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
- আবেদনকারী ছাত্র ছাত্রীদের পরিবারের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে।
- ওয়েসিস স্কলারশিপের শুধুমাত্র তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) ও ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।
- ওয়েসিস স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র ছাত্রীদের শেষ পরীক্ষায় কমপক্ষে 50% বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- ওয়েসিস স্কলারশিপে নবম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তর পর্যন্ত অধ্যায়নরত ছাত্র ছাত্রীরা আবেদন জানাতে পারবেন।
ওয়েসিস স্কলারশিপ 2024 প্রয়োজনীয় কাগজপত্র (Oasis Scholarship 2024 document)
যে সকল ছাত্র ছাত্রীরা Oasis SC/ST/OBC স্কলারশিপের জন্য আবেদন করবে তখন তাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, তা এখানে রয়েছে।
- আধার কার্ড
- খাদ্যা সাথী কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- মার্ক শিট
- পাসপোর্ট সাইজের ছবি
- আবাসিক শংসাপত্র
- জন্ম প্রমাণপত্র
- পারিবারিক আয়ের শংসাপত্র
- কাস্ট সার্টিফিকেট
- ঠিকানা প্রমাণ
- ভর্তি ফি দেওয়ার রশিদ
ওয়েসিস স্কলারশিপ 2024 রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Oasis Scholarship 2024 Registration)
যে সকল ছাত্র ছাত্রীরা Oasis SC/ST/OBC স্কলারশিপের জন্য আবেদন করবে, তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, 24/07/2023 এ অনলাইনে আবেদনের শুরু হয়ে ছিল । আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তা নিচের পয়েন্টগুলো অনুসরণ করুন।
- ওয়েসিস স্কলারশিপ 2024 রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এর ওয়েবসাইট বা oasis.gov.in- এ ভিজিট করতে হবে।
- এখন আপনি ওয়েসিস স্কলারশিপ 2024 শিক্ষাবর্ষের জন্য Students Registered অপশনে ক্লিক করুন।
- এরপরে নিজের জেলা লিখে Submit অপশনে ক্লিক করুন।
- টাইপ কাস্ট সার্টিফিকেট নম্বর ও Issuing Date লিখে Submit অপশনে ক্লিক করুন।অ
- এরপরে আপনার আধার নম্বর ও জন্মতারিখ লিখে ক্যাপচা কোডটি পূরণ করে, Proceed- অপশনে ক্লিক করুন।
- এরপরে আপনার ক্লাসের সম্পূর্ণ বিবরণ পূরণ করুন ।
- এখন আপনি আপনার পারিবারিক বার্ষিক আয় লিখে রাজ্য/জেলা/ব্লক/পিন কোড, ইত্যাদি লিখতে হবে।
- এবার আপনি একটি নতুন পাসওয়ার্ড সেট করুন, Submit অপশনে ক্লিক করুন।
ওয়েসিস স্কলারশিপ 2024 আবেদন প্রক্রিয়া ?(Oasis Scholarship Application Process)
ওয়েসিস স্কলারশিপ 2023-24 আবেদন করার জন্য নীচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
- প্রথমত, আপনাকে Oasis স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট, Oasis.gov.in– এ ভিজিট করতে হবে ।
- এখন আপনি হোম পেজে থাকা Student’s Registration অপশনে ক্লিক করবেন । তারপর নিজের শিক্ষা প্রতিষ্ঠানটি কোন জেলায় অবস্থিত, তা লিখে Submit অপশনে ক্লিক করুন।
আবার যে সব ছাত্র ছাত্রীরা রাজ্যের বাইরে পড়াশোনা করছে তাদেরকে নিজের বাড়ি যে জেলায় অবস্থিত তা লিখে SUBMI অপশনে ক্লিক করবেন।
- এরপর যে নতুন পেজটি আসবে সেখানে নিজের কাস্ট সার্টিফিকেট নম্বর, ইস্যু ডেট, সার্টিফিকেটের ধরন কী নির্ভুলভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। তারপর SUBMIT অপশনটি ক্লিক করুন।
- এবার আপনি নিজের সম্পর্কে সমস্ত তথ্য যেমন, বাবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, কাস্ট সার্টিফিকেট , কোর্স ইত্যাদি লিখে Submit অপশনে ক্লিক করুন।
- এরপরে পারিবারিক বার্ষিক আয় উল্লেখ করতে হবে।
- এরপরে আপনার রাজ্য,জেলা, ব্লক ও মোবাইল নম্বর আর ইমেল আইডি লিখতে হবে।
- এরপরে ছাত্র ছাত্রীদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। সেই আইডি ও পাসওয়ার্ড দিয়ে পরবর্তী সময়ে Login করতে হবে।
- I’d এবং Password দিয়ে Login করার পরে নিজের প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের কোর্স সম্পর্কিত সমস্ত তথ্য লিখতে হবে।
- এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য বিবরণ দিয়ে Save & Proceed অপশনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
ওয়েসিস স্কলারশিপ স্ট্যাটাস চেক (Oasis Scholarship Status Check ) কিভাবে করবেন ?
ওয়েসিস স্কলারশিপে আবেদন করার পরে, অবশ্যই আপনি স্থিতি পরীক্ষা করবেন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আবেদনটি ইনস্টিটিউটে জমা দেওয়া হয়েছে কিনা, বা আবেদনের কোনো তথ্য ভুল আছে কিনা । চলুন জেনে নেওয়া যাক কীভাবে ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাস চেক করবেন।
- ওয়েসিস স্কলারশিপের স্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট, oasis.gov.in ভিজিট করতে হবে।
- এরপরে আপনি Track Application অপশনটিতে ক্লিক করবেন।তারপর একটি নতুন পেজ আসবে , সেটি নীচে দেখুন –
3. এরপরে আপনি আপনার জেলা নির্বাচন করে Submit অপশনে ক্লিক করবেন।
4. এরপরে যে নতুন পেজটি আসবে , নিচে দেখুন –
5. সেখানে আপনার User ID এবং জেলা ও সেশন লিখতে হবে।
6. তারপর আপনি CHECK STATUS অপশনটিতে ক্লিক করুন।
7. এখন আপনি আপনার আবেদনের স্যাটাস দেখতে পারবেন।
ওয়েসিস স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে? (Scholarship Disbursement)
যে সকল ছাত্র-ছাত্রীরা ওয়েসিস স্কলারশিপে ইতিমধ্যে আবেদন পক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে। এখন তাদের একটাই প্রশ্ন যে কবে তারা এই স্কলারশিপ টাকা পাবে । এক্ষেত্রে বলে রাখা ভালো যে, প্রত্যেক বছর জানুয়ারি মাসের শেষের দিকে ওয়েসিস স্কলারশিপের টাকা প্রত্যেক ছাত্র ছাত্রীদের দেওয়া শুরু হয়। তাই এবারেও আশা করি জানুয়ারি মাস থেকেই ওয়েসিস স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
ওয়েসিস স্কলারশিপ হেল্পলাইন নম্বর
আপনি যদি ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন, যদি কোন সমস্যা থাকে বা এখন পর্যন্ত স্কলারশিপের টাকা পাননি। তাহলে আপনি অবশ্যই নীচের এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আপনার সমস্যার কথা জানাতে পারেন ।
- +91-8420023311
- Email : [email protected]
Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে? FAQs
Q. ওয়েসিস স্কলারশিপ কি?
Q. ওয়েসিস স্কলারশিপ আবেদনের জন্য শেষ পরীক্ষায় কত নম্বর পেতে হবে?
Q. মরুদ্যান বৃত্তির জন্য কারা যোগ্য?
Q. ওয়েসিস স্কলারশিপ 2023-24 এর শেষ তারিখ কবে ?
Q. কীভাবে ওয়েসিস স্কলারশিপের স্থিতি পরীক্ষা করবেন?
আরও পড়ুন- SVMCM Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,স্যাটাস চেক।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম ফিলাপ, কারা পাবে না , কি কি লাগবে Laxmi Bhandar Online Apply 2024
Krishak Bandhu Status 2024 কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে।দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে চেক লিস্ট 2024
Aikyashree Scholarship 2024 ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করা করতে পারবে ,টাকা কবে ঢুকবে, শেষ তারিখ কবে ?