WBPSC Miscellaneous Recruitment : সালের WBPSC মিসলেনিয়াস নিয়োগের বিজ্ঞপ্তি 27 সেপ্টেম্বর 2024 এ প্রকাশিত হয়েছে । WBPSC অধীনস্থ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য WBPSC Miscellaneous Exam পরিচালনা করেন।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন – গুরুত্বপূর্ণ তারিখ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, অনলাইনে আবেদন পদ্ধতি, সিলেবাস, পরীক্ষায় ধরন, পরীক্ষা দিয়ে কোন কোন পদে চাকরি পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে সমস্ত তথ্য জানতে পারবেন।
রাজ্য স্তরের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হলো মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা ,যেটি West Bengal Public Service Commission দ্বারা পরিচালিত হয়। এই পরীক্ষার ফলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরের অফিসার নিয়োগ করা হয়ে থাকে।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ বিজ্ঞপ্তি
WBPSC Miscellaneous Recruitment -এ 27শে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এর আবেদন প্রক্রিয়া সম্ভবত সেপ্টেম্বর/অক্টোবর মাসে শুরু হবে।
WBPSC এর বিজ্ঞপ্তিতে মিসলেনিয়াস এ আবেদন পদ্ধতি, যোগ্যতা, তারিখ, সিলেবাস,WBPSC Miscellaneous Exam pattern ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত বিবরণ রয়েছে৷ প্রার্থীরা অবশ্যই WBPSC মিসলেনিয়াস পরীক্ষার প্রয়োজনীয়তাগুলি বোঝার জন্য WBPSC মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুন।WBPSC Miscellaneous Recruitment এর বিজ্ঞপ্তি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ ওভারভিউ
WBPSC Miscellaneous Recruitment এর পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য বিবরণ দেখুন। নীচের টেবিল থেকে –
পরীক্ষার নাম | WBPSC মিসলেনিয়াস পরীক্ষা |
---|---|
কন্ডাক্টিং নাম | ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 27 সেপ্টেম্বর |
পোস্টের সংখ্যা | অবহিত করা হবে |
বিজ্ঞপ্তি স্ট্যাটাস | প্রকাশিত (সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি) |
পরীক্ষার পর্যায় | প্রিলিমিস, মেইনস এবং ইন্টারভিউ |
যোগ্যতা | স্নাতক ডিগ্রী |
অফিসিয়াল ওয়েবসাইট | www.pscwbapplication.in |
WBPSC মিসলেনিয়াস নিয়োগ অনলাইনে আবেদন পদ্ধতি
WBPSC Miscellaneous Recruitment এ পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে । প্রার্থীরা কিভাবে আবেদন করবে তা নীচে উল্লেখ করা হলো-
- WBPSC Miscellaneous Recruitment এর অফিসিয়াল ওয়েবসাইটে wbpsc.gov.in যান ।WBPSC মিসলেনিয়াস পরীক্ষার জন্য আবেদন করতে লিঙ্কটিতে ক্লিক করবেন।
- প্রার্থীর নাম Register করুন এবং Login করুন।
- প্রার্থীর সমস্ত তথ্য সহ, ফটো, স্বাক্ষর আপলোড করুন, এবং বিভাগ উল্লেখ করুন।
- অবশ্যই আবেদন ফি প্রদান করবেন। তারপর submit করে অবশ্যই একটি প্রিন্টআউট বের করে নেবেন ।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ আবেদন ফি
WBPSC Miscellaneous Recruitment আবেদনপত্র পূরণ করার সময় প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে। WBPSC মিসলেনিয়াস আবেদনের ফি হল-
- GENERAL/OBC প্রার্থীদের জন্য -160 টাকা
- SC/ST-এর প্রার্থীদের জন্য – কোন ফি লাগবে না
WBPSC মিসলেনিয়াস নিয়োগ মাসিক বেতন
WBPSC Miscellaneous Recruitment এর যোগ্য প্রার্থীদের মাসিক বেতন 7,100/- টাকা থেকে 37,600/- টাকা।এছাড়াও বিভিন্ন সরকারী ভাতা প্রদান করা হবে।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ আবেদনকারীর বয়স সীমা
WBPSC Miscellaneous পরীক্ষা দেওয়ার জন্য 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
ক্যাটাগরি | বয়স |
---|---|
UR প্রার্থীদের | 20 – 39 বছর |
OBC প্রার্থীদের | 20 – 42 বছর |
SC/ST প্রার্থীদের | 20 – 44 বছর |
WBPSC মিসলেনিয়াস নিয়োগ আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
WBPSC Miscellaneous Recruitment এর ক্ষেত্রে সমস্ত বিভাগের জন্য শিক্ষাগত যোগ্যতা একই। প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি করতে হবে, তাহলে এই পরীক্ষাটি দিতে পারবে।
WBPSC মিসলেনিয়াস পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া
WBPSC Miscellaneous Recruitment পরীক্ষা দেওয়ার জন্য 3 টি পর্যায়ে হবে -প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ। WBPSC Miscellaneous চাকরির জন্য প্রার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে।
WBPSC Miscellaneous Selection Process এ প্রিলিমস পরীক্ষা উদ্দেশ্যমূলক ধরনের হবে।যে সকল পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মেন পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। প্রার্থী নির্বাচনের জন্য চূড়ান্ত মেধা তালিকার ক্ষেত্রে শুধুমাত্র মেইনস এবং ইন্টারভিউয়ের মার্কস গণনা করা হবে।
রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন |
---|---|
পরীক্ষার নাম | মিসলেনিয়াস সার্ভিসেস |
যোগ্যতা | গ্র্যাজুয়েশন পাশ |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
WBPSC মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে কোন কোন পদে চাকরি পাওয়া যায়
- Assistant Child Development Project Officer
- Disaster Management Officer / Block Disaster Management Officer
- Block Youth Officer / Municipal Youth Officer / Welfare Officer / Welfare Officer
- Inspector, Backward Classes Welfare
- Assistant Agricultural Marketing Officer
- Assistant Program Officer
- Controller of Correctional Services
- Inspector of Agricultural Income Tax
- Customer Welfare Officer
- Saving Development Officer
- Post in West Bengal Subordinate Labour Service
- Assistant Auditor, Board of Revenue
- Extension Officer, Mass Education Extension
- Lady Extension Officer, Mass Education Extension
- Assistant Controller of Correctional Services
- Investigation Inspector
- Revenue Inspector
– ইত্যাদি বিভিন্ন পদে Miscellaneous সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হয়ে থাকে।
WBPSC মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস
এই পরীক্ষায় বসতে হলে প্রার্থীদের অবশ্যই WBPSC মিসলেনিয়াস সিলেবাস সম্পর্কে পুরোপুরি ধারনা থাকতে হবে। WBPSC মিসলেনিয়াস সিলেবাস নীচে দেওয়া হল:
WBPSC মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার সিলেবাস
General Knowledge:-
- Famous Places and People in the News
- Indian Economy
- Indian Polity & Constitution
- Geography: Rivers, Relief Features, geographical facts, etc.
- Current Events of National & International Importance
- Important National & International Conferences & Events.
- Indian History and Freedom Struggle
Arithmetic :- M.E examination syllabus of WBSE.
WBPSC মিসলেনিয়াস মেইনস পরীক্ষার সিলেবাস
Paper 1 এর জন্য English
- Report Drafting from Materials Supplied.
- Translation from:-Bengali/Urdu/Hindi/English /Nepali/Santhali .
- Precis/Summary writing from a prose passage.
- Synonyms, antonyms, Correction of sentences, fill in the blanks, and correct use of vocabulary.
Paper 2 এর জন্য Bengali/Urdu/hindi/Santali/Nepali
- Grammar
- Report Drafting from materials supplied.
- Precis /Summary writing from a prose passage
- Translation from English to Hindi/Bengali/Urdu/Nepali/Santhali.
Paper 3 এর জন্য Arithmetic and General Studies of class 10th of M.E. level.
আরো পড়ুন – Sitaram Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদন করুন।
PM New Yojana Online Apply 2024: কিভাবে অনলাইনে আবেদন করবেন
Pm Surya Ghar Yojana Registration 2024: প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কীভাবে আবেদন করবেন?
AICTE Pragati Scholarship 2024 : প্রগতি স্কলারশিপের আবেদন সম্পর্কে বিস্তারিত জানুন।