SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করুন ।কি কি সুবিধা পাবেন?

SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প : ইতিমধ্যে আবারও রাজ্যে নতুন একটি প্রকল্পের কথা বলা হয়েছে , যেখানে বাংলার মৎস্যজীবীদের জীবন জীবিকার কথা চিন্তা করে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজ্যের বাজেটে মৎস্যজীবীদের জন্য একটি বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এই নতুন প্রকল্পের নাম হলো “সমুদ্র সাথী প্রকল্প”। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র এক হাজার বা পাঁচশ টাকা নয় । এবারের এই প্রকল্পটি থেকে ভালো পরিমাণ সুবিধা পাওয়ার কথা ঘোষণা করেছেন। 

তো চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে রাজ্যা সরকারের পক্ষ থেকে নেওয়া নতুন SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে , নিয়ম গুলো কী? কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কত টাকা পাবে? কবে টাকা পাবেন? কীভাবে SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্পআবেদন করবেন? চলুন সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প কী?

এত দিন রাজ্যে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মানুষ অনেক সুবিধা পেয়েছেন । তবে সেই সব প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি নজরকাড়া কিছু প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, সবুজ সাথী, ঐক্যশ্রী প্রকল্প ইত্যাদি। এছাড়াও পরিবারের মহিলা সদস্যদের জন্য লক্ষী ভান্ডার প্রকল্প রয়েছে।তবে খুব শীঘ্রই আরও একটি নতুন প্রকল্প এই দলের মধ্যে নথিভুক্ত হতে চলেছে তার নাম হলো “SAMUDRA SATHI PRAKALPA” 2024 “সমুদ্র সাথী প্রকল্প” । এই প্রকল্পের আওতায় যোগ্য ব্যাক্তিরা বছরে দুই কিস্তিতে 5,000 করে মোট 10,000 টাকা পেয়ে যাবেন।

স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংসদের বাজেট পেশ করা সময় অর্থাৎ বৃহস্পতিবার বলেছেন যে প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে দেওয়া হয় না। সময়টা এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তাদের জীবন নির্বাহের জন্য সমুদ্রে যেতে দেওয়া হয় না। কারণ এই সময় আবহাওয়ার বিরূপতার জন্য যা ব্যপক ভাবে তাদের জীবিকার উপর প্রভাব বিস্তার করে। মৎস্যজীবীদের এই সময় জীবিকা নির্বাহের জন্য নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। 

সেই সব কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে রাজ্যের বিশেষ তিনটি নদী সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের জন্য এই SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প চালু করা হবে।

রাজ্য বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “রাজ্যের তিন উপকূলবর্তী জেলা হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর থেকে প্রচুর ম‍ৎস্যজীবি সমুদ্রে মাছ ধরতে যান। জীবনের ঝুঁকি নিয়েও প্রতিকূল অবস্থার মধ্যে মাছ ধরতে যেতে হয় তাঁদের জীবিকা নির্বাহের জন্য। যেহেতু এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আবহাওয়ার বিরূপতার জন্য মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, তাই ম‍ৎস্যজীবিদের এইসময় জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে। ওই তিন জেলার ম‍ৎস্যজীবীদের জন্য ওই দুই মাস 5,000 টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে।”

SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প কি কি সুবিধা পাওয়া যাবে?

রাজ্য সরকার এই নতুন SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প এর বাজেটের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় নথিভুক্ত প্রত্যেক মৎস্যজীবীদের প্রত্যেক বছরে এই দুই মাসের জন্য 5,000 টাকা দুই বার দেওয়া হবে মোট 10,000 টাকা।এই আর্থিক সহায়তা পাওয়ার ফলে রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রায় দুই লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন।

SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প এর সুবিধা কোন কোন জেলার মৎস্যজীবীরা পাবেন?

রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন মে উপকূলবর্তী জেলার মৎস্যজীবীদের আর্থিকভাবে সাহায্য করা হবে। সেই সব উপকূলবর্তী জেলা গুলো মধ্যে হলো পূর্ব মেদিনীপুর, উওর ও দক্ষিণ 24 পরগনার সকল মৎস্যজীবীরা এই প্রকল্পের টাকা পাবে। এই নতুন SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প প্রত্যেক বছর ভরা বর্ষার সময়ে অর্থা‍ৎ এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে এবার থেকে মাসিক 5,000 টাকা করে বিশেষ ভাতা পেয়ে যাবেন ম‍ৎস্যজীবীরা। এবার থেকে এই তিনটি জেলার মৎস্যজীবীরা প্রত্যেক বছর 5,000 টাকা পাবে।

SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প এর আবেদন

নতুন এইSAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প এ প্রায় 2 লক্ষ ম‍ৎস্যজীবি উপকৃত হবেন বলে দাবি করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে এই সমুদ্র সাথী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য কোথায় কীভাবে আবেদন করতে হবে তা এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিকভাবে জানানো যায়নি। তবে মনে করা হচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্পে SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প এর আবেদন প্রক্রিয়া চালু করা হবে। এই সমুদ্র সাথী প্রকল্প এখনো রাজ্যে চালু করেনি, তবে খুব তাড়াতাড়ি চালু করা হবে । জানা গিয়েছে যে সমুদ্র সাথী প্রকল্প এই বছরের মধ্যেই রাজ্যে চালু করা হবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে , সামনে লোকসভা ভোটের আগে এই ‘সমুদ্র সাথী’ প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্যের মানুষদের কাছে টানার চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়।

SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প এর FAQ

Q. SAMUDRA SATHI PRAKALPA 2024 সমুদ্র সাথী প্রকল্প এর সুবিধা কারা পাবেন ?

সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা উপকূলবর্তী জেলা গুলো মধ্যে হলো পূর্ব মেদিনীপুর, উওর ও দক্ষিণ 24 পরগনার সকল মৎস্যজীবীরা এই প্রকল্পের টাকা পাবে।

Q. সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা কত টাকা পাওয়া যাবে?

সমুদ্র সাথী প্রকল্পের উপকূলবর্তী জেলা গুলোর মৎস্যজীবীদের বছরে 5,000 টাকা দুই কিস্তিতে মোট 10,000 টাকা পাওয়া যাবে।

Q. সমুদ্র সাথী প্রকল্প কী?

8 ফেব্রুয়ারি 2024 সালে পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবীদের জন্য “সমুদ্র সাথী” নামে একটি নতুন প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন, যার মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকার পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের বছরে দুই কিস্তিতে 10,000 টাকা করে পাবেন।

আরও পড়ুন – National Scholarship 2024 :ন্যাশনাল স্কলারশিপ অনলাইনে আবেদন করুন।

TATA Scholarship 2024: টাটা স্কলারশিপ প্রত্যেক পড়ুয়া 12,000 টাকা পাবে ।

PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কবে টাকা ঢুকবে,স্ট্যাটাস চেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *