WBPDCL New Job Recruitment 2024 : পশ্চিমবঙ্গ সরকার আবার চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে ।পশ্চিমবঙ্গ সরকার West Bengal Power Development Corporation Limited (WBPDCL) অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিদ্যুৎ দপ্তরে অধীক সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।রাজ্য সরকারের অধীনস্থ একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হলো West Bengal Power Development Corporation Limited (WBPDCL)
ভারতীয় নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী চাকরি প্রার্থীরা এই WBPDCL এ আবেদন করতে পারবে।পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ বিদ্যুৎ দপ্তরে (WBPDCL) কর্মী নিয়োগের জন্য আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়স, মাসিক বেতন, নথিপত্র, নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হলো ।নীচে এই প্রতিবেদন থেকে আপনি পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Content
WBPDCL New Job Recruitment 2024 রাজ্যে বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ
যে সকল চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সব প্রার্থীদের জন্য এটি একটি বিশাল সুবিধা।চাকরি প্রার্থীদের জন্য এটি একটি খুশির খবর। সালের বিদ্যুৎ দপ্তরে(WBPDCL) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদনকারী একজন ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
WBPDCL New Job Recruitment 2024 বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগের পদের নাম
West Bengal Power Development Corporation Limited (WBPDCL) রাজ্যে বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ এ যোগ্য চাকরি প্রার্থীদের যে সকল পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম গুলো হলো– Surveyor, Assistant Manager (Mining),Mines Manager, Overman,General Manager (Mining)
WBPDCL New Job Recruitment বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগের শূন্যপদের সংখ্যা
West Bengal Power Development Corporation Limited (WBPDCL) রাজ্যে বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।উপরিউক্ত পদের জন্য বিজ্ঞপ্তি অনুসারে শূন্যপদের সংখ্যা হলো –
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Surveyor | 3 |
Assistant Manager (Mining) | 12 |
Mines Manager, | 2 |
Overman | 3 |
General Manager (Mining) | 2 |
মোট শূন্যপদ | 22 |
WBPDCL New Job Recruitment 2024 বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ, প্রার্থীর বয়স সীমা
বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ এ আবেদন করার জন্য আগ্রহী আবেদন প্রার্থীদের বয়স বিজ্ঞপ্তি অনুসারে 1 সেপ্টেম্বর এর হিসেবে 18 থেকে 58 বছর মধ্যে হলে আবেদন করার জন্য যোগ্য। কিন্তু এখানে বিভিন্ন পোস্টে আবেদন করার জন্য বিভিন্ন রকম বয়স লাগবে,তাই আপনি WBPDCL অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন।এছাড়াও নিচে বিভিন্ন পোস্টে জন্য বয়স উল্লেখ করা হয়েছে –
পদের নাম | প্রার্থীর বয়স সীমা |
Surveyor | এই পদে আবেদনের জন্য আবেদনপ্রাথীর সর্বোচ্চ 55 বছরের মধ্যে বয়স হতে হবে। |
Assistant Manager (Mining) | এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে বয়স হতে হবে। |
Mines Manager | উক্ত পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ 55 বছরের মধ্যে বয়স হওয়া দরকার। |
Overman | উক্ত পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে বয়স হতে হবে। |
General Manager (Mining) | উক্ত পদের জন্য আগ্রহী আবেদনকারীর সর্বোচ্চ 58 বছরের মধ্যে বয়স হতে হবে। |
WBPDCL New Job Recruitment 2024 বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগে, চাকরি প্রার্থীদের মাসিক বেতন
বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ যোগ্য আবেদন প্রার্থীদের বিভিন্ন পদে চাকরি জন্য নিযুক্ত করার পর, তাদের প্রতি মাসে 41,000 থেকে শুরু করে 63,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। এখানে বিভিন্ন রকমের পোস্টের জন্য বিভিন্ন রকম বেতন পরিমাণ রয়েছে, তা নিচে উল্লেখ করা হলো –
পদের নাম | মাসিক বেতন |
Surveyor | এই পদে 41,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে |
Assistant Manager (Mining) | উক্ত পদের জন্য 63,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। |
Mines Manager | পদের জন্য 82,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। |
Overman | উক্ত পদের জন্য 41,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। |
General Manager (Mining) | এই পদের জন্য 1,47,300 থেকে 2,04,500 টাকা মাসিক বেতন দেওয়া হবে |
WBPDCL New Job Recruitment 2024 বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ, আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ আগ্রহী আবেদন প্রার্থীদের কিছু যোগ্যতার উপর ভিত্তি করে আবেদন করতে পারবে।সরকারি বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী বিদ্যুৎ দপ্তরের (WBPDCL) বিভিন্ন ধরনের পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে । তাই বিভিন্ন পোস্টে জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা দরকার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন কোন পোস্টের জন্য কি যোগ্যতা রয়েছে,এছাড়াও নিচে উল্লেখ করা হলো –
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Surveyor | এখানকার পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের Survey Engineering নিয়ে ডিপ্লোমা পাশ করেতে হবে। সাথে 1 বছরের এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
Assistant Manager (Mining) | এই সব পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh অথবা Diploma পাশ করে থাকতে হবে। এবং 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
Mines Manager | এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের Mining Engineering নিয়ে B.Teh অথবা Diploma পাশ করে থাকতে হবে। এর সাথে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
Overman | উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Mining Engineering নিয়ে অবশই Diploma পাশ করে থাকতে হবে। এর সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
General Manager (Mining) | এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh পাশ করেতে হবে। এর সাথে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকে দরকার। |
WBPDCL New Job Recruitment 2024 বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি
- বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ এ অনলাইনের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।
- করার জন্য প্রাথীকে www.wbpdcl.co.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করতে হবে।
- তারপর প্রার্থীদের ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- আবেদন করার জন্য আবেদন প্রার্থীর Mobile number ও Email id লাগবে।
- এছাড়াও আবেদনপ্রার্থীর Aadhar Card , Passport size photo স্ক্যান করে upload করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
- এর পরে ফর্মটি Submit করে দিতে হবে।
এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
WBPDCL New Job Recruitment বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ, নির্বাচন প্রক্রিয়া
বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ এ চাকরিপ্রার্থীদের আবেদন পদ্ধতি সঠিক ভাবে সম্পূর্ণ করতে হবে। এরপর –
- একটা Short List করা হবে।সেই short list এ যদি নাম থাকে তাহলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
- মূলত এখানে Interview এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
- Interview Select হওয়ার পর সরাসরি কাজে নিয়োগ করা হবে।
WBPDCL New Job Recruitment বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ, গুরুত্বপূর্ণ তারিখ
বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ এ আগ্রহী আবেদন প্রার্থীদের সরাসরি বিজ্ঞপ্তি অনুসারে সঠিক সময়ের মধ্যে আবেদন করতে হবে।WBPDCL আবেদন করার শেষ তারিখ হলো 16 অক্টোবর 2024 পর্যন্ত।
আরো পড়ুন – Kotak Kanya scholarship 2024 কোটাক কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি
Sitaram Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদন করুন।
PM New Yojana Online Apply 2024: কিভাবে অনলাইনে আবেদন করবেন
Pm Surya Ghar Yojana Registration 2024: প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কীভাবে আবেদন করবেন?