Sitaram Jindal Scholarship 2024 : জিন্দাল ফাউন্ডেশন দ্বারা স্পনসর করা হয় সীতারাম জিন্দাল স্কলারশিপ , বেঙ্গালুরুতে অবস্থিত। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর মতো বিভিন্ন পেশাদার কোর্সের অধ্যায়নরত শিক্ষার্থীরাও Jindal স্কলারশিপে আবেদন করার যোগ্য। Sitaram Jindal Scholarship একটি মেরিট-কাম-মিনস স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক দিক থেকে দুর্বল সেই সব পরিবারের মেধাবী ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে সহায়তা করবে। কোন মেধাবী ছাত্র ছাত্রীরা যেন আর্থিক অভাবের জন্য উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয় তাই তাদের আর্থিক সহায়তা প্রদান করা।
Content
সীতারাম জিন্দাল স্কলারশিপ এ যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria for Sitaram Jindal Scholarship 2024)
Sitaram Jindal Scholarship হল একটি বেসরকারী স্কলারশিপ। তাই প্রত্যেকে রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের স্কলারশিপে আবেদন করার পাশাপাশি Sitaram Jindal বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে । এছাড়াও বেশ কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে যা নীচে উল্লেখ করা হয়েছে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স যেন 30 বছরের কম হয়।
- যে সব পড়ুয়া 1 বছর বা তার কম সময়ের জন্য কোর্সে পাঠরত থাকবে , তারা আবেদনের যোগ্য নয়।
জিন্দাল স্কলারশিপ নথিপত্র (Required Documents for Sitaram Jindal Scholarship 2024 )
- SSLC/HSC/আগের পরীক্ষার মার্কশিটের ফটোকপি।
- সর্বশেষ পরীক্ষার ফটোকপি।
- পারিবারিক আয়ের শংসাপত্র।
- মেধাতালিকায় ভর্তির সার্টিফিকেট।
- জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড বা অ্যাডমিট কার্ড।
- বার্ষিক ফি রসিদ শংসাপত্র।
- হোস্টেলের জন্য ওয়ার্ডেন থেকে সার্টিফিকেট।
- শারীরিকভাবে প্রতিবন্ধী হলে সেই শিক্ষার্থীদের জন্য অক্ষমতা সার্টিফিকেট।
সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024 কীভাবে আবেদন করবেন ? (How to Apply Sitaram Jindal Scholarship 2024)
- প্রথমে সীতারাম জিন্দাল স্কলারশিপ অফিসিয়াল www.sitaramjindalfoundation.org পোর্টালে প্রবেশ করতে হবে।
- এরপরে Apply for Scholarship এই অপশনটিতে ক্লিক করুন।
- ডাউনলোড অ্যাপ্লিকেশন এবং অ্যানেক্সার অপশনে ক্লিক করুন ।
- আবেদনপত্রটি PDF format এ ডাউনলোড করুন, তারপরে একটি প্রিন্টআউট করবেন।
- নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, বাবার নাম,মোবাইল নম্বর, ইমেল আইডি, ইত্যাদি আবেদনপত্রটি পূরণ করুন।
- এরপরে প্রতিষ্ঠানের প্রধান অথবা অধ্যক্ষ দ্বারা সংযুক্ত প্রয়োজনীয় নথিপত্র পান।
- তারপরে নথির সাথে আবেদনপত্র যুক্ত করে ডাকযোগের ঠিকানায় পাঠিয়ে দেবেন।(নিচে ঠিকানা দেওয়া আছে)
সীতারাম জিন্দাল স্কলারশিপ টাকার পরিমাণ (Sitaram Jindal Scholarship 2024 Amount )
A ক্যাটাগরির বৃত্তি –
- ক্লাস 11 বা 12 এর জন্য – ছেলেদের 500 টাকা এবং মেয়েদের 700 টাকা
B ক্যাটাগরির বৃত্তি –
- আইটিআই এবং প্রাইভেট আইটিআই-এর জন্য- 500 টাকা ও 700 টাকা ।
C ক্যাটাগরির স্নাতক কোর্স বৃত্তি –
- BA, BBA, B.Sc., BCA, BFA, BBM,B.Com,B.Sc.- ছেলেদের 1100 টাকা ও মেয়েদের 1400 টাকা।
- শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বৃত্তি -1400 টাকা।
- বিধবা ও প্রাক্তন প্রার্থীদের বৃত্তি – 1500 টাকা।
C ক্যাটাগরি স্নাতকোত্তর প্রার্থীদের বৃত্তি –
- SSC, এম.ফিল, MA ,M.Com,এমবিএ,এম.লিব (বিজ্ঞান), কোর্সের জন্য -ছেলেদের 1500 টাকা ও মেয়েদের 1800 টাকা।
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য -1800 টাকা।
D ক্যাটাগরির বৃত্তি –
- ডিপ্লোমা কোর্স – ছেলেদের 1000 টাকা ও মেয়েদের জন্য 1200 টাকা।
E ক্যাটাগরি বৃত্তি –
- Engineering কোর্সের জন্য – ছেলেদের 2000 ও মেয়েদের 2300 টাকা।
- মেডিসিন কোর্সের জন্য- ছেলেরা 2500 ও মেয়েরা 3000 টাকা।
- পিজি কোর্সের জন্য -ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন -ছেলেরা 2800 টাকা ও মেয়েরা 3200 টাকা।
- হোস্টেল- ITI/Deploma/PG কোর্সের জন্য -ছেলেদের 1200 ও মেয়েদের জন্য 1800 টাকা ।
সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদনের লাস্ট ডেট কবে? (Sitaram Jindal Scholarship 2024 last date)
সীতারাম জিন্দাল স্কলারশিপের কোন সময়সীমা নেই তবে বছর শেষ হওয়ার আগে অর্থাৎ 31/12/2024 এর আগে আবেদন করতে হবে।
সীতারাম জিন্দাল স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট কোনটি ?(Sitaram Jindal Scholarship official website)
Sitaram Jindal Scholarship অফিসিয়াল ওয়েবসাটেটি হল www.sitaramjindalfoundation.org।
সীতারাম জিন্দাল স্কলারশিপের যোগাযোগের ঠিকানা (Contact Information for Sitaram Jindal Scholarship)
যে ঠিকানায় আবেদন পত্রটি পাঠাতে হবে : Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bangalore – 560073
Email ID: [email protected],
[email protected], [email protected]
Contact Number : +91-8023717779, +91-8023717777,+91-8023717780, +91-8023717778,
আরো পড়ুন – PM New Yojana Online Apply 2024: কিভাবে অনলাইনে আবেদন করবেন
Pm Surya Ghar Yojana Registration 2024: প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কীভাবে আবেদন করবেন?
AICTE Pragati Scholarship 2024 : প্রগতি স্কলারশিপের আবেদন সম্পর্কে বিস্তারিত জানুন।
DVC Recruitment 2024 – দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে?
Aadhaar Card Update 2024:আধার কার্ড আপডেট ও স্ট্যাটাস চেক করুন।