SVMCM Scholarship Amount 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কোন কোর্সে কত টাকা পাওয়া যায় ?

SVMCM Scholarship Amount 2024

SVMCM Scholarship Amount 2024 : পশ্চিমবঙ্গের এমন অনেক দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীরা আছে , যারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর উপর ভিত্তি করে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। আজকের এই প্রতিবেদনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করলে কত টাকা পাবে? কোন কোন কোর্সের জন্য কত টাকা সেই সব সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো। তুমি কোন কোর্স করছো বা বছরে তুমি কত টাকা পাবে – এই সব কিছু জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা কারা পাবে ?

  1. উচ্চ মাধ্যমিক ( একাদশ ও দ্বাদশ শ্রেণি)
  2. কলেজ
  3. পোস্ট গ্রাজুয়েট
  4. ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, টেকনিক্যাল কোর্স
  5. নার্সিং , মেডিক্যাল, প্যারামেডিকেল কোর্স
  6. ট্রেনিং কোর্স ও বি.এড ( B.ed, D.EL.ed )

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর বিবরণ (SVMCM Scholarship Details)

স্কলারশিপের নামSwami Vivekananda merit -cum means Scholarship
প্রবর্তিত হয় পশ্চিমবঙ্গের সরকার
বিভাগউচ্চ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গের সরকার
কবে চালু হয়2016 সালে
বৃত্তির পরিমাণ কত 12000-60000 টাকা
অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in
আবেদনের শেষ তারিখ হলো 31শে ডিসেম্বর 2024
হেল্পলাইন নম্বর1800-1028014

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা পাওয়া যায়? (SVMCM Scholarship Amount 2024)

পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার খরচ বহন করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু করেছে। অর্থনৈতিক ভাবে দুর্বল ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করার জন এবং উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য “Swami Vivekananda Scholarship” বা “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” চালু করেছে ।

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিভিন্ন বাস্তবায়িত সফল উদ্যোগ গুলির মধ্যে একটি উদ্যোগ হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস বা SVMCM বৃত্তি।পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা Swami Vivekananda Scholarship টি অনুমোদিত হয়েছিল। সুবিধাবঞ্চিত অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করতে 2016 সালে “Swami Vivekananda Scholarship” বা “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” শুরু হয়েছিল। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোর্স অনুযায়ী 12000 থেকে 60000 পর্যন্ত টাকা পাওয়া যায়।‌ এই স্কলারশিপ একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণি, UG, ও PG এমনকি যে কোনো পেশাদার কোর্সের শিক্ষার্থীরা পাওয়ার যোগ্য।(SVMCM Scholarship Amount 2024)

উচ্চ মাধ্যমিক ( একাদশ ও দ্বাদশ শ্রেণি)

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তাদেরকে এই বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা দেওয়া হয়। একাদশ শ্রেণীতে ছাত্র ছাত্রীরা আর্টস, কমার্স, সাইন্স যেই বিভাগেই পড়াশোনা করুন না কেন, প্রত্যেকে সমান টাকা পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একাদশ শ্রেণীতে একবার আবেদন করলে পরের বছর অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে রিনুয়াল করলেই হবে। (SVMCM Scholarship Amount 2024)

উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতি মাসে 1000 টাকা, যা বছরে 12,000 টাকা করে পাবে। বার্ষিক দুই বছর এই স্কলারশিপের টাকা পাবে।

কলেজে

যে সকল ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাধারণ ভাবে কলেজে প্রথম বর্ষে ভর্তি হয় । যারা আর্টস অথবা কমার্স নিয়ে ভর্তি হবে তাদের একই পরিমাণ টাকা দেওয়া হবে এবং যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হয় তাহলে তাদের টাকার পরিমাণ টা বেশি।(SVMCM Scholarship Amount 2024)

B.A , B.COM বিভাগের জন্য প্রতি মাসে 1000 টাকা যা বছরে 12,000 টাকা পাবে। বার্ষিক তিন বছর এই স্কলারশিপের টাকা পাবে।

পোস্ট গ্রাজুয়েট

কলেজের পর পোস্ট গ্রাজুয়েট কোসের জন্য অর্থাৎ MA,ও Msc এর জন্য প্রতিমাসে 2000 টাকা করে বছরে মোট 24,000 টাকা এবং Mcom কোর্সের জন্য প্রতিমাসে 2500 টাকা করে বছরে মোট 30,000 টাকা পাবে।

ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, টেকনিক্যাল কোর্স

ইঞ্জিনিয়ারিং এর যেকোন কোর্স করলে যেমন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং মাস্টার ডিগ্রী কোর্স BE, BTech,ME, MTech,BArch, এর জন্য প্রতিমাসে 5000 টাকা করে বছরে মোট 60,000 টাকা পাবে। ফার্মেসি ডিগ্রী কোর্সের Bpharm এর জন্য প্রতিমাসে 5000 টাকা করে বছরে মোট 60,000 টাকা পাবে। আর ডিপ্লোমা কোর্স এর D.Pharma, পলিটেকনিক, এর জন্য প্রতিমাসে 15,00 টাকা করে বছরে মোট 18,000 টাকা পাবে।

নার্সিং , মেডিক্যাল, প্যারামেডিকেল কোর্স

ডিপ্লোমা কোর্সের GNM Nursing, Deploma Paramedical Course এর জন্য প্রতিমাসে 1500 টাকা করে বছরে মোট 18,000 টাকা পাবে। আর মেডিক্যাল ডিগ্রী কোর্সের জন্য MBBS,BHMS, BDS, BAMS এর জন্য প্রতিমাসে 5000 টাকা করে বছরে মোট 600,000 টাকা পাবে।প্যারামেডিকেল কোর্সের BSc Nursing, BMLT BOPT এর জন্য প্রতিমাসে 5000 টাকা করে বছরে মোট 60,000 টাকা পাবে।

ট্রেনিং কোর্স ও বি.এড ( B.ed, D.EL.ed )

B.ed, D.EL.ed এগুলো সবই Director of Public Instructions এর আওতায় আছে B.ed এর কোর্সের প্রতিমাসে 1500 টাকা করে বছরে মোট 18,000 টাকা পাবে এবং D.EL.ed কোর্সের জন্য প্রতিমাসে 1000 টাকা করে বছরে মোট 12000 টাকা পাবে। (SVMCM Scholarship Amount 2024)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কি কি ডকুমেন্ট লাগবে ?

SVMCM Scholarship এ টাকা পাওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেগুলো নিচে উল্লেখ করা হলো ,যথা –

  • আগের বছরে পরীক্ষার মার্কশীট।
  • আবেদনকারীর পরিবারের বাৎসরিক ইনকাম সার্টিফিকেট।
  • আবেদনকারীর এডমিশন পেমেন্টের রশিদ।
  • আবেদনকারীর আধার কার্ড।
  • আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
  • আবেদনকারীর স্বাক্ষর।
  • আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট এর জেরক্স কপি।
  • বৈধ মোবাইল নাম্বার।

swami vivekananda scholarship official website

আরো পড়ুন – WBPDCL New Job Recruitment 2024: রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

Kotak Kanya scholarship 2024 কোটাক ‌‌কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি

WBPSC Miscellaneous Recruitment 2024: রাজ্য সরকার কর্মী নিয়োগ শুরু করলো। সিলেবাস, পরীক্ষার ধরন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি,

Sitaram Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদন করুন।

PM New Yojana Online Apply 2024: কিভাবে অনলাইনে আবেদন করবেন

Pm Surya Ghar Yojana Registration 2024: প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কীভাবে আবেদন করবেন?