Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।

Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।

Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।

পশ্চিমবঙ্গ সরকার ছাত্র ছাত্রীদের শিক্ষার খরচ বহন করতে বিভিন্ন স্কলারশিপ চালু করেছে , এছাড়াও বেসরকারি বিভিন্ন স্কলারশিপ আছে। রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে দুর্বল ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করার জন এবং ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করার জন্য “Swami Vivekananda Scholarship” বা “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” চালু করেছে ।

প্রতি বছর, SVMCM পোর্টালে স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য বহু ছাত্র ছাত্রী আবেদন করে।কিন্তু 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্র ছাত্রী স্বামী বিবেকানন্দ (SVMCM) বৃত্তির জন্য অনলাইন আবেদন করেছে , তাদের প্রত্যেকের প্রশ্ন যে , স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-24 টাকা কবে ঢুকবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে আলোচনা করবো।

আজকের এই প্রতিবেদনেআলোচনা করবো যে সকল শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছে তারা টাকা কবে পাবে ? এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ কবে ? কিভাবে স্যাটাস চেক (Status Check ) করবেন? SVMCM Scholarship Official Website ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।(Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিভিন্ন বাস্তবায়িত সফল উদ্যোগ গুলির মধ্যে আরো অন্যতম একটি উদ্যোগ হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস বা SVMCM বৃত্তি।পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা Swami Vivekananda Scholarship টি অনুমোদিত হয়েছিল। এই স্কলারশিপের মাধ্যমে সুবিধাবঞ্চিত অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে 2016 সালে Swami Vivekananda Scholarship” বা “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” শুরু হয়েছিল।এই স্কলারশিপের সুবিধা একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণি, UG, ও PG এমনকি যে কোনো পেশাদার কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাওয়ার যোগ্য।

Swami Vivekananda Scholarship টির অধীনে শিক্ষার্থীরা প্রতি বছর 12,000 টাকা ও 18,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা পায়৷ যেহেতু পশ্চিমবঙ্গ সরকার SVMCM বা Swami Vivekananda merit -cum means Scholarship চালু করেছে তাই এই বৃত্তিটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারাই আবেদন করতে পারবে ।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে?

এই মুহূর্তে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন অনেকদিন আগেই হয়ে গেছে ,আবার অনেকেরই submitted হয়েগেছে ,আবার অনেকেরই approve বা অনেকেরই Sanctioned অবস্থায় পরে রয়েছে।তাহলে তোমরা কবে স্কলারশিপের টাকা পাবে? এমন অনেক ছাত্র ছাত্রী আছে যারা এখনো পর্যন্ত স্কলারশিপের টাকা পাওনি। তো তোমাদের বলে রাখি স্কলারশিপের টাকা পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট তারিখ নেই , যখন FUND AVAILABLE হবে তখন তোমরা টাকা পাবে।

তবে ইতিমধ্যে অনেক ছাত্র ছাত্রী স্কলারশিপের টাকা পেয়ে গেছে। APRIL মাসের শেষ ও MAY মাসের মধ্যে একটা FUND AVAILABLE হওয়ার সম্ভাবনা আছে। যদি তোমাদের APPLICATION সবকিছু সঠিক থাকে তাহলে তো প্রচুর ছাত্র ছাত্রী APRIL , MAY মাসের মধ্যে টাকা পেতে চলেছো।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে?

Swami Vivekananda merit -cum means Scholarship (SVMCM) স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে কারা রেজিস্ট্রেশনের ও আবেদন করতে পারবে ? Swami Vivekananda Scholarship এ আবেদন করার কিছু যোগ্য কোর্স আছে , সেগুলো হলো –

Swami Vivekananda Scholarship এর যোগ্য কোর্স সমূহ :-

  1. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে ,
  2. AICTE  (All India Council for Technical Education)-এর অধীনে Engineering Courses (BTech, BE, BArch and MTech)
  3. সাধারণ ডিগ্রি কোর্স (BA, BSc, BCom,), Diploma and ITI ছাত্র
  4. Nursing course (ANM/GNM/BSc)
  5. Medical course (MBBS,BDS and Diploma)
  6. Paramedical Course
  7. Pharmacy Courses (Degree and Diploma)
  8. B.Ed. Course (Regular)
  9. Post Graduation Masters Courses (MA, MSc)
  10. M.Phil. and Ph.D

একজন ছাত্র যদি এই সব যোগ্যতার মানদণ্ড পূরণ করে তাহলেই সে Swami Vivekananda merit -cum means (SVMC) Scholarship এর বৃত্তির জন্য আবেদন করতে পারে।(Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিবরণ (Swami Vivekananda Scholarship Details)

স্কলারশিপের নামSwami Vivekananda merit -cum means Scholarship
দ্বারা প্রবর্তিতপশ্চিমবঙ্গের সরকার
বিভাগউচ্চ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গের সরকার
চালু হয়2016 সালে
বৃত্তির পরিমাণ12000-60000 টাকা
সরকারী ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in
আবেদনের শেষ তারিখ31শে ডিসেম্বর 2024
আবেদন করুন SVMCM Scholarship Apply
হেল্পলাইন নম্বর1800-1028014

Swami Vivekananda Scholarship Status Check

তোমরা যারা Swami Vivekananda Scholarship আবেদন করেছো কিন্তু এখনো টাকা পাওনি। তো তোমার APPLICATION STATUS কি আছে।তা চেক করে জানতে পারবে। কেন তুমি টাকা পাচ্ছ না। বা টাকা পেতে এত দেরি হচ্ছে কেন ? যদি তোমার APPLICATION STATUS সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তুমি পেয়ে যাবে।

তো তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্টেটাস চেক করার জন্য SVMCM Status Check ক্লিক করুন।

Swami Vivekananda Scholarship official website

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট @svmcm.wbhed.gov.in

Swami Vivekananda Scholarship official website
Swami Vivekananda Scholarship official website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *