WB CMOH Recruitment 2024 – জেলার হাসপাতালে 13,000 বেতনে লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করা হবে।
CMOH অর্থাৎ (Chief Medical Officer of Health) রাজ্য যে সমস্ত বেকার যুবক-যুবতী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সব যুবক যুবতীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের আলিপুর দোয়ার জেলা থেকে চিফ মেডিকেল অফিসার দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো আগ্রহী চাকরিপ্রার্থী এই পদে আবেদন করতে পারবে বিশেষ করে আলিপুরদুয়ারের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বিশেষ খুশির খবর।কারণ তাদের জেলাতেই এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গের আলিপুর দোয়ার জেলা থেকে চিফ মেডিকেল অফিসার দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো ভাবে যাচাই করে দেখুন .
আগ্রহী আবেদন প্রার্থীরা খুব সহজে অফলাইন মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এই প্রতিবেদনে WB CMOH বা জেলার হাসপাতালে কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে – কীভাবে অফলাইনে আবেদন করতে হবে, কি যোগ্যতা থাকা দরকার, প্রয়োজনীয় নথিপত্র, গুরুত্বপূর্ণ তারিখ, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।
নিয়োগ সংস্থা | Chief Medical Officer of Health Office Alipurduar |
পদের নাম | Various |
শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন প্রক্রিয়া | অফলাইনে |
আবেদন শেষ | 12/10/2024 |
WB CMOH Recruitment 2024: কর্মী নিয়োগের পদের নাম (Recruitment Post name)
পশ্চিমবঙ্গের আলিপুর দোয়ার জেলা থেকে চিফ মেডিকেল অফিসার দপ্তরের তরফ থেকে যে সব পদে কর্মী নিয়োগ করা হবে , তা হলো –
- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।
- মেডিকেল অফিসার।
- স্পেশালিস্ট মেডিকেল অফিসার।
WB CMOH Recruitment 2024 আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা (Educational qualification of the CMOH applicant)
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। | আবেদনকারীকে এই পদে আবেদন করতে হলে অবশ্যই ANM (Auxiliary Nurse and Midwife) এবং GNM (General Nursing and Midwifery)পাশ করা থাকতে হবে। তাহলেই এখানে আবেদন করার জন্য যোগ্য। |
মেডিকেল অফিসার | এই পদে আবেদন করতে হলে আবেদনপ্রার্থীর MBBS (Bachelor of Medicine and Bachelor of Surgery) গ্র্যাজুয়েট এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করা থাকলেই এখানে আবেদন করার জন্য যোগ্য। |
স্পেশালিস্ট মেডিকেল অফিসার। | এই পদে আবেদন করতে হলে আগ্রহী আবেদনকারীদের MBBS (Bachelor of Medicine and Bachelor of Surgery) গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে MD / DNB সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে। |
WB CMOH Recruitment 2024 :মাসিক বেতন (monthly salary)
পদের নাম | মাসিক বেতন |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট | এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরিতে যুক্ত হয়ে যায় তাহলে আপনাদের প্রতি মাসে 13,000 টাকা বেতন প্রদান করা হবে। |
মেডিকেল অফিসার | এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে 60,000 টাকা হবে। |
স্পেশালিস্ট মেডিকেল অফিসার। | এই পদে আবেদন করার পর যদি চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে 70,000/- টাকা দেওয়া হবে। |
WB CMOH Recruitment 2024: শূন্যপদ (vacancy)
পদের নাম | শূন্যপদ |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট | এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। |
মেডিকেল অফিসার | এই পদে 4 জনকে নিয়োগ করা হবে |
স্পেশালিস্ট মেডিকেল অফিসার। | এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। |
WB CMOH Recruitment 2024: বয়স সীমা (Age limit)
পদের নাম | বয়স সীমা |
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট | এই পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদন প্রার্থীদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করার যোগ্য। এছাড়া সরকারি বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। |
মেডিকেল অফিসার | এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ 67 বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করার জন্য যোগ্য।এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। |
স্পেশালিস্ট মেডিকেল অফিসার। | এই পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থী হতে হলে,আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ 67 বছরের মধ্যে বয়স থাকতে হবে |
WB CMOH Recruitment 2024: বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে (Where did this notification come from)
WB CMOH Recruitment 2024 : alipurduar.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
WB CMOH Recruitment 2024 কর্মী নিয়োগ পদ্ধতি (Recruitment process)
এখানে কর্মী নিয়োগ করা হবে কোন লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখবেন।
WB CMOH Recruitment 2024: আবেদনএর প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents required for application)
- বয়সের প্রমাণপত্রের জন্য ভোটার কার্ড/ আধার কার্ড,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদিথাকে)
- পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ফটো,
- এছাড়া আরো অন্যান্য কিছু তথ্য ওয়েবসাইটে থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন।
WB CMOH Recruitment 2024: আবেদনের মূল্য কত (How much does the application cost?)
যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশে বলা হচ্ছে এখানে তাদের মূল্য দিয়েই আবেদন করতে হবে। জেনারেল আবেদন প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা করে এবং বাকি আবেদন প্রার্থীদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।
WB CMOH Recruitment 2024: কি ভাবে আবেদন করতে হবে(How to apply?)
যেসকল আগ্রহী(WB CMOH Recruitment 2024) চাকরিপ্রার্থী উপরিউক্ত পদে আবেদন করবেন , তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করতে হবে।
- আবেদন করার জন্য প্রার্থীদের এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে,সেই বিজ্ঞপ্তিতে আবেদনের ফর্মটি আছে।
- ফর্মটি A4 পেজে প্রিন্ট আউট করে বের করবেন।
- তারপরে ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে লিখে।
- তারপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, পাসপোর্ট সাইজের ছবি একসাথে একটি খামে করে ভরতে হবে।
- বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
WB CMOH Recruitment 2024: ঠিকানা (LOCATION )
The Office CMOH& Member Secretary,DH&FWS Babupara,
Maya Talkies Road, Ward No-12,
District- Alipurduar, Pin – 736121
আরও পড়ুন- krishak bandhu 2024:কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা কীভাবে জানবেন, স্যাটাস চেক করুন 2024
Sikshashree Scholarship 2024: শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন পদ্ধতি যোগ্যতা ও সুবিধা।
Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।
Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে?
Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।Online Application,