Voter ID Card Apply Online 2024: নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে আবেদন করার নিয়ম
নিজের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করার জন্যই একজন নাগরিক ভোট দেয়। প্রত্যেকেই একজন স্বাধীন নাগরিক হিসেবে দেশের নেতৃত্বের জন্য কাকে বেছে নেবেন, তা সম্পূর্ণ নির্ভর করে মানুষের ভোটৈর ওপরে।যদি কোনো পরিবর্তন করতে বা ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য, প্রাথমিক অধিকার হলো ভোট দেওয়া।
আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন, আর আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আবারও আপনার জন্য সুখবর। আপনি অনলাইনে অথবা অফলাইনে ভোটার আইডি কার্ডটির জন্য আবেদন করতে পারবেন ।পশ্চিমবঙ্গের নির্বাচনী তালিকায় প্রায় 20 লক্ষেরও বেশি নতুন ভোটার যুক্ত করেছে।আপনার ভোটার আইডি কার্ডটি আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পরিচয় প্রমাণপত্র।(Voter ID Card Apply Online 2024: নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে আবেদন করার নিয়ম )
কেন্দ্রীয় সরকার নতুন ভোটার আইডি কার্ড তৈরির জন্য একটি পোর্টাল চালু করেছে । যার মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজেই কিছু পদ্ধতি অনুসরণ করে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি অফলাইনেও আবেদন করতে পারেন।
এই প্রতিবেদনের মাধ্যমে, ভোটার আইডি কার্ড সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে যেমন কীভাবে ভোটার আইডি কার্ড আবেদন করবেন? ভোটার কার্ডের সুবিধা,ভোটার আইডি কার্ড তৈরি করার যোগ্যতা , কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে স্ট্যাটাস চেক করবেন? ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভোটার আইডি কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য শেষ পর্যন্ত পড়বেন।(Voter ID Card Apply Online 2024)
Voter ID Card Apply Online 2024: নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে আবেদন করার নিয়ম
প্রকল্প নাম | Voter ID Card Apply Online 2024 |
Department | ভারতের নির্বাচন কমিশন |
চালু করেছে | ভারত সরকার |
Type | সরকারী প্রকল্প |
Portal Name | National Voter’s Service Portal |
আবেদন করার যোগ্য | সারা ভারতবর্ষের মানুষ |
আবেদন করার পদ্ধতি | অনলাইন অথবা অফলাইনে |
সরকারী ওয়েবসাইট | https://www.nvsp.in/ |
ভোটার আইডি কার্ড কি ? (What is Voter Card)
ভারতবর্ষের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক পরিচয় পত্রটি হলো Voter Identity Card। ভারতীয় নাগরিকদের Voter ID Card যেমন একটি পরিচয় পত্র ঠিক তেমনি এই Voter ID Card ভারতবর্ষে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোট দানের সুযোগ দিয়ে থাকে। ভারত সরকার যে কোন রাজ্য সরকার প্রদত্ত যে কোন ধরনের সুযোগ-সুবিধা পেতে হলে সর্বপ্রথমে একজন নাগরিকের কাছে অবশ্যই এই Voter Identity Card থাকতে হবে।
ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেক নাগরিককে জন্য বিনামূল্যে এই Voter Identity Card প্রদান করার ব্যবস্থা রয়েছে। প্রাপ্তবয়স্ক ভারতীয় অর্থাৎ 18 বছরের বেশি ভারতবর্ষের প্রত্যেক নাগরিক এই Voter Identity Card এর জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করতে পারবে।
1988 সালের আগে ভারতবর্ষে ভোট দেওয়ার অনুমতি ছিল 21 বছর বয়সী নাগরিকদের জন্য। কিন্তু 1988 সালের 61 তম সংবিধান সংশোধনের দ্বারা তৎকালীন সময়ে ভারতবর্ষে ভোট দেওয়ার জন্য 21 বছর বয়স থেকে কমিয়ে 18 বছর বয়স করেন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই 61 তম সংবিধান সংশোধনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতবর্ষে ভোট দেওয়ার জন্য 18 বছর বয়স সীমা রয়েছে ।(Voter ID Card Apply Online 2024)
ভোটার আইডি কার্ড আবেদনের যোগ্যতার মানদণ্ড (Voter ID Card Apply Online 2024 Eligiblity)
ভোটার আইডির কার্ডের আবেদন করার জন্য প্রতিটি আবেদনপ্রার্থীদের অবশ্যই নিচে উল্লেখ করা যোগ্যতার মানদণ্ড গুলো পূরণ করতে হবে –
- প্রথমত আবেদনপ্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনপ্রার্থীর 18 বছর বা তার উর্দ্ধে বয়স হতে হবে।
- অবশ্যই আবেদনপ্রার্থী সহ তার পরিবারকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনপ্রার্থীর পিতা অথবা মাতার Voter Card থাকতে হবে।
- কিন্তু বিশেষ শ্রেণীর অধীনে থাকা নাগরিকরা Voter Card জন্য আবেদন করতে পারবে না।
কীভাবে নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে আবেদন করবেন?(How to Apply New Voter ID Card Online)
যদি আপনার বয়স 18 বছর হয়ে থাকে বা তার বেশি এবং এখন পর্যন্ত যদি আপনি ভোটার কার্ডের জন্য আবেদন না করে থাকেন, তাহলে আপনি ঘরে বসে সহজেই ভারত সরকার কতৃক জারি করা , নতুন পোর্টালের মাধ্যমে অনলাইনে Voter ID Card এর জন্য আবেদন করতে পারেন। এই পোর্টালের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন তা নীচে দেওয়া হয়েছে। (Voter ID Card Apply Online 2024)
আপনার ভোটার কার্ড তৈরির জন্য অনলাইনে আবেদন করার জন্য নিচে কিছু পদ্ধতি দেওয়া আছে যাতে আবেদন করতে আপনার কোনো সমস্যা না হয়, যেগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন।(Voter ID Card Apply Online 2024) অনলাইন পোর্টালের মাধ্যমে Voter ID কার্ডের জন্য আবেদন করার নিম্নলিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন-
- প্রথমে আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট www.nvsp.in-এ ভিজিট করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করার পরে, উপরে আপনিLogin অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর, আপনার সামনে যে নতুন পেজ ওপেন হবে , সেখানে আপনার User ID এবং password দিয়ে লগইন করতে হবে।
- তারপরে, আপনি কার্ডের সুবিধাগুলি পাওয়ার জন্য নির্দেশিকা বিকল্প পাবেন, যেখানে থেকে আপনাকে 6 নম্বর ফর্ম এর লিঙ্কে ক্লিক করতে হবে (নতুন নির্বাচক অথবা ভোটার হিসাবে registration করবেন)৷
- 6 নম্বর ফর্ম এর লিঙ্কে ক্লিক করার পর, আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা ওপেন হবে ,যেখানে একটি আবেদনপত্র আছে ।
- তারপর আপনি সেই আবেদনপত্রের Registration form এ জিজ্ঞাসা করা সমস্ত তথ্যর সঠিকভাবে ফিলাপ করতে হবে।
- তারপরে আপনি submit অপশনে ক্লিক করবেন ।
- সমস্ত তথ্য পূরণ করার পরে, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- ডকুমেন্টস আপলোড করার পরে, আপনাকে আবারও Submit অপশনে ক্লিক করে ফর্মটি সংরক্ষণ করবেন।
- সর্বশেষে, পূরণ করা আবেদন পত্রটির অবশই একটি প্রিন্ট আউট নিন এবং সেটি আপনার কাছে রাখুন ভবিষতের জন্য।
নতুন ভোটার আইডি কার্ড করতে কি কি ডকুমেন্টস লাগে ?(Voter ID Card Apply Online 2024 Important Documents )
ভারত সরকার কর্তৃক জারি করা নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করতে,যে সব কাগজ পত্র প্রয়োজন। নতুন ভোটার হতে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে।তার তালিকা নীচে উল্লেখ করা হলো-
- আধার কার্ড
- রেশন কার্ড
- দশম শ্রেণীর সার্টিফিকেট
- মোবাইল নম্বর
- যেকোন ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ, গ্যাস অথবা পানির বিল
- আবেদনকারীর ব্যাঙ্কের পাসবুক
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের একটি ফটোকপি
- ইমেইল আইডি
কিভাবে নতুন ভোটার আইডি কার্ডের জন্য login id এবং password পাবেন (How to get login id and password for new voter id card)
প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক অর্থাৎ 18 বছরের বেশি ভারতবর্ষের প্রত্যেক নাগরিক এই Voter Identity Card করতে হবে।আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড অনলাইনে আবেদন করেন, তাহলে এই ভোটার কার্ড তৈরি করার জন্য আপনার একটি login id এবং password এর প্রয়োজন হবে।