WB DVC Recruitment 2024 – রাজ্যে   দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, আবেদন করতে কী যোগত্যা থাকা দরকার?

WB DVC Recruitment

WB DVC Recruitment 2024 – রাজ্যে   দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, আবেদন করতে কী যোগত্যা থাকা দরকার?

WB DVC Recruitment 2024– পশ্চিমবঙ্গ রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে (Damodar Valley Corporation) থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।যেসকল প্রার্থীরা চাকরির জন্য প্রস্তুত হচ্ছিল, তাদের জন্য একটি বিশেষ খুশির খবর।আগ্রহী প্রার্থীরা এখানে খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবে। এই দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরি পেলে মাসিক বেতন দেওয়া হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন, তারপরে আবেদন করুন।

পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC)2024 তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।যে সকল আগ্রহী প্রার্থীরা দামোদর ভ্যালি কর্পোরেশনের এক্সিকিউটিভ (DVC) ট্রেনিং পদে আবেদন করবে তারা অবশ্যই  প্রতিবেদনটি পুরোটা পড়বেন।

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) কর্মী নিয়োগের জন্য বিবরণ (Details for Damodar Valley Corporation Staff Recruitment)

নিয়োগকারি সংস্থাদামোদর ভ্যালি কর্পোরেশন (Damodar Valley Corporation)
নিয়োগকারি পদের নামEXECUTIVE TRAINEE
শূন্যপদ 81 টি
আবেদন পদ্ধতিঅনলাইন এ
আবেদন শেষ তারিখ

দামোদর ভ্যালি কর্পোরেশন 2024 (DVC) নিয়োগকারি সংস্থার নাম ও পদের নাম(Damodar Valley Corporation 2024 Recruitment Agency Name and Post Name)

WB DVC Recruitment 2024 পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC এর তরফ থেকে যোগ্য কর্মী নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের দামোদর ভ্যালি কর্পোরেশন যে সব পদে কর্মী নিয়োগ করা হবে তা হলো- EXECUTIVE TRAINEE (Mining,C & IT,Elec,Civil) এই সব পদ।

দামোদর ভ্যালি কর্পোরেশন 2024(DVC) শূন্যপদ (Damodar Valley Corporation 2024Vacancy)

দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) তরফ থেকে উপরিউক্ত পদগুলিতে মোট 81 টি শূন্য পদ রয়েছে।আপনারা অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে চেক করে নেবেন।

দামোদর ভ্যালি কর্পোরেশন 2024(DVC) কর্মীর বয়স(Damodar Valley Corporation 2024 Employee Age)

দামোদর ভ্যালি কর্পোরেশন 2024: উপরিউক্ত পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থী বয়স 29 বছরের মধ্যে হতে হবে।এখানে আবেদন করা সম্ভব 29 বছর বয়সের নিচে যেকেউ আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর বয়সের ছাড় পাওয়া যাবে।

দামোদর ভ্যালি কর্পোরেশন 2024 (DVC) কর্মীদের মাসিক বেতন কত (What is the monthly salary of Damodar Valley Corporation 2023 employees)

(WB DVC Recruitment 2024): প্রার্থীরা যদি এখানে আবেদন করেন। যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে চাকরি পান তাহলে তাদের প্রতি মাসে বেতন Pay Matrix Level-10 of 7th অনুযায়ী 56,000 টাকা মাসিক বেতন শুরু হবে।

দামোদর ভ্যালি কর্পোরেশন 2024 (DVC) এ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Candidate Educational Qualification in Damodar Valley Corporation 2024)

আগ্রহী প্রার্থীদের এখানে ভিন্ন ভিন্ন পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।আগ্রহী প্রার্থীদের অবশই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রী পাশ করতে হবে।এ ছাড়া ভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা জন্য বিস্তারিত তথ্য জানতে এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন।

দামোদর ভ্যালি কর্পোরেশনের2024 (DVC) বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে (Damodar Valley Corporation 2024 Notification from where published)

www.dvc.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ সম্পর্কে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইডে সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। 

দামোদর ভ্যালি কর্পোরেশনে 2024(DVC) কর্মী নিয়োগ প্রক্রিয়া(2024 Recruitment Process in Damodar Valley Corporation)

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) কর্মী নিয়োগের যে (WB DVC Recruitment 2024) প্রক্রিয়া আছে তা সম্পূর্ণ করা হবে GATE-2024 পরীক্ষা নাম্বারের উপর ভিত্তি করে।সঠিকভাবে যাচাই করার পরে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। 

দামোদর ভ্যালি কর্পোরেশনে 2024 (DVC) আবেদন করার পদ্ধতি (Application Procedure in Damodar Valley Corporation) 

যে সকল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই এখানে আবেদন করতে পারবে।

  • আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য প্রথমে DVC সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Registration করবে।
  • রেজিস্ট্রেশন করার সময় আপনার বৈধ email address ও Mobile number লাগবে ।
  • এরপরে আপনি Login করে WB DVC Recruitment 2024 এর ফর্মটি সঠিকভাবে ফিলাপ করবেন ।
  • এর পরে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলো নির্দিষ্ট সাইজ মত স্ক্যান করে আপলোড করবেন।
  • অবশই আপনি নির্দিষ্ট তারিখ ও সময়ের এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন।
  • অবশ্যই আবেদন ফরমটি একটি প্রিন্ট আউট বের করে নেবেন।

আরও পড়ুন- krishak bandhu 2024:কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা কীভাবে জানবেন, স্যাটাস চেক করুন 2024

Sikshashree Scholarship 2024: শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন পদ্ধতি যোগ্যতা ও সুবিধা।

Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে,স্ট্যাটাস চেক করুন।

Oasis Scholarship 2024 ওয়েসিস স্কলারশিপ আবেদন, স্যাটাস চেক,কত টাকা পাবে?

Fireman Job Recruitment 2024 ফায়ারম্যান পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।Online Application,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *