PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কবে টাকা ঢুকবে,স্ট্যাটাস চেক।

PM Kisan 2024

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কবে টাকা ঢুকবে,স্ট্যাটাস চেক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া একটি বিশেষ উদ্যোগ এর লক্ষ্য হলো প্রত্যেক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। PM Kisan বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা PM কিষান প্রকল্পটি পরিচালিত করা হয় কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় দ্বারা । প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 2019 সালে ফেব্রুয়ারি মাসে চালু করা হয়েছে। যার দ্বারা প্রত্যেকটি চাষের উপযোগী জমির অধিকারী কৃষকদের পরিবারকে আর্থিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতির উপর জোর দিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করেছে। 

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আর্থিক সাহায্যের মাধ্যমে কৃষকরা বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক জমির কৃষকদের কিছুটা হলেও আর্থিক ঋণের বোঝা কমানো সম্ভব ।PM Kisan বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় নথিভুক্ত সমস্ত কৃষকদের প্রত্যেক বছর তিনটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়।

আজকের এই প্রতিবেদনে PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি লিস্ট, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কবে টাকা ঢুকবে, কি কি নথিপত্র দরকার , PM Kisan স্টেটাস চেক , PM Kisan online Status Check, pm kisan status check 2024, pm kisan beneficiary status, pm kisan beneficiary list village wise, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্ট্যাটাস চেক , PM Kisan Status check Aadhar card, mobile number, pm kisan.gov.in registration status, pm kisan status kyc, ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে।(PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি)

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক,

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি: আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করে থাকেন , তাহলে আপনি টাকা পেয়েছেন কিনা তা জানতে নিশ্চই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক করবেন। পরবর্তী কিস্তির টাকা আপনি কবে পাবেন , বা আজ পর্যন্ত আপনি কতগুলি কিস্তির টাকা পেয়েছেন তা জানার জন্য আপনি খুব সহজেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক করে নিতে পারেন। আপনি কিভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক করবেন তার জন্য পুরো পোস্টি পড়ুন। এই পোস্টে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে কিভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক, করবেন।

PM Kisan বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে প্রত্যেক কৃষকদের প্রতি চার মাস পর পর 2,000 টাকা করে আর্থিকভাবে সুবিধা দেওয়া হয়। প্রত্যেক বছরে তিনটি সমান কিস্তিতে কৃষকদের মোট 6,000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়।

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বিবরণ

যোজনার নামপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan 2024)
যোজনার ধরণ কেন্দ্রীয় সেক্টর প্রকল্প
প্রথম ঘোষণা হয়24 শে ফেব্রুয়ারী 2019
যোজনার উদ্দেশ্যকৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করা
দায়িত্বে থাকা সংস্থা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়
বার্ষিক সুবিধা 6000 টাকা
যোজনার কিস্তি প্রতি বছর 3 টি কিস্তি
শেষ কিস্তি প্রদানের দিন
যোজনার সুবিধাভোগীসমস্ত জমিধারী কৃষক পরিবার
স্কিম সুবিধার ধরণঅনলাইন

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি ? (What is PM Kisan Samman Nidhi Yojana ?)

ভারতবর্ষে কর্মসংস্থানের 50% শতাংশ যেহেতু পরোক্ষ বা প্রতক্ষভাবে কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট তাই ভারত সরকার বিভিন্ন উপায় অবলম্বন করে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করতে আগ্রহী।পিএম কিষাণ হল কৃষকদের আর্থিক কল্যাণ সাহায্য করা। এই প্রকল্পটি খুবই ন্যূনতম আর্থিক সাহায্য প্রকল্প। 

PM কিষান প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো প্রতিটি শস্য চক্রের শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয়ের সম্ভাবনাকে সমর্থন করা ।কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করাই হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান উদ্দেশ্য।

PM কিষান সম্মাণ নিধি প্রকল্পের অধীনে, যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে তিনটি সমান কিস্তিতে 6,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে স্বামী, স্ত্রী এবং নাবালক ছেলে মেয়েদের একটি পরিবার হিসাবে গণ্য করা হবে। প্রধানমন্ত্রী কিষানের অধীনে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল (UTs) মাধ্যমে যোগ্য কৃষকদের সনাক্তকরণ করা হবে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অন্তর্ভুক্ত কৃষকদের আর্থিক সহায়তা সুবিধা সরাসরি ট্রান্সফার (DBT) পদ্ধতিতে সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। বলে রাখা ভালো, যে সব জমির মালিক কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাণ নিধি প্রকল্পের অংশ নয়। এর জন্য ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ ও মানদণ্ড গ্রহণ করেছে, শুধুমাত্র যোগ্য কৃষকরা এর সহায়তা পান।

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা উদ্দেশ্য

আমরা জানি যে, ভারতবর্ষ হলো একটি কৃষিভিত্তিক দেশ । ফসল উৎপাদনের গতিশীলতার আরও বৃদ্ধি করার জন্য , কৃষির উন্নয়নের জন্য উপযুক্ত পরিকাঠামোর করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রকল্পের দ্বারা প্রত্যেকটি কৃষকদের আর্থিক ভাবে সহায়তা করা হচ্ছে, যাতে কৃষিজ ফসলের উন্নত মান রাখতে সঠিক ভাবে কৃষকরা সঠিক ব্যবস্থা নিতে পারেন। যাতে কৃষকরা উৎপাদন পণ্যের সঠিক মূল্য পায়।

এছাড়াও প্রাকৃতিক বিপর্যয় তো অতোপ্রতো ভাবে জড়িয়ে আছে তার জন্য ফসলের অনেক ক্ষতি হয়। আবার অন্যান্য কারনে ফসলের ব্যপক ভাবে ক্ষতি হয়, সেইসব ক্ষতিপূরণ তো কৃষকদেরকেই মেটাতে হত , এই সমস্ত কারনে ভারতবর্ষের মতো একটি কৃষিপ্রধান দেশে কৃষকের আত্মহত্যার হার দিন দিন  ব্যপকভাবে বেড়ে যাওয়ায় নির্মমতার সাক্ষ্য বহন করছিল। তাই বলা যায় এই প্রকল্পের আরও অন্যতম একটি দিক হলো, কৃষকদের আত্মহত্যার পরিমাণ হ্রাস করা ও সেই সঙ্গে কৃষকদের  নুন্যতম আর্থিক ভাবে সহায়তা করে মান বজায় রাখা।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যোগ্যতা (PM Kisan 2024 Qualification)

যারা PM Kisan 2024: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিতে চায় , তাদের এই প্রকল্পের নির্দেশ অনুসারে নির্ধারিত যোগ্যতাগুলো পূরণ করতে হবে। ভারতের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে এই প্রকল্পের সুবিধাগুলি যোগ্য কৃষকদের কাছে পৌঁছানো জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদণ্ড আছে। যে সকল যোগ্যতার কথা বলা হয়েছে, তা নীচে উল্লেখ করা হলো-

  1. স্থায়ী বাসিন্দা : এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবলমাত্র কৃষকরাই এই প্রকল্পের জন্য যোগ্য বলে আবেদন করতে পারবেন।
  2. জমির মালিক : সমস্ত জমির মালিক কৃষক পরিবার গুলোর জন্য উন্মুক্ত একটি প্রকল্প। অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গুলোর জমির রেকর্ড অনুসারে চাষযোগ্য জমির মালিক।
  3.  পারিবারিক ইউনিট : এই প্রকল্পের সুবিধা পুরো পরিবারকে প্রদান করা হয়। একজন জমিদার কৃষকের পরিবারের স্বামী, স্ত্রী ও নাবালক সন্তানদের পরিবার হিসেবে সঙ্গায়ীত করা হয়।
  4. অবশ্যই আবেদনকারীর একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  5. অবশ্যই আবেদনকারী বয়স 18 বছরের বেশি হতে হবে।
  6. যে সকল কৃষক মাল্টি টাস্কিং স্টাফ বা ক্লাস IV/গ্রুপ ডি কর্মচারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে যোগ্য।
  7. যারা আয়কর প্রদান করে না।

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নতুন নামের লিস্ট কিভাবে চেক করবেন ? (PM Kisan New List check)

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নতুন নামের লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন। চলুন জেনে নেওয়া যাক —

  • প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • তারপর আপনি Beneficiary List অপশনে ক্লিক করুন।
  • এবার পরবর্তী যে নতুন পেজ আসবে সেখানে আপনার State>District>Sub-District>Block>Village সব সিলেক্ট করে Get Report অপশনে ক্লিক করুন।
  • এখন আপনার সামনে আপনার গ্রামের সমস্ত সুবিধাভোগী Beneficiary এর নামের List সামনে চলে আসবে। এখন আপনি দেখে নিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নতুন নামের লিস্টে আপনার নাম আছে কিনা।

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কবে টাকা ঢুকবে (PM Kisan Payment date)

আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এর পরবর্তী কিস্তির টাকা কবে পেতে পারেন বা কবে টাকা ঢুকবে এই প্রশ্ন সকলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2024 সালের ফেব্রুয়ারি মাসে সকল কৃষকদের জন্য PM কিষাণ এর 17 তম কিস্তির টাকা প্রদান করতে চলেছেন৷ আপনার সকলের জানেন যে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অধীনে ছোট ও ক্ষুদ্র কৃষকেরা প্রতি বছরে মোট তিনটি কিস্তিতে 6000 টাকার আর্থিক সহায়তা পেতে পারে৷ তিনটি কিস্তিতে 2000 টাকা করে কৃষকদের দেওয়া হয়।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কবে টাকা ঢুকবে, জানুয়ারী মাসে 2024 এ সব কৃষকরা তাদের পরবর্তী 17 তম কিস্তির জন্য অপেক্ষা করছে, নরেন্দ্র মোদী বলেছেন, যা তাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসে আসবে। 17 তম কিস্তির পরিমাণ সরকার কৃষকদের জন্য 2024 সালের ফেব্রুয়ারি মাসে ছেড়ে দেবে। তাই, আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 17 তম কিস্তির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan- এ অনলাইনে সুবিধাভোগী তালিকা ও স্থিতি পরীক্ষা করতে পারেন ।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক (PM Kisan 17 th Beneficiary List 2024)

  • PM Kisan বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 17 তম কিস্তি প্রদানে সুবিধাভোগীদের তালিকা 2024 ভারত সরকার ওয়েবসাইটে প্রকাশ করেছে।  
  • PM Kisan কিস্তির পরিমাণ 2000 সরাসরি সুবিধাভোগীর ব্যঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়।
  • আপনি যে জেলায় থাকেন , সেখানকার সুবিধাভোগী তালিকা চেক করতে পারেন।  
  • আপনি যদি সুবিধাভোগী লিস্ট বা তালিকায় যাদের নাম দেখেন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • 17 তম কিস্তি 2024-এ তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা জমা করা যেতে পারে।

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক করার নথিপত্র (PM Kisan required documents) 

 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisa) যোজনার জন্য যে সকল কৃষকের আবেদন করতে চায়, তাদের আবেদন করার সময় কিছু নথিপত্র প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাওয়ার জন্য সরকার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাধ্যতামূলক করেছে, তা নীচে উল্লেখ করা হয়েছে —

  • জমির রেকর্ডের কাগজ প্রমানপত্র,
  • আধার কার্ড,
  • প্যান কার্ড ,
  • পাসপোর্ট সাইজ ছবি,
  • ব্যাঙ্ক একাউন্ট বিবরণ,
  • আয় প্রমাণপত্র,
  • মোবাইল নম্বর,
  • অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত হতে হবে,

কিভাবে PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্টেটাস চেক করবেন (online Status Check)

আপনি যদি PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আওতায় আবেদন করে থাকেন আর আপনি যদি আপনার আবেদনের স্থিতি পরীক্ষা বা স্যাটাস দেখতে চান আদৌও আপনার আবেদনটি Approve হয়েছে কিনা সেই সব সঠিক তথ্য দেখার জন্য আবেদন স্যাটাস চেক করতে হবে। আপনি কীভাবে সহজে চেক করবেন তা নীচে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে —

  • প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরে আপনার সামনে হোম পেজ ওপেন হবে।
  • হোম পেজে একটু নীচের দিকে FARMERS CORNER অপশন থেকে Status of Self Registered Farmer/CSC Farmers অপশনে ক্লিক করবেন।
  • এরপরে আপনার সামনে আরেকটি নতুন পেজ আসবে যেখানে আপনাকে আপনার Aadhaar No. সঠিক লিখতে হবে ও ক্যাপচা কোড পূরণ করতে হবে।এরপর আপনি search অপশনে ক্লিক করুন।
  • এরপরে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস বিবরণ দেখতে পাবেন ও সেইসাথে আবেদন পত্রটি approve হয়েছে কিনা আপনি দেখতে পাবেন । আবার আপনার আবেদন পত্রটি যদি বাতিল হয়ে যায়, তার প্রত্যাখ্যানের কারণটিও লেখা থাকবে।

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি লিস্ট চেক করুন? (How to check PM Kisan beneficiary status)

PM কিষাণ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সুবিধাভোগী যোগ্য কৃষকদের নাম লিস্টে বা তালিকায় রয়েছে কি না, তা জানতে আপনাকে এর স্যাটাস চেক করতে হবে। আপনি যদি PM কিষাণ প্রকল্পের অধীনে পরবর্তী কিস্তির টাকা পেতে চান তাহলে লিস্ট চেক করতে হবে। চেক করার পর আপনি চিন্তা মুক্ত হতে পারবেন।

আপনি যদি PM কিষান সম্মান নিধি যোজনার জন্য আবেদন করে থাকেন এবং যদি আপনি আপনার আবেদনের বেনিফিশিয়ারি স্টেটাস চেক করতে চান আপনার ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকেছে কিনা দেখার জন্য তাহলে আপনি খুব সহজেই চেক করতে পারবেন নীচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে। আসুন নিচের ধাপগুলো দেখেনিন 

  • প্রথমে আপনাকে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হলো (pm kisan gov in)
  • হোম পেজ ওপেন হওয়ার পর একটু নিচের দিকে আপনি FARMERS CORNER অপশন দেখতে পাবেন তার অধীনে আপনাকে Beneficiary List অপশনে ক্লিক করতে হবে।
  • এই নতুন পেজে আপনাকে আপনার State,District,Sub-District, Block,Village এর নাম সঠিকভাবে লিখতে হবে।অর্থাৎ আপনি আপনার  রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রাম বেছে নেবেন।
  • এরপরে আপনি Get Report অপশনে ক্লিক করবেন।
  • এবার স্ক্রিনে আপনি আপনার সমস্ত তথ্য ও সেইসাথে আপনি কতগুলো কিস্তির টাকা পেয়েছেন সবই দেখতে পাবেন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি গ্রাম অনুযায়ী সুবিধাভোগীদের তালিকা pm kisan beneficiary list village wise,

Step 1: প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in. ভিজিট করতে হবে।

Step 2: তারপরে হোমপেজ ওপেন হলে সেখানে Farmer’s Corner. অপশনে ক্লিক করুন।

Step 3: তারপর আপনি Beneficiary list অপশনে ক্লিক করুন।

Step 4: এরপরে State, district, sub-district, block, and village. সিলেক্ট করে Get Report অপশনে ক্লিক করুন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক লিস্ট ওয়েস্ট বেঙ্গল (PM Kisan List 2024 West Bengal)

  1. প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  2. তারপর আপনি Beneficiary List অপশনে ক্লিক করুন।
  3. এবার পরবর্তী যে নতুন পেজ আসবে সেখানে আপনার State>District>Sub-District>Block>Village সব সিলেক্ট করে Get Report অপশনে ক্লিক করুন।
  4. এখন আপনার সামনে আপনার গ্রামের সমস্ত সুবিধাভোগী Beneficiary এর নামের List সামনে চলে আসবে। এখন আপনি দেখে নিন আপনার নাম এই লিস্ট রয়েছে কিনা।

একটি পরিবারে কতজন সদস্য PM কিষাণ থেকে সুবিধা পাবে?

একটি পরিবারের কতজন সদস্য PM কিষাণ থেকে সুবিধা পাবেন, এট প্রত্যেকের প্রশ্ন।এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কঠোর নিয়ম প্রণয়ন করা হয়েছে । PM কিষাণ সম্মান নিধি যোজনা বা PM KISAN এর নির্দেশ অনুসারে, একটি পরিবারের একজন সদস্যই এর সুবিধা পেতে পারেন।

যদি দ্বিতীয় কোন সমস্যা একই পরিবারের একই জমিতে PM KISAN ভর্তুকি বা সুবিধা নিলে, সেই সদস্যের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।

PM KISAN হেল্পলাইন নম্বর

PM Kisan বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে কৃষকেরা নীচে দেওয়া এই ইমেল আইডিতে যোগাযোগ করবেন : [email protected] । এছাড়াও আপনি প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার হেল্পলাইন নম্বর – 155261/1800115526 (টোল ফ্রি নম্বর রে) বা 011-23381092-এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুনAIASL Recruitment 2024 –  এয়ারপোর্টে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের বিজ্ঞপ্তি।

 Sitaram Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *