svmcm scholarship status check 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,স্যাটাস চেক।

SVMCM Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

svmcm scholarship status check 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।Swami Vivekananda merit -cum means Scholarship 2024 SVMCM Online Application, Last Date, Status Check

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ : সরকার কর্তৃক চালু করা একটি অত্যন্ত উপকারী স্কলারশিপ Swami Vivekananda merit -cum means Scholarship (SVMCM) স্কলারশিপ এবং সফল উদ্যোগ হিসাবে বিবেচিত হয়। পশ্চিমবঙ্গ এই স্কলারশিপ রাজ্য সরকার শিক্ষার খরচ বহন করতে অর্থনৈতিক ভাবে দুর্বল ছাত্রদের আর্থিক সহায়তা প্রদান করে এবং তাদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করে থাকে ।প্রতি বছর, SVMCM পোর্টালে এই বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া জুলাই ও আগস্ট মাসে শুরু হয়। এই বছর অনেক যোগ্য শিক্ষার্থী SVMCM 2023-24 আবেদন প্রক্রিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল ।

2023-24 শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ (SVMCM) বৃত্তির জন্য অনলাইন আবেদন 12 জুলাই, 2023-এ শুরু হয়েছে, আর শেষ তারিখ হলো 31শে ডিসেম্বর 2023 । যোগ্য আবেদনকারীরা এখন svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে Registration এবং Renuwal আবেদন সম্পূর্ণ করতে সক্ষম হবেন । একবার আবেদনকারীরা তাদের আবেদন পত্র জমা দিলে, তাদের সময়ে সময়ে আবেদনের স্থিতি পরীক্ষা বা Status check করা উচিত; আপনি কীভাবে আপনার আবেদনের স্থিতি ট্র্যাক বা Status check করতে পারেন তা নীচে আলোচনা করা হয়েছে।(SVMCM Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।)

এই প্রতিবেদনে যে সকল শিক্ষার্থীরা কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন (SVMCM Fresh application) এবং রিনিউয়াল (SVMCM Renewal application) আবেদন কিভাবে আবেদন করবেন? এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ কবে ? আবেদন করার জন্য কি কি নথিপত্র প্রয়োজন ? আবেদন করার যোগ্যতা কি ? আবেদন করার পরে কিভাবে স্যাটাস চেক (Status Check ) করবেন? SVMCM Scholarship 2023 Official Website . ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে হয়েছে। (SVMCM Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।)

Content

svmcm scholarship status 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস ( SVMCM ) বৃত্তি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাস্তবায়িত সফল উদ্যোগ গুলির মধ্যে অন্যতম একটি। এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা অনুমোদিত হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে 2016 সালে শুরু হয়েছিল। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণি, UG, PG এবং এমনকি পেশাদার কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই স্কলারশিপের সুবিধা পাওয়ার যোগ্য।

এই স্কলারশিপটির অধীনে শিক্ষার্থীরা প্রতি বছর সর্বনিম্ন 12,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা পায়৷ যেহেতু পশ্চিমবঙ্গ সরকার SVMCM মেরিট কাম মিনস স্কলারশিপ চালু করেছে তাই এই বৃত্তিটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বসবাসকারী দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য উপলব্ধ, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর পেয়ে সফল ভাবে উত্তীর্ণ হয়েছে।(SVMCM Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।।)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024: বিবরণ (Swami Vivekananda Scholarship Details)

স্কলারশিপের নাম Swami Vivekananda merit -cum means Scholarship
দ্বারা প্রবর্তিতপশ্চিমবঙ্গের সরকার
বিভাগ উচ্চ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গের সরকার
চালু হয়2016 সালে
বৃত্তির পরিমাণ12000-60000 টাকা
সরকারী ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in
আবেদনের শেষ তারিখ31শে ডিসেম্বর 2024
হেল্পলাইন নম্বর1800-1028014

কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন করবেন?(How to apply SVMCM Scholarship)

পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিক ভাবে দুর্বল দুস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের স্কলারশিপ প্রদান করেছে, যার মধ্যে একটি হল Swami Vivekananda merit -cum means Scholarship (SVMCM) স্কলারশিপ। SVMCM স্কলারশিপের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এখানে Swami Vivekananda merit -cum means Scholarship র জন্য আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন তার প্রক্রিয়াটি নীচে আলোচনা করেছি।(SVMCM Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।)

Swami Vivekananda merit -cum means Scholarship সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের এবং হিন্দু জাতি শিক্ষার্থীদের জন্য ,তাই দুটি ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে SVMCM এর আবেদন করা হয়।ওয়েবসাইট দুটি হলো:

  • সংখ্যালঘু (মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান , প্রভৃতি ধর্মের ছাত্রছাত্রী) সম্প্রদায়েরশিক্ষার্থীদের জন্য:- https://wbmdfcscholarship.org/
  • এবং হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য:- https://svmcm.wbhed.gov.in

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন পদ্ধতি (SVMC Scholarship Fresh Application)

পশ্চিমবঙ্গ সরকার Swami Vivekananda merit -cum means Scholarship (SVMCM) স্কলারশিপটি কিভাবে অনলাইন আবেদন করবেন সেই পদ্ধতি নিচে আলোচনা করা হলো-

অনলাইন রেজিস্টেশন ফর্ম :-

  • প্রথমে আবেদনকারীকে Fresh Application করার জন্য আবেদনকারী প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM) অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • তারপরে আপনি online Registration form পূরণ করার জন্য New Registration অপশনে ক্লিক করবেন।
  • এরপর ‘Apply for Fresh Application’ এ ক্লিক করবেন।
  • এরপর যে নতুন পেজ আসবে নিচের দিকে থাকা check box Proceed for Registration অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি DIRECTORATE OF SCHOOL EDUCATION (DSE) এ থাকা Apply for Fresh Application অপশনে ক্লিক করতে হবে।
  • Registration করার জন্য ফর্মটি খুলবে।
  • এই ফর্ম এ আবেদনকারীর পূর্ববর্তী পরীক্ষার তথ্য পূরণ করতে হবে।
  • এরপর আবেদনকারীর বর্তমান কোর্সের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর আবেদনকারীর Name, e-mail ID, Mobile number, Gender , Religion এই সমস্ত তথ্য পূরণ করতে হবে।
  • তারপর একটি Password দিয়ে তা Conform করে Register অপশনে ক্লিক করুন।
  • এরপর আবেদনকারীর Mobile number একটি OTP (One-time passwords) আসবে সেটি লিখে Verify করলে আপনার Registration প্রক্রিয়াটি হবে ।
  • এরপর আবেদনকারীকে একটি Application Id দেওয়া হবে, এই Application Id কপি করে রাখবেন অথবা, আপনি এটি ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে কাজে লাগবে ।
  • এরপর SVMC Scholarship এর Website home পেজে থাকা Application Login অপশনে ক্লিক করে আপনার Application Id, এবং Password Security Code লিখে Login অপশনে ক্লিক করবেন।
  • Login অপশনে ক্লিক করার পরে আপনার সামনে যে নতুন পেজটি Open হবে , তার বামদিকে ড্যাশবোর্ডের Edit Profile অপশনে ক্লিক করে আবেদনকারীর Passport photo ও signature আপলোড করতে হবে। এরপর আপনি Save and Continue অপশনে ক্লিককরবেন।
  • এরপর যে From open হবে Application Name, Date of birth, Father and mother name, caste, Gender সহ অন্যান্য তথ্য দিতে হবে।
  • এরপর আবেদনকারীর Address এবং Bank account এর সমস্ত বিবরণ দিয়ে Save and Continue অপশনে ক্লিক করতে হবে।
  • আবেদনের জন্য প্রয়োজনীয় Documents গুলো সব scan করে আপলোড করে Save and Continue অপশনে ক্লিক করবেন।
  • এরপর ফর্মটি পুনরায় Preview আসবে, সেখানে আপনি আরও একবার সমস্ত তথ্য যাচাই করবেন, সঠিক থাকলে Submit Application অপশনে ক্লিক করলে আপনার Swami Vivekananda merit -cum means Scholarship আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) কি কি ডকুমেন্ট লাগবে?

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস স্কলারশিপ আবেদন করার সময় আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্ট লাগবে তা হলো –

  • আগের বছর উত্তীর্ণ হওয়া mark sheets
  • Income Certificate
  • bank account
  • Adhar card
  • Pass port photo
  • Signature
  • ভর্তির রসিদ
  • Mobile number
  • e-mail id

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যোগ্যতার মানদন্ড (SVMCM Scholarship Eligibility )

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে রেজিস্ট্রেশনের ও আবেদন করার জন্য শিক্ষার্থীদের প্রাথমিক কিছু যোগ্যতা রয়েছে।তা হলো-

  • প্রথমে Swami Vivekananda merit -cum means Scholarship (SVMCM) স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যেকোন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর স্তরে স্নাতকোত্তর পড়াশোনা করে থাকতে হবে।
  • অবশই আবেদনকারীর পারিবারিক আয় বছরে আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনকারী যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে 60% নাম্বার পেয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, তারপরে Swami Vivekananda merit -cum means (SVMC) Scholarship এ আবেদন করতে পারবে।
  • যদি আবেদনকারী উচ্চমাধ্যমিক পাস করে থাকে তাহলে তাকে 60% নাম্বার পেয়ে যে কোনো বিষয়ে বা Deploma, Medical, Engineering, বা আর ও যে অন্যান্য কোর্স রয়েছে, ভর্তি হতে হবে, এবং Swami Vivekananda merit -cum means (SVMC) Scholarship এ আবেদন করতে পারবে।
  • আপনি যদি UG করে থাকেন আর 53% নাম্বার নাম্বার পেয়ে পিজিতে ভর্তি হন তাহলে আপনি এখানে আবেদন করার যোগ্য।
  • যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে কন্যাশ্রীর K1 ও K2 পেয়েছে, তারা যদি PG তে 45% মার্কস পেয়ে ভর্তি হয় তাহলে তারাও এই স্কলারশিপের সুবিধা পাবে। (SVMCM Scholarship 2023-24 অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন যোগ্য কোর্স কোন গুলো ?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে রেজিস্ট্রেশনের ও আবেদন করার জন্য কিছু যোগ্য কোর্স আছে , (SVMCM Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।) তা হলো –

যোগ্য কোর্স সমূহ :-

  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছে এমন শিক্ষার্থী।
  • সাধারণ ডিগ্রি কোর্স (BA, BSc, BCom,), Diploma and ITI ছাত্র
  • AICTE  (All India Council for Technical Education)-এর অধীনে Engineering Courses (BTech, BE, BArch and MTech)
  • Medical course (MBBS,BDS and Diploma)
  • Nursing course (ANM/GNM/BSc)
  • Pharmacy Courses (Degree and Diploma)
  • Paramedical Course
  • Post Graduation Masters Courses (MA, MSc)
  • B.Ed. Course (Regular)
  • M.Phil. and Ph.D

একজন ছাত্র যদি এই সব যোগ্যতার মানদণ্ড পূরণ করে তাহলেই সে Swami Vivekananda merit -cum means (SVMC) Scholarship এর বৃত্তির জন্য আবেদন করতে পারে।(SVMCM Scholarship 2023-24 অনলাইনে আবেদন,শেষ তারিখ ও স্যাটাস চেক করুন।)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট (SVMCM Scholarship 2024 Official Website @svmcm.wbhed.gov.in)

 Svmcm full form?

Swami Vivekananda Merit cum means scholarship

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের শেষ তারিখ (Last date for Swami Vivekananda scholarship 2023)

2023-24 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ বৃত্তির অনলাইন আবেদন 12 জুলাই, 2023-এ শুরু হয়েছে, যার শেষ তারিখ হলো 31 March 2024

Swami Vivekananda ScholarshipLast date of application
School students of class 11th and 12th till November 2023,
All other courses including College UniversityJanuary, 2024
Swami Vivekananda Scholarship

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্যাটাস চেক ?(How to Swami Vivekananda scholarship Status Check )

  • প্রথমে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা www.svmcm.wbhed.gov.in-এ যান।
  • এখন আবেদনকারী Applicant Login অপশনে ক্লিক করুন।
  • আপনার Application ID, and Password লিখে প্রদর্শিত Captcha code লিখুন তারপর Loginঅপশনে ক্লিক করুন।
  • ড্যাশবোর্ড খোলা থাকলে, এবার অ্যাক্টিভিটি মেনুতে আপনার স্ট্যাটাসটি লক্ষ্য করুন ; যদি এখানে “Submit application d” উপস্থিত হয়, তাহলে বোঝায় আবেদনটি যাচাই করা হয়েছে।।
  • অথবা Status Check করার জন্য আপনি Track application বিকল্পটি নির্বাচন করুন ।
  • আপনি পরবর্তী পৃষ্ঠায় স্কলারশিপের Status যেমন Payment status এবং মন্তব্যগুলি পরীক্ষা করতে সক্ষম।
  • এইভাবে আপনি SVMCM Scholarship Application Status Check করতে পারবেন।

বিভিন্ন কোর্স অনুযায়ী স্কলারশিপ পরিমান (SVMCM Amount)

কোর্স/প্রোগ্রামবার্ষিক বৃত্তির পরিমান
উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী (ক্লাস 11-12)12000 টাকা
সাধারণ UG কলেজ শিক্ষার্থী (কলা,বাণিজ্যের ও বিজ্ঞান বিভাগ)12000– 18000 টাকা
স্নাতকোত্তর শিক্ষার্থী (MA, MSc, MCom)24000 – 30000 টাকা
UG এবং PG ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী (BTech, BE, BArch and MTech)60000 টাকা
Polytechnic diploma student18000 টাকা
Medical and Pharmacy Student Degree60000 টাকাে
B.sc Nursing (West Bengal)60000 টাকা
Diploma Medical Course (Lab Technician, Paramedical) and GNM Nursing18000 টাকা

Swami Vivekananda Scholarship Contact Details

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) এ বছরে 12000-60000 টাকা পর্যন্ত পাওয়া যায়।

Swami Vivekananda Scholarship সরকারি ওয়েবসাইট কোনটি ?

Swami Vivekananda Scholarship সরকারি ওয়েবসাইট হলো svmcm.wbhed.gov.in

Swami Vivekananda Scholarship কবে থেকে কে চালু করেছেন?

Swami Vivekananda Scholarship 2016 সালে এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা অনুমোদিত হয়েছিল।

Swami Vivekananda Scholarship বৃত্তির পরিমান কত ?

Swami Vivekananda Scholarship এ বছরে 12000-60000 টাকা পর্যন্ত প্রদান করা হয়।

আরও পড়ুন – লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম ফিলাপ, কারা পাবে না , কি কি লাগবে Laxmi Bhandar Online Apply 2024

 Krishak Bandhu Status 2024 কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে।দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে চেক লিস্ট 2024

Aikyashree Scholarship 2024 ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করা করতে পারবে ,টাকা কবে ঢুকবে, শেষ তারিখ কবে ?