Supervisor Recruitment 2024 : সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন। যে সকল বেকার যুবক যুবতী বলো কোনো চাকরি খুঁজছিলেন ,তাদের জন্য একটি খুশির খবর।কারণ ইতিমধ্যে Indian Rare Earths (IREL) সংস্থার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে Indian Rare Earths (IREL) সংস্থায় সুপারভাইজার এবং সার্ভেয়ার পদে নতুন কর্মী নিয়োগ করা হবে।
ভারতীয় নাগরিক হলে আপনি এখানে আবেদন করতে পারবেন,এছাড়াও এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় চাকরি প্রার্থীরা আবেদনযোগ্য।আগ্রহী প্রার্থীরা খুব সহজে নিজেদের আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন।
এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন Supervisor পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের বয়স কত? মাসিক বেতন কত দেওয়া হবে ? কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার ?আপনি কীভাবে আবেদন করবেন ? কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে? ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন
Supervisor Recruitment 2024: সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।
এখানে অনেক গুলো পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদন প্রার্থীরা অবশই একটা বিষয়ে মনে রাখবে ,এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি উল্লেখ করা তারিখ এর আগে আবেদন পত্র জমা করতে হবে।আবেদন পত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করবে। আপনি এই প্রতিবেদন থেকে এই নিয়োগ সংক্রান্ত সব তথ্য পাবেন ,তাই শেষ পর্যন্ত পড়বেন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
সুপারভাইজার পদে কর্মী নিয়োগ বিবরণ (Supervisor Recruitment 2024)
নিয়োগকারী সংস্থাএ নাম | Indian Rare Earths (IREL) |
পদের নাম | Various |
Advt.No | CO/HRM/20/2024 |
শূন্যপদ | শূন্যপদ নিচে উল্লেখ করা আছে |
আবেদন পদ্ধতি | অনলাইনের মাধ্যমে |
আবেদন শুরু হয়েছে | |
আবেদনের শেষ তারিখ |
সুপারভাইজার যেসব পদে কর্মী নিয়োগ হবে (Supervisor Recruitment 2024)
কেন্দ্র সরকারের তরফ থেকে Indian Rare Earths (IREL) সংস্থায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যে পদে কর্মী নিয়োগ করা হবে, সে পদের নাম গুলো হল –
- Junior Rajbhasha Adhikar
- Junior Supervisor (Chemical)
- Junior Supervisor (Admin)
- Mining Mate
- Mining Surveyor
- Mining Foreman
- Supervisor (Electrical)
- Supervisor (Civil)
- Supervisor (Finance)
সুপারভাইজার পদে কর্মী নিয়োগের শূন্যপদ কত ?
পদের নাম | শূন্যপদ |
Junior Rajbhasha Adhikari | 04 টি শূন্যপদ |
Junior Supervisor (Chemical) | 04 টি শূন্যপদ |
Junior Supervisor (Admin) | 04 টি শূন্যপদ |
Mining Mate | 08 টি শূন্যপদ |
Mining Surveyor | 01 টি শূন্যপদ |
Mining Foreman | 04 টি শূন্যপদ |
Supervisor (Electrical) | 02 টি শূন্যপদ |
Supervisor (Civil) | 02 টি শূন্যপদ |
Supervisor (Finance) | 03 টি শূন্যপদ |
সুপারভাইজার পদে আবেদন প্রার্থীর বয়স সীমা কত ?
যে সকল আগ্রহী প্রার্থীরা (Supervisor Recruitment 2024) সুপারভাইজার পদের জন্য আবেদন করবেন তাদের আবেদন করার জন্য বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 33 বছর বয়েসের মধ্যে থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।তাই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।
সুপারভাইজার পদের মাসিক বেতন কত ?
Supervisor Recruitment 2024 যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পেয়ে যান তাহলে আপনাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে 25 হাজার টাকা থেকে শুরু করে ।আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখবেন।
PWBD প্রার্থীদের জন্য পদের উপযুক্ততা (SUITABILITY OF POSTS FOR PWBD CANDIDATES)
Name of the posts | Physical requirements | Categories of the disabled suitable for job |
Junior Rajbhasha Adhikar | S, RW, SE, H, C | OL, BL, OA |
Junior Supervisor(Chemical) | S, ST, W, BN, MF, SE, RW | OA |
Junior Supervisor (Admin) | S, ST, W, RW, SE, H, C | OA |
Mining Mate | S, ST, W, L, MF, SE, RW,C | OA |
Mining Surveyor | S, ST, W, L, MF, SE, RW,C | OL |
Mining Foreman | S, ST, W, L, MF, SE, RW,C | OL, OA, HH |
Supervisor (Electrical) | S, ST, W, BN, RW, MF, SE, H | OA, OL, BL, HH |
Supervisor (Civil) | S, ST, W, BN, L, PP, KC, MF, RW, SE, H, C | |
Supervisor (Finance) | S, ST, BN, MF, RW, SE, HC | |
উপরের ব্যবহৃত সংক্ষিপ্ত রূপ হলো –
S=Sitting, ST=Standing, W=Walking, BN=Bending, L=Lifting, PP=Pulling & Pushing,KC=Kneeling & Croutching, MF=Manipulation with Fingers, RW=Reading & Writing, SE=Seeing, H=Hearing, C=Communication
OA=One Arm, OL=One Leg, BL=Both Leg, OAL=One Arm and One Leg, HH= Hearing, Handicapped
সুপারভাইজার পদে শিক্ষাগত যোগ্যতা (Supervisor Recruitment 2024)
যেহেতু এখানে দুটি পদ আছে সুপারভাইজার এবং সার্ভেয়ার তাই দুটি পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেক্ষেত্রে প্রার্থীদের এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে শিক্ষাগত যোগ্যতা কি আছে তা দেখবেন।
সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
Supervisor Recruitment 2024 : সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন। www.irel.co.in এই ওয়েবসাইডে পোর্টালে Supervisor Recruitment তথ্য পাওয়া গেছে , আগ্রহী প্রার্থী আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন তারপরে নিজের দায়িত্বে অনলাইন আবেদন করবেন।
সুপারভাইজার পদে আবেদন মূল্য কত?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (Supervisor Recruitment 2024: সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।) সুপারভাইজার পদে আবেদন করবেন তাদের অবশই আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।এখানে আবেদন মূল্য 500/- (Rupees Five Hundred only) টাকা। আবেদন পত্র জমা করার সময় জেনারেল (UR), EWS এবং এর অন্তর্গত পুরুষ আবেদনকারীদের আবেদন মূল্য প্রদান করতে হবে।
OBC(NCL) আবেদনকারীদের net banking/Credit/Debit card/UPI. No এর দ্বারা আবেদন মূল্য প্রদান করতে হবে। আবেদন ফি জমা করার পরে কোনো ভাবেই আর ফেরত দেওয়া হবে না ,তাই প্রার্থীদের আগে সঠিক ভাবে যাচাই করে তারপরে আবেদন করবেন।আরো কিছু তথ্য জানার জন্য এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখুন।
সুপারভাইজার পদে কিভাবে আবেদন করতে হবে? (HOW TO APPLY)
অনলাইনে ফর্ম ফিলাপের জন্য প্রার্থীদের নিম্নলিখত ক্রিয়াকলাপ অনুসরণ করতে হবে-
- প্রথমে আপনি Indian Rare Earths (IREL) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইড www.irel.co.in ভিজিট করবেন।
- তারপর Apply Online অপশনে ক্লিক করুন।
- গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ুন এবং (√) ‘I Agree’ অপশনে ক্লিক করুন।
- প্রয়োজনীয় বিবরণ পূরণ করে Register করুন।
- আপনার ই-মেইলে Sequence No., User ID & Password দিয়ে আপনার অ্যাকাউন্টে পুনরায় লগইন করুন।
- আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন এবং ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- আবেদন মূল্য জমা করুন।
- Submit অপশনে ক্লিক করুন।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনার আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে নিন।
সুপারভাইজার পদে আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্ট (Documents required to apply for the post of supervisor)
আগ্রহী প্রার্থীদের অন-লাইন মোডের মাধ্যমে আবেদন করতে হলে যে সব যোগ্যতা এবং বিজ্ঞাপনে উল্লিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ হয়। প্রার্থীদের অনলাইন আবেদন পূরণ শুরু করার আগে নিম্নলিখিত ডকুমেন্ট প্রয়োজন,তা হলো-
- জন্মতারিখের ডকুমেন্টারি প্রমাণ (Matriculation/10th/12th/HSC Certificate)
- অন্তত এক বছরের জন্য বৈধ একটি ই-মেইল আইডি।
- বৈধ একটি মোবাইল নম্বর।
- প্রয়োজনীয় তথ্য বিবরণ যেমন ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য।
- আবেদন ফি দেওয়া।
- নথিগুলির স্ক্যান করা অনুলিপি (পিডিএফ ফর্ম্যাটে) করা।
এছাড়াও আপনি এই নিয়োগ সংগ্ৰান্ত আরো তথ্য জানার জন্য অবশই এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইড থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিজে ভালো করে পড়বেন। তারপরে আবেদন করুন।
সুপারভাইজার পদে প্রার্থী নির্বাচন পদ্ধতি (mode of selection)
সুপারভাইজার এর উপরিউক্ত পদে আবেদন করার পরে যে ভাবে নির্বাচনের মোড থাকবে,তা হলো –
- First Level লিখিত পরীক্ষা
- Second Level দক্ষতা পরীক্ষা / বাণিজ্য পরীক্ষা / কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং সাইকোমেট্রিক পরীক্ষা হবে।
First Level লিখিত পরীক্ষার বিষয় –
- লিখিত পরীক্ষায় প্রশ্নপত্রের ভাষা ইংরেজি ও হিন্দি হবে।
- লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা সময়।
- এখানে two Papers. Paper-I এ পেশাগত বিষয়ে 100টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে।
- এবং Paper-II তে Knowledge (Discipline related) 50টি উদ্দেশ্যমূলক প্রশ্ন থাকবে।
- এখানে প্রতিটি প্রশ্নে 1 নম্বর থাকবে। সেখানে কোনো ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং হবে না।
- এই পরীক্ষায় ন্যূনতম নম্বরের প্রয়োজন হবে –
সুপারভাইজার পদে কোথায় পোস্টিং করা হবে? (Place Of Posting)
যোগ্য প্রার্থীদের IREL-এর যেকোনো Units/ Offices প্রকল্প সাইটে পোস্ট করা হবে।
সুপারভাইজার পদে গুরুত্বপূর্ন তারিখ (Important Dates for Supervisor Posts)
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | .. |
আবেদন শুরু | .. |
আবেদন শেষ তারিখ | 14/11/2023 |
সুপারভাইজার পদে প্রয়োজনীয় লিঙ্ক (Required Links for Supervisor Posts)
অফিশিয়াল ওয়েবসাইট | www.irel.co.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
আরও পড়ুন –