TATA Scholarship 2024: টাটা স্কলারশিপ প্রত্যেক পড়ুয়া 12,000 টাকা পাবে ।

TATA Scholarship 2024 : সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য একটি বিশেষ সুখবর। বর্তমানে TATA Scholarship এর আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।টাটা স্কলারশিপ প্রত্যেক পড়ুয়াকে 12,000 টাকা দেবে। এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য কী যোগ্যতা থাকা দরকার ? এই স্কলারশিপ কত টাকা পাবে? কি কি ডকুমেন্টস লাগবে? সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

টাটা স্কলারশিপ (TATA Scholarship)

টাটা স্কলারশিপ ,বর্তমানে ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ প্রদান করা হচ্ছে।তার পাশাপাশি বিভিন্ন ধরনের বেসরকারি স্কলারশিপ দেওয়া হচ্ছে।তার মধ্যে একটি হলো TATA Scholarship । এই স্কলারশিপটি প্রদান করার উদ্দেশ্যে হলো শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করতে সহায়তা করা।যে সকল পর দরিদ্র অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র ছাত্রী অর্থের অভাবে যেন তাদের শিক্ষা বন্ধ না হয়ে যায়, তার জন্য এই বৃত্তি দেওয়া হয়।

ভারতবর্ষের সবথেকে বিশ্বস্ত টাটা গ্রুপের তরফ থেকে দেওয়া হয় এই টাটা স্কলারশিপ।আর্থিকভাবে দুর্বল পরিবারের পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এই বৃত্তির ঘোষণা করা হয়েছে। প্রতিবছরে ছাত্রছাত্রীরা 10 হাজার থেকে 12 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে।

এই স্কলারশিপের  ক্লাস 6 থেকে 12 এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস এবং আন্ডারগ্রাজুয়েট জেনারেল ও প্রফেশনাল কলেজ স্টুডেন্টদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়। যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারে।

TATA Scholarship একটি প্রাইভেট স্কলারশিপ। টাটা স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? কীভাবে আবেদন করতে হবে, তালিকা, শেষ তারিখ,ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য মনোযোগ সহকারে পুরো প্রতিবেদনটি পড়ুন 

TATA স্কলারশিপ সম্পূর্ণ বিবরণ (TATA Scholarship Full Details)

বৃত্তির নামTATA Scholarship 2024
দ্বারাTata Trust and Tata Limited Company
আবেদন পদ্ধতিঅনলাইন
সুবিধাভোগীআর্থিক ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীরা
কারা আবেদন করতে পারবেক্লাস 1ম থেকে UG, PG, এবং উচ্চতর কোর্সে নথিভুক্ত শিক্ষার্থীরা
আবেদনের শেষ তারিখ31 আগষ্ট 2024
টাটা স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটwww.tatatrusts.org

TATA স্কলারশিপ আবেদন ফর্ম 2024 (TATA Scholarship Application Form 2024)

TATA Scholarship হলো একটি প্রাইভেট স্কলারশিপ।TATA STEEL PRIVATE LIMITED সংস্থা সবসময় ভারতীয় নাগরিকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাহায্য করেছে। দীর্ঘদিন ধরে, টাটা স্কলারশিপ ছাত্রদের শিক্ষা সম্পূর্ণ করতে সাহায্য করছে।শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য আর্থিকভাবে সহায়তা করছে। যে সকল ছাত্রছাত্রীরা ভারতে বসবাস করে এবং একটি ভারতীয় স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বোর্ড থেকে শিক্ষা গ্রহণ করছে।

 তারা টাটা স্কলারশিপ জন্য অনলাইনে আবেদন করতে পারে। পুরানো ছাত্ররা TATA স্কলারশিপ পুনর্নবীকরণ (Renewal) এর জন্য অনলাইনে আবেদন করতে পারে। টাটা স্কলারশিপে অনলাইনে আবেদন করার জন্য কি যোগ্যতা থাকা দরকার, প্রয়োজনীয় নথিপত্র, লিস্ট, স্কলারশিপের পুনর্নবীকরণ (Renewal) লাস্ট ডেট ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

TATA স্কলারশিপ কারা আবেদন করতে পারবে 2024 (Who can apply TATA Scholarship 2024)

  • ক্লাস 6 থেকে 12 ক্লাস পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী এই TATA Scholarship জন্য আবেদন করতে পারবে।
  • সাধারণ আন্ডার গ্রাজুয়েট কোর্স এ পাঠরত সকল ছাত্র ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।(  BA,BSC,B.com)।
  • যে সকল শিক্ষার্থী পেশাদারী ডিগ্রী কোর্স অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, আইন,মেডিকেল,নার্সিং, ইত্যাদি কোর্সে পাঠরত তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

TATA স্কলারশিপ আবেদন করার যোগ্যতা 2024 (Eligibility to Apply TATA Scholarship 2024)

  •  TATA Scholarship আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 
  • পারিবারিক বার্ষিক ইনকাম 4 লক্ষ টাকার কম হতে হবে।
  •  আবেদন প্রার্থীকে অবশ্যই ভারত সরকার স্বীকৃত সরকারি বা প্রাইভেট স্কুল অথবা কলেজ থেকে পাশ করতে হবে। 
  • আবেদনকারীকে পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৬০% নম্বর পেতে হবে।

TATA স্কলারশিপ  টাকার পরিমান 2024 (TATA Scholarship Amount 2024 Rs)

এই TATA Scholarship বছরে 10  হাজার টাকা করে দেবে।

একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত সকল ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। কিন্তু ডিপ্লোমা অথবা কলেজের পড়ুয়াদের 12 হাজার টাকা করে প্রদান করে।

TATA স্কলারশিপ এর আবেদন পদ্ধতি 2024 (TATA Scholarship Application Procedure 2024)

 TATA Scholarship এ কীভাবে আবেদন করতে হবে তা নীচে সঠিক ভাবে উপস্থাপন করা হয়েছে ।

  • আবেদনকারীদের প্রথমে TATA Scholarship অফিসিয়াল ওয়েবসাইটে https://www.tatatrusts.org/ এ যেতে হবে।
  • এখন Homepage থেকে our work-এ ক্লিক করুন।
  • এরপরে আপনি আপনার বৈধ Mobile Number অথবা Email Address মাধ্যমে নিজের প্রোফাইল বানাতে হবে‌।
  • সঠিকভাবে Registration করার পর আপনি আপনার কোর্স অনুযায়ী ক্যাটাগরির নির্বাচন করুন। 
  •  তারপর ‘Apply Now’ অপশনে ক্লিক করুন।
  • TATA Scholarship অ্যাপ্লিকেশন ফর্ম 2023 পৃষ্ঠা খুলবে।
  • এখানে জিজ্ঞাসা করা তথ্য বিবরণ প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে নির্ভুলভাবে পূরণ করুন। 
  • এখন আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো PDF format এ আপলোড করুন। 
  • এক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে ।
  •  সবশেষে আবেদন পত্রটিকে ভালো করে যাচাই করে ফাইনাল Submit এ ক্লিক করুন।

অবশ্যই আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নেবেন।

TATA স্কলারশিপ প্রয়োজনীয়  ডকুমেন্ট 2024 (TATA Scholarship Required Documents 2024)

  • রঙিন পাসপোর্ট সাইজ ফটো
  • কাস্ট সার্টিফিকেট।
  • পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
  • বাৎসরিক আয়ের শংসাপত্র।
  • স্কুল/কলেজ থেকে ভর্তি রসিদ।
  • ব্যাংক অ্যাকাউন্ট 
  • আবাসিক প্রমানপত্র 
  •  আধার কার্ড
  • প্যান কার্ড 

TATA Scholarship Renewal Application 2024

  • TATA Scholarship এ পুনরায় আবেদন করার জন্য আবেদনকারীদের প্রথমে টাটা স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে https://www.tatatrusts.org/ এ যেতে হবে।
  • এখন Homepage থেকে Our Work -এ ক্লিক করুন।
  • এবার নীচে Education এ ক্লিক করুন।
  • Check the Scholarships অপশনে ক্লিক করুন।
  • টাটা স্কলারশিপের জন্য নির্দেশনা দেখুন 
  • এরপরে Renewal Apply Now অপশনে ক্লিক করুন। তারপর TATA স্কলারশিপ পুনর্নবীকরণ (Renewal)আবেদন ফর্ম 2023 আসবে।
  • এখানে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য বিবরণ পূরণ করতে হবে।
  • সবশেষে Submit এ ক্লিক করুন।

এইভাবে আপনি TATA স্কলারশিপ পুনর্নবীকরণ (Renewal) আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।

TATA স্কলারশিপ তালিকা এবং আবেদনের শেষ তারিখ 2024 (TATA Scholarship List and Application Deadline 2024)

স্কলারশিপের নামশেষ তারিখ
Tata Pankh Scholarshipমার্চ থেকে মে
J N Tata Endowment Loan Scholarshipজানুয়ারী থেকে মার্চ
Tata Professional Enhancement Grant & Travel Scholarshipডিসেম্বর থেকে মার্চ
Tata Means Grant for School, Maharashtraঅক্টোবর থেকে ডিসেম্বর
Tata Means Grant for Collegeঅক্টোবর থেকে ডিসেম্বর
Tata Women Scholarship for Neuroscienceআগস্ট থেকে নভেম্বর
Tata Cornell Scholarshipঅক্টোবর থেকে জানুয়ারী
Tata Scholarship for Speech Therapyঅক্টোবর থেকে ডিসেম্বর
Tata Medical and Healthcare Scholarshipsনভেম্বর থেকে ডিসেম্বর
Tata Housing Scholarships for Meritorious Girl Studentsমার্চ থেকে মে
Tata Scholarship for D.Ed. & B.Ed.আগস্ট থেকে নভেম্বর
Lady Meherbai D Tata Education Scholarshipমার্চ থেকে মে

TATA স্কলারশিপ গুরুত্বপূর্ণ তারিখ 202(TATA Scholarship Important Date 2024)

 TATA  Scholarship 2024 এর আবেদন ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে।আগামী 31/08/2024 অর্থাৎ আগষ্ট মাসের 31 তারিখ পর্যন্ত এই স্কলারশিপের জন্য অনলাইন আবেদন করা যাবে।

আরো পড়ুন – PM Kisan 2024 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কবে টাকা ঢুকবে,স্ট্যাটাস চেক।

Sitaram Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *