পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার আরও অগ্রগতির জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে সহায়তা প্রদান করছে।
বিভিন্ন স্কলারশিপের মধ্যে তেমনি একটি স্কলারশিপ হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই Oasis Scholarship এর বিস্তারিত তথ্য সম্পর্কে।
Content
স্কলারশিপের সুবিধা
এমন ও অনেক দরিদ্র পরিবার আছে অর্থনৈতিক সমস্যা থাকার কারণে তাদের সন্তানরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয় না। তাই সেই সকল শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় সেই লক্ষ্য সামনে রেখেই এই সকল স্কলারশিপগুলি চালু করা হয়েছে।
এই Oasis Scholarship এই স্কলারশিপে শিক্ষার্থীরা আবেদন করলে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০০/- টাকা প্রদান করা হয়, যা তাদের পড়াশোনার খরচ যেমন টিউশন ফি, ভর্তি , পড়াশোনার বিভিন্ন জিনিস ক্রয় করতে সাহায্য করে।
কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ একটি স্কলারশিপ হলো ওয়েসিস স্কলারশিপ , যা মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের SC/ST শিক্ষার্থীদের জন্য। এই স্কলারশিপে SC/ST ছাত্র ছাত্রীরা আবেদন করতে হবে। স্কলারশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন, যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে। সেগুলি হল-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
- স্কলারশিপের তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) ও ওবিসি (OBC)
- আবেদনকারীর একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
কোন শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?
এই Oasis Scholarship এ আবেদন করতে হলে আবেদনকারী ছাত্র ছাত্রীদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে অধ্যায়নরত হতে হবে । আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে। আর আবেদনের জন্য কিছু একাডেমিক শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল-
- SC ক্যাটাগরির অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ বা শেষ পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
- ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ বা শেষ পরীক্ষায় কমপক্ষে ৪৫% নম্বর থাকতে হবে।
কিভাবে এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে?
বর্তমানে এই Oasis Scholarship এর সুবিধা ভোগ করছে পশ্চিমবঙ্গের প্রায় ৪১০ জন SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা। যেসকল শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য যোগ্য হবে তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার কাছে আবেদন করতে হবে।
শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে Oasis Scholarship এর ফর্ম সংগ্রহ করে তা সঠিক তথ্য দিয়ে পূরণ করে আবেদন পত্র জমা দিতে হবে। তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই Oasis Scholarship এর টাকা দিয়ে দেওয়া হয়।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
Oasis Scholarship এর আবেদন করতে হলে SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হয়। সেগুলি হল-
- আধার কার্ড।
- পরীক্ষার রেজাল্টের জেরক্স কপি।
- কাস্ট সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের ছবি।
- পরিবারের ইনকাম সার্টিফিকেট।
- আবাসিক শংসাপত্র।
- নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য।
- জন্ম প্রমাণপত্র ।
- ভর্তি ফি দেওয়ার রশিদ।
এই স্কলারশিপের হেল্পলাইন নম্বর
যে সকল শিক্ষার্থীরা ওয়েসিস স্কলারশিপে আবেদন করবে, যদি তাদের কোন সমস্যা থাকে বা যারা এই স্কলারশিপের টাকা পায়নি। তাহলে তারা অবশ্যই নীচে দেওয়া এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে তোমাদের সমস্যার কথা জানাতে পারবে ও খুব সহজেই সমাধান করতে পারবে।
- +91-8420023311
- Email : [email protected]
আবেদন করার পরবর্তী পদক্ষেপ
Oasis Scholarship এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে। যে সকল শিক্ষার্থীরা এই Oasis Scholarship এর জন্য বিবেচিত হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫০০০/- টাকা দেওয়া হবে। এই টাকা শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি করতে এবং পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে।
স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ?
যে সকল SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা Oasis Scholarship এর জন্য আবেদন করবে,আবেদন পত্র জমা দেওয়ার আগে অবশ্যই শিক্ষার্থীরা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েসিস স্কলারশিপের আবেদন ও রেজিস্ট্রেশন কীভাবে করবে ?
আরো পড়ুন – SVMCM Scholarship Amount 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কোন কোর্সে কত টাকা পাওয়া যায় ?
Kotak Kanya scholarship 2024 কোটাক কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি।
Sitaram Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদন করুন।
PM New Yojana Online Apply 2024: কিভাবে অনলাইনে আবেদন করবেন
Aikyashree Scholarship 2024 ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করা করতে পারবে ,টাকা কবে ঢুকবে, শেষ তারিখ কবে ?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম ফিলাপ, কারা পাবে না , কি কি লাগবে Laxmi Bhandar Online Apply 2024
কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে লিস্ট 2024 Krishak Bandhu Status 2024